DNA কী? ১০ম পর্ব।ক্রোমোজোম-পুস্তকে DNA কোন ভাষা ব্যবহার করেছে?

লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ১৬ অক্টোবর, ২০১৩, ০৬:৩১:১১ সন্ধ্যা

DNA কী? ১০ম পর্ব।ক্রোমোজোম-পুস্তকে DNA কোন ভাষা ব্যবহার করেছে?



ছবি- Francis Harry Compton Crick– CODON আবিস্কারক,নোবেল বিজয়ী-১৯৬২

আবিস্কার-যে সকল বিজ্ঞানীগন আজীবন পরিশ্রম করে DNA এর CODON আবিস্কার করে মানব জাতির কল্যান সাধন করে গেছেন তাদের নিকট আমাদের অন্ততঃ কিছুটা হলেও কৃতজ্ঞ থাকা উচিৎ। এরা হলেন-

১. Francis Harry Compton Crick- উপরে চিত্র।

(জুন ৮,১৯১৬-জুলাই২৮,২০০৪)- an English molecular biologist, biophysicist, and neuroscientist

২. James Dewey Watson- ( এপ্রিল-৬, ১৯২৮, Chicago, IL, USA) ffiliation at the time of the award: Harvard University, Cambridge, MA, USA

৩. Maurice Hugh Frederick Wilkins- (জন্ম -ডিসেম্বর-১৫, ১৯১৬, Pongaroa, New Zealand

মৃত্যু: অক্টোবর,৫, ২০০৪, London, United Kingdom)

এরা ৩ জন মেডিসিন অথবা ফিজিওলজী এর উপর নোবেল বিজয়ী হন ১৯৬২ সনে। (১,২ ও ৩)

এবার আসুন একটু দৃষ্টি দেওয়া যাক,DNA এর বই দুইটির পৃষ্ঠা গুলীতে GENETIC নির্দেশ গুলী লিখতে কোন দেশীয় ভাষার অক্ষর ব্যবহার করে শব্দ ও বাক্য গঠন করা হয়েছে,ইংলিস,ফ্রান্স অথবা জার্মানী ভাষা?এই ভাষায় দুইটি শব্দের মধ্যে কী কোন SPACE থাকে? একটি বাক্য বা নির্দেশ হতে আর একটি কে কী ভাবে পৃথক রাখবে, বাক্যটি ডান দিক হতে পড়া আরম্ভ করতে হয়,নাকী বাম দিক হতে পড়তে হয়? ইত্যাদি আমাদেরকে খতিয়ে খতিয়ে দেখতে হবে।

আসুন তাহলে এগুলী দেখা যাক।

অক্ষর কয়টি ও কী নির্দেশ করে?

অক্ষর চারটি-A,U, (T), G, C.

নিম্ন লিখিত NUCLEIC ACID বা BASE এর সংক্ষিপ্ত চিহ্ন হিসাবে এই অক্ষর গুলী এসেছে,যেমন-

১.A=ADENINE NUCLEOTIDE কে নির্দেশ করে।

২.U=URACIL NUCLEOTIDE. (DNA এর THYMINE (T) NUCLEOTIDE,এর বদলে)

৩.G=GUANINE NUCLEOTIDE কে নির্দেশ করে।

৪.C=CYTOSINE NUCLEOTIDE কে নির্দেশ করে।

(৬) পর্ব-২,৩, দেখুন

শব্দ কী ভাবে তৈরী হয়,মোট কতটি শব্দ হয়?

শব্দ বা কডন মোট ৬৪ টি

প্রতিটা শব্দ এই চারটি অক্ষরের যে কোন ৩টি অক্ষর লয়ে তৈরী হয়। তা হলে এবার অংকের সোজা হিসাব ৪ গুন ৪ গুন ৪ = ৬৪ টা সর্বমোট শব্দ উৎপন্ন হওয়া সম্ভব।এই ৩অক্ষর বিশিষ্ট সাংকেতিক শব্দকে CODON বলে। যেমন- AUC AGC UGC ইত্যাদি শব্দ।(১) (৩য় পর্ব দেখুন)

প্রতিটা শব্দেরঅর্থ কী?

এই ৬৪ টি শব্দের ৬১টির অর্থ ২০ টি STANDARD AMINO ACID (প্রোটীন একক).যেহেতু ২০ টি STANDARD AMINO ACID কে ৬১ টি CODON এ নির্দেশ করে,অতএব বুঝাই যাচ্ছে, এর অর্থ এক একটি AMINO ACID কে একাধিক CODON নির্দেশ করে থাকে।

আর বাকী ৩টি অন্য কাজে ব্যবহৃত হয়। তাহলে এই CODON শব্দগুলীর অর্থ কী ভাবে AMINO ACID (প্রোটীন একক) গুলীকে বুঝাচ্ছে, তা নীচের চিত্র-১ টেবিলটার অভিধানে একটু দেখে নিন। এই টাই DNA এর কোড বিশ্লেষনের অভিধান।



চিত্র-১ কডন টেবিল, ডি এন এর অভিধান বা শব্দ কোষ।

উপরে লক্ষ্য করুন,UUU ও UUC এর অর্থ PHENYL ALANINE নামক এমাইনো এসিড।

UUA ও UUG এর অর্থ হল LEUCINE নামক এমাইনো এসিড।

AUG এর অর্থ হল METIONINE নামক এমাইনো এসিড। একই সংগে এটা আবার START CODON হিসাবেও ব্যবহৃত হয়।

UAA, UAG ও UGA এই ৩টাই শুধু মাত্র STOP CODON হিসাবে ব্যবহৃত হয়। (১)

DNA এর সমস্ত শব্দ ও তার বিশ্লেষনের অভিধান পেয়ে গেলেন। এবার আসুন দেখা যাক DNA পুস্তকে কী ভাবে নির্দেশ বাক্যটি যাকে আমরা GENE (জ্বীন) বলি, তৈরী থাকে।

আগেই বলেছি, সমস্ত GENETIC নির্দেশ ২ টি বইয়ের পাতায় পূর্ব হইতেই ভাগ্য আকারে লিখিত রয়েছে। DNA এর কাজ শুধু সেখান থেকে CODE করা নির্দেশ কপি করে পাঠানো। আপনার ভাগ্য পুস্তকে লিখিত বস্তুর বাইরে, DNA আপনাকে অতিরিক্ত কিছুই দেওয়ার ক্ষমতা রাখেনা।(১) VIDEO ১নং ও ২ নং দেখুন

নির্দেশের বাক্য গুলী কী ভাবে তৈরী হয়?

তাহলে আসুন আমরা কয়েকটা নমুনা বাক্যের চর্চা করে দেখি,কী ভাবে এই জেনেটিক বাক্য গুলী তৈরী হয়।

আপনাদের জানতে হবে ডিএনএর বইএর পাতার শব্দগুলী আমাদের লিখিত বইএর পাতার শব্দগূলীর মধ্যে যেমন একটা SPACE থাকে তদ্রুপ কোন SPACE বা GAP থাকেনা। এরুপ GAP রাখা DNA নিস্প্রয়োজন মনে করে। কারণ DNA তো আর আমাদের মতন কখনোই বিভিন্ন সংখ্যক অক্ষর বিশিষ্ট শব্দ ব্যবহার করেনা।

তার প্রতিটা ৩ অক্ষরই এক একটা অর্থবহ শব্দ, যার অর্থ উপরোল্লিখিত অভিধানে বর্ণিত AMINO ACID সমূহের মধ্য হইতে যে কোন একটি AMINO ACID হইবে। এভাবে এই শব্দের সংখ্যা নির্দেশটার প্রকার ভেদে কয়েক শত হইতে কয়েক হাজার পর্যন্ত হইতে পারে।

এবার দেখুন DNA এর বাক্য কী ভাবে তৈরী হয়।

তাহলে আগে একটা নমুনা বাক্য দেখুন একটি SPACE বিহীন শব্দ দ্বারা তৈরী করা,আমাদের নিকট অর্থহীন বাক্যকে, DNA তার FOMATE এ ফেলে দিয়ে,প্রতিটা ৩ অক্ষর বিশিষ্ট শব্দ তৈরী করে,একটি অর্থ পূর্ণ বাক্য বানিয়ে ফেলতে সক্ষম হয়,যা আমরাও পারবনা।

বাক্যটি-

Thesunwashotbuttheoldmandidnotgethishat.

এই বাক্যটির অর্থ আপনি কিছুই বুঝতে পারতেছেন না? DNA এর নিকট এটা কিন্তু একটা অর্থ বোধক বাক্য।

তাহলে এবার আমরা বাক্যটি DNA এর নিকট দিয়ে দেই,দেখুন কী ভাবে DNA তার নিজস্ব FOMATE ব্যবহার করে এর দ্বারা একটি সুন্দর অর্থপূর্ণ তথ্য বেরিয়ে দেয়।

এবার ঐ বাক্য থেকে DNA বুঝতে পারবে-

The sun was hot but the old man did not get his hat.

দেখুন তো DNA কোন অক্ষর এর পরিবর্তন ছাড়াই প্রতিটা ৩ অক্ষর লয়ে লয়ে কী চমৎকার একটি অর্থপূর্ণ বাক্য গঠন করে ফেল্ল।(৪)

তাহলে এতক্ষনে নিশ্চয়ই উপলদ্ধি করতে সক্ষম হয়েছেন, DNA শুধু কারীগরী বিদ্যায়ই আমাদের অনেক উর্দ্ধে নয়, ভাষা জ্ঞান ব্যবহারের দিক দিয়েও আমাদের অনেক উর্দ্ধে।

তাহলে DNA এর নিকট BODY কে লিখিত নির্দেশ পাঠাতে আর কোন অসুবিধা থাকে?

হ্যাঁ একটু চিন্তা করে দেখুন আর একটু অসুবিধা এখনো রয়ে গিয়েছে,তা হল- DNA এর বই এর সম্পূর্ণ পৃষ্ঠায় হাজার হাজার রকমের নির্দেশ রয়ে গিয়েছে। সেখানে এক ধরণের নির্দেশ হতে আর এক ধরণের নির্দেশের মধ্যেও ঠিক একই ভাবে কোনই GAP বা প্যারা দ্বারা পার্থক্য করা নাই, অক্ষর গুলী CONTINUOUS বা বিরতী হীন ভাবে বসে চলে গিয়েছে।

এখন তাহলে DNA কী ভাবে বিশেষ নির্দেশটি BODY এর জন্য নির্বাচন করে দিবে?

মনে করা যাক PANCREAS (অগ্নাশয়) নামক অর্গান টি INSULIN নামক হরমোন উৎপাদন করে,BLOOD GLUCOSE নামিয়ে আমাদের DIABETES হতে বাধা প্রদান করে, আবার এই PANCREAS ই GLUCAGON নামক হরমোন ও উৎপাদন করে,যেটা BLOOD GLUCOSE LEVEL কে বাড়িয়ে DIABETES হতে সহযোগিতা করে।

এবার ধরা যাক, যে GENE বা নির্দেশটায় INSULIN উৎপাদনের নির্দেশ দেয় এবং যে GENE টায় GLUCAGON উৎপাদনের নির্দেশ দেয় ঘটনা ক্রমে এরা পাশাপাশি কোন SPACE ছাড়াই রয়ে গেছে।(এ উদাহরণ টা শুধু বুঝাবার জন্য।এটা প্রকৃত ঘটনা নয়)।

তাহলে কী DNA, INSULIN এর জন্য নির্দেশ দেওয়ার সময়, এর ঠিক পার্শেই একত্রে SPACE হীন থাকা, GLUCAGON হরমোন এর নির্দেশ কারী GENE টার ও কিছু অংশ মিশ্রিত করে ফেলবে?

ঐ রুপ মিশ্রিত নির্দেশ পাঠালে, সেটা একটি ভূল নির্দেশ হয়ে যাবে। তখন BODY আর INSULIN উৎপাদন করতে পারবেনা।

তখন ব্যক্তিটি DIABETES রোগে আক্রান্ত হয়ে যাবে।

কোন ভাবে GENETIC SEQUENCE এর মধ্যে এধরনের পরিবর্তন স্থায়ী হলে তাকে GENETIC MUTATION বলে।

GENETIC MUTATION পরে আলোচনা করা হবে।

এবার মূল বিষয় বস্তুতে ফিরে আসা যাক।

না, স্বাভাবিক সুস্থ অবস্থায় DNA কখনোই একটা জ্বীন এর সংগে আর একটা জ্বীন মিশ্রিত করে ফেলবেনা।

কীভাবে এক ধরনের নির্দেশকে আর এক ধরনের নির্দেশ হতে পৃথক করে ফেলে তা একটু দেখুন।

DNA এবার প্রয়োজনীয় নির্দেশটা কোথা থেকে এর আরম্ভ, অর্থাৎ সোজা সাপটা কথায়, কোন্ CODON বা শব্দটা হতে তার নির্দেশটা শুরু হয়েছে, এবং কোন্ CODON পর্যন্ত গিয়ে তার নির্দেশটা শেষ হয়ে গিয়েছে তা চিহ্নিত করে ফেলবে।

কী করে চিহ্নিত করবে?

DNA এর CODON ই ডিএনএ কে চিনিয়ে দিবে।

আগেই বলা হয়েছে, DNA এর নির্দেশ চূড়ান্ত পর্যায়ে জ্বীন উৎপাদন করে বাস্তবায়িত করে RIBOSOME, এবং সেই RIBOSOME ই প্রোটীন বা জ্বীন উৎপাদনের সময় পূর্ণ নিয়ম কাণুন অনুসরন করে।অর্থাৎ রাইবোছোম এর নিকট mRNA, DNA হতে যে নির্দশটা লয়ে গিয়েছে RIBOSOME সেই নির্দেশটা tRNA এর মাধ্যমে DECODING ও AMINO ACID উৎপাদনের সময় বিশেষ ভাবে লক্ষ রেখে START CODON হতে আরম্ভ করে STOP CODON পর্যন্তই GENE/ প্রোটীন উৎপাদন করে।

নীচে লক্ষ্য করুন কীভাবে নির্দেশ নির্বাচন করা হয়।

“5′-GUCCCGUGAUGCCGAGUUGGAGUCGAUAACUCAGAAU-3′”

লক্ষ্য করুন ডিএনএর পাতায় GENETIC নির্দেশাবলী এভাবেই সাজানো আছে। এবং mRNA এই নির্দেশটাই কপি করে সাইটোপ্লাছম এর মধ্যে RIMOSOME এর নিকট DECODING (TRNSLATION) ও GENE/PROTEIN উৎপাদনের জন্য লয়ে গেল। তখন RIBOSOME GENE উৎপাদনের জন্য বাক্যের সম্পুর্ণ অংশটুকু ব্যবহার করবেনা। সে শুধু মাত্র এর যেখান থেকে START CODON (AUG) আরম্ভ হয়েছে, তাকে অন্তর্ভুক্ত করে যেখানে STOP CODON (UAA) পেয়েছে তাকে বহির্ভূত রেখে, তার পূর্বে অবস্থিত CODON (UAG-*** চিহ্নিত) পর্যন্ত জ্বীন উৎপাদন করবে।

আর RIBOSOME নির্দেশটি পড়া আরম্ভ করবে ডান দিক হতে নাকী বাম দিক হতে?

না এরা আমাদের মত ডান/বাম চিনেনা।

এদের পড়ার এবং সমস্ত কাজ কাম করে FROM “5’PRIME END TO 3’PRIME END” অভিমুখে।(৬)দ্বিতীয় পর্ব দেখুন।

এবার দেখুন RIBOSOME উপরের বাক্য হতে কী ভাবে তার প্রয়োজনীয় অংশ টুকু বেছে নীচের বাক্যে বেছে নিয়েছে।

এখানে দেখুন বামে 5’ PRIME END হতে ৩টা CODON পরে START CODON AUG (RED UNDER LINED) হতে RIBOSOME,AMINO ACID উৎপন্ন করতে করতে প্রথমে UAA, STOP CODON (RED UNDER LINED) পেয়ে গেছে। এই পর্যন্তই নির্দেশের জন্য RIBOSOME প্রোটীন বা জ্বীন উৎপাদন করবে। (৫)বাকী অংশ টুকু ছুড়ে ফেলে দিবে,ঠিক আমরা যেমনটা অপ্রয়োজনীয় কাগজ পত্র ডাষ্টবিনে ছুড়ে ফেলে দেই।

ও,ভাবতেছেন কোষ আবার ডাষ্টবিন কোথায় পাইবে? নীচের কোষ চিত্র-২ টা দেখুন। ওখানে LYSOSOME নামে ORGANELLE টাই কোষ ডাষ্টবিন হিসাবে ব্যবহার করে থাকে।



চিত্র-২ একটি প্রাণী কোষ

ভিডিও-

১নং ভিডিও লিংক- http://www.youtube.com/watch?v=ztPkv7wc3yU

২নং ভিডিও লিংক- http://www.youtube.com/watch?v=h3b9ArupXZg

সূত্র-

১. http://en.wikipedia.org/wiki/Genetic_code

২. http://en.wikipedia.org/wiki/Francis_Crick

৩. NOBEL PRIZE

http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/

৪. MUTATION

http://learn.genetics.utah.edu/archive/mutations/

৫. SELECTION

http://www.emunix.emich.edu/~rwinning/genetics/code3.htm

৬. DNA

http://en.wikipedia.org/wiki/DNA

বিষয়: বিবিধ

১৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File