আমরা যে ভাবে দেখি, পর্ব-২১ (১)
লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ২৮ জানুয়ারি, ২০১৪, ০৮:০৯:১৯ সকাল
আমরা যে ভাবে দেখি, পর্ব-২১ (১)
প্রথমেই বলে রাখা ভাল, আমরা চোখের জ্যোতি দ্বারা কোন কিছু দেখিনা। চোখের এমন কোন আলোক রশ্মি নাই, যা দিয়ে আমরা কোন কিছূ দেখতে পারি।
তা হলে আমরা কী ভাবে কোন বস্তু দেখে থাকি?
এর একটি মাত্রই উত্তর, যা হল, বস্তুটা হতে যদি আলোক রশ্মী -
ক) আমাদের চক্ষু গোলকের ১)কর্নিয়া ২) পিউপিল ৩) লেন্স ও ৪) ভিট্রিয়াস হিউমার, অতিক্রম করিয়া সর্ব পিছনের রেটিনা নামক লেয়ারে পৌছাইতে পারে। (চিত্র-৩ দেখুন)এবং
খ) এই রেটিনার বিশেষ কোষ (RODS & CONES) ১) সংগৃহিত আলোক রশ্মীটাকে NERVE IMPULSE বা বৈদ্যুতিক প্রবাহে রুপান্তরিত করে, ( চিত্র-৪)২) OPTIC NERVEবা অপটিক স্নায়ুর মধ্যদিয়ে প্রবাহিত করে,(চিত্র-৫) ৩) মস্তিস্কের পিছনের দেখার দৃষ্টি কেন্দ্রে (VISUAL CORTEX) এ পৌছাইতে পারে।(চিত্র-৬)
কোন পদার্থ হতে বিচ্ছুরিত আলোক রশ্মী, আমাদের চক্ষুগোলক ও মস্তিস্ককে জড়িয়ে, এতগুলী ঘটনা ঘটার পর আমরা তখন সেই বস্তুটাকে দেখতে পারি।
চোখের পাতা (চিত্র-২)উন্মুক্ত করিলে, পদার্থ হতে আলোক রশ্মী ঠিক ক্যামেরায় (চিত্র-১) যেমন লেন্স এর মধ্য দিয়ে ফিল্ম এর উপর পড়ে চিত্র অঙ্কিত হয়, আলোক রশ্মী ঠিক তদ্রুপ চোখের মধ্যের লেন্স এর মধ্য দিয়ে চক্ষু গোলকের সর্ব পিছনের রেটিনা লেয়ারের উপর পড়ে পদার্থটির চিত্র অঙ্কন করে ফেলে।
এরপর রেটিনার RODS এবং CONES কোষ চিত্রটিকে বৈদ্যুতিক প্রবাহে রুপান্তরিত করিয়া মস্তিস্কের পিছনে VISUAL CENTER বা দৃষ্টি কেন্দ্র পর্যন্ত পৌছাইয়া দিলে আমরা বস্তুটিকে দেখতে পারি।
(চিত্র-৪,৫,৬,৭
চিত্র-১ চক্ষুগোলকের লেন্স ঠিক একটি ক্যামেরার লেন্সএর মত ব্যবহৃত হয়।
http://chkdr02.files.wordpress.com/2014/01/2.jpg?w=300
চিত্র-২ চোখের পাতা উন্মুক্ত করার পর আলোক রশ্মী চোখের অভ্যন্তরে প্রবেশ করতে পারে।
http://chkdr02.files.wordpress.com/2014/01/3.png?w=295
চিত্র-৩ চক্ষুগোলক ,পার্শ হতে মাঝখান দিয়ে আড়াআড়ি খন্ডন (SAGITTAL SECTION)
http://chkdr02.files.wordpress.com/2014/01/4.jpg?w=300
চিত্র-৪ রেটিনা,যেখানে RODS & CONES কোষ গুলী আলোক রশ্মীকে বৈদ্যুতিক প্রবাহে রুপান্তরিত করে।
http://chkdr02.files.wordpress.com/2014/01/5.png?w=215
চিত্র-৫, OPTIC NERVE যে পথ দিয়ে বৈদ্যুতিক প্রবাহ RETINA হতে VISUAL CORTEX (দৃষ্টি কেন্দ্র)পর্যন্ত বহন করে আনে, যা মস্তিস্কের পিছন অংসে অবস্থিত।
http://chkdr02.files.wordpress.com/2014/01/6.jpg?w=255
চিত্র ৬- মস্তিকের পিছনাংশে দৃষ্টি কেন্দ্র (VISUAL CORTEX) মস্তিস্কের পার্শ হতে মধ্য দিয়ে একটি SECTION এ দেখানো হয়েছে।
http://chkdr02.files.wordpress.com/2014/01/7.jpg?w=300
চিত্র-৭ মস্তিস্কের উপর হতে মাঝখান দিয়ে খন্ডনে মস্তিস্কের দৃষ্টি কেন্দ্র (VISUAL CENTER)
তা হলে মোদ্দা কথা দাড়াল আমরা শুধুমাত্র চোখ দ্বারা দেখিনা। বরং মস্তিস্কও আমাদেরকে দেখার মস্তবড় সহযোগিতা করে।
চোখের যদি কোন আলোক রশ্মী থাকত তাহলে আমাদের অন্ধকারেও দেখতে কোন অসুবিধা হইতোনা।
সব কিছু একত্রে বিস্তারিত বর্ণনা করতে গেলে পাঠকদের জন্য কঠিন হইবে এ কারণে ক্ষুদ্রকারে ও খন্ডাকারে প্রকাশ করতে চাচ্ছি।
চলতে থাকবে।
২১ তম পর্বের সূত্র-১,২,৩,৪,৫
৩)http://webvision.med.utah.edu/imageswv/schem.jpeg
৪)http://en.wikipedia.org/wiki/Retina
RETIAL WORK
৫)http://www.vetmed.vt.edu/education/curriculum/vm8054/EYE/CNSPROC.HTM
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন