ফিলিস্তিনি জনতার একটি বিজয় মিছিলের দৃশ্য দেখুন!!

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২৭ আগস্ট, ২০১৪, ০৭:২১:০৬ সন্ধ্যা




উপরের ভিডিওটি আমার এক ফেইসবুক বন্ধু তার ওয়ালে আপলোড করেছিল। আমি সেটাকে ইউটিবে এই মাত্র ইউটিউবে আপলোড করে বিডিটুডে ব্লগের সম্মানিত ব্লগার এবং ভিজিটরদের দেখার সুবিধার জন্য এখানে লিংক দিলাম।

বিষয়: বিবিধ

১৭৩৪ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258898
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ ।
লাব্বাইক ইয়া গাজ্জা লাব্বাইক ইয়া হামাস
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩১
202595
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : দেশে আইবার গান ধইরছেন। আবার নতুনভাবে ফিলিস্তিন যাইয়া জিহাদী হইবার চান নাকি?
258902
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
আমি মুসাফির লিখেছেন : ইসরাইলীরা মেরে মনে করেছে অনেক অর্জন করেছে কিন্তু এই মিছিল বলে দেয় মুসলমানরা মরলেও দমে যায় না। বরং ঈমানী জযবা আরো বেড়ে যায়।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৫
202611
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার মনে সন্দেহ জাগছে এজ্রাইলীরা গাজায় গেল গাজা খাইয়া মনের সূখে গ্যাঞ্জাম লাগাইবার লিগ্যা। মাগার হেতারা নিজেরাই তো দেহি কোন অজানা গ্যাঞ্জামের গ্যাড়াকলে আটকিয়া ফাইন্দে পইড়া বগা কান্দেরে অবস্থা অইয়া গেলো! মুই তো কিচ্ছুই বুইঝবার হারলুম না। আসলে গ্যাঞ্জাম লাগলো কুনাই?
258924
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : আল্লাহ এদের শক্তি সাহস আরও বাড়িয়ে দিক যেন এ কঠিন পরীক্ষায় সহজেই উৎরে যায়৷
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৬
202616
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার মনে সন্দেহ জাগছে এজ্রাইলীরা গাজায় গেল গাজা খাইয়া মনের সূখে গ্যাঞ্জাম লাগাইবার লিগ্যা। মাগার হেতারা নিজেরাই তো দেহি কোন অজানা গ্যাঞ্জামের গ্যাড়াকলে আটকিয়া ফাইন্দে পইড়া বগা কান্দেরে অবস্থা অইয়া গেলো! মুই তো কিচ্ছুই বুইঝবার হারলুম না। আসলে গ্যাঞ্জাম লাগলো কুনাই?
258933
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৫
সজল আহমেদ লিখেছেন : আল্লাহু আকবার
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৮
202624
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হে হে হে!!! বাংগাল দেশে বইস্যা নিরাপদ কুটুরিতে ঘুমাইয়া আল্লাহু আকবর!!!
258947
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৯
নোমান২৯ লিখেছেন : আপনার কথাগুলো যেন উপহাসমুলক ???ভাইয়া,?
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:১৫
202695
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কুন কথাডা উপহাসমূলক মনে অইলো আন্নের?
২৭ আগস্ট ২০১৪ রাত ১০:৩৭
202739
নোমান২৯ লিখেছেন : এমনি কি আপনি উপহাস করছেন ?হ্যাঁ অথবা না বলে দিলে আমি বিশ্বাস করবো ?
আমার কাছে একটা কথা লাগতে পারে,কিন্তু হয়তবা আপনি ওমন বুঝান নি ?Crying Crying
258955
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:০৪
সজল আহমেদ লিখেছেন :
গ্যাঞ্জাম খানের খোলা চিঠিলিখেছেন : হে হে হে!!! বাংগাল দেশে বইস্যা নিরাপদ কুটুরিতে ঘুমাইয়া আল্লাহু আকবর!!!

খালি গ্যাঞ্জাম লাগায় !
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:১৬
202697
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বদ্দা গ্যাঞ্জাম কি মুই লাগাইলাম?
258960
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:১৭
বুড়া মিয়া লিখেছেন : কিরকম মানুষ ওরা, এতো দুঃখ-কষ্ট, স্বজন-হারানো বেদনার পরও রাস্তায় নেমে আনন্দ আর প্রতিবাদ; এগিয়ে যাক ফিলিস্তিনীরা, দোয়া রইলো তাদের জন্য।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২৮
202705
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধুর চাচা! আন্নে খামোখা হুদা হুদা গ্যাঞ্জাম লাগান ক্যান? কিরম মানুষ মানে? আবার জিগান কিল্লাই? দুনিয়াতে মানুষের সংজ্ঞা কিংবা মানুষ বলতে গেলে তো ওরাই! বাকীরা হগলে টানুষ! মানুষ কারে কয়, মানুষের দায়িত্ব কি কি, মানুষের পরিচয় কিভাবে পাওয়া সম্ভব তা জাইনবার চাইলে ফিলিস্তিনে চইল্যা যান। ওখানে মানুষ যেমুন হাইবেন আবার অমানুষগো তান্ডব লীলার চিত্রও দেইখবার হারবেন।
অহন কউন তো দেহি আন্নে আর মুই মানুষ নি?
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৩
202707
বুড়া মিয়া লিখেছেন : মনে মনেও ওদের সামনে নিজেগো খাড়া করাইলে তো আর মানুষ মনে হয় না!
259004
২৭ আগস্ট ২০১৪ রাত ১১:৩৭
আফরা লিখেছেন : আল্লাহ এদের শক্তি সাহস আরও বাড়িয়ে দিক যেন এ কঠিন পরীক্ষায় সহজেই উৎরে যায়৷ আমীন ।
২৭ আগস্ট ২০১৪ রাত ১১:৫৩
202762
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কাচের ঘরের ইয়ারকন্ডিশনে বইস্যা দোয়া কইরলে তো আর বিপদের আশংকা নাই আমাগো! আন্নেরে ধন্যুবাদ!!!!
259010
২৭ আগস্ট ২০১৪ রাত ১১:৫৫
শাহজাদা ইয়ামেন লিখেছেন : খাইবার খাইবার ইয়া ইয়াহুদ,
২৮ আগস্ট ২০১৪ সকাল ১০:৪২
202840
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নেরে এক্কান ধন্যুবাদ।
১০
259104
২৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৮
ইবনে হাসেম লিখেছেন : বাংলাদেশ ও প্রস্তুত হও, আগামী দিনের জন্য।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪১
202970
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাংগালদের সেই মুরোধ আছেনি? বাংলাগালরা সব সময় কাংগালের মত শুধু হায়খানা কইরবার হারে।
১১
259105
২৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৩
প্রেসিডেন্ট লিখেছেন : একদিন আমরাও ইনশাল্লাহ। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up

হামাস হতে বাংলাদেশের বিরোধী জোটের শিক্ষা নেওয়ার আছে।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৩
202972
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাংলাদেশের বেরুধী ঝটের কুনো শক্তি সামথ নেই আমামী লিকের মত রামচন্দনদের ক্ষেমতা কেড়ে নেওয়ার।
১২
259201
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৪
পুস্পিতা লিখেছেন : আসলেই সাহস আছে ওদের। ইসরাইলী আক্রমণ শুরুর পর থেকে আল জাজিরাতে গাজার নারীদের মন্তব্যগুলো পড়ছিলাম আর তাদের সাহস দেখে অভিভূত হচ্ছিলাম। অকল্পনীয় তাদের সাহস। আসলে ওই ধরনের দুঃসাহসীদের জন্যেই ইসলাম।
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
202974
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গাজার নারী পুরুষ হগলেই প্রকৃত অথেই স্বাধীনচেতা জাতি। হেরাই তো মুসলমানদের আসল পরিচয় তুলে ধইরবার হারছে। প্রকৃত মুসলিমদের জজবা নাকি এমনই আছি!!!
১৩
260898
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : মাশাআল্লাহ্!
আল্লাহ তাদের শক্তি এবং সাহস আরো বাড়িয়ে দিন।
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
206633
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনারে ধন্যবাদ। ফিলিস্তিনিদের শক্তি এবং সাহস দেখলে সত্যিই ইর্ষা হওয়ার মত!
১৪
262913
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
সায়িদ মাহমুদ লিখেছেন : কৈ কোন লিঙ্কতো পাচ্ছিনা ভাই?
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
206634
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কেন, কি সমস্যা আমি তো দেখতে পাচ্ছি ভিডিওটা। আন্নে আবার চেষ্টার উপ্রে ট্রাই করেন।
১৫
266889
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
সালমা লিখেছেন : মাশাআল্লাহ্,মারহাবা............
আল্লাহ তাদের মনোবল , শক্তি এবং সাহস আরো বাড়িয়ে দিন আমিন............
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৯
210646
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নেরে ধন্যুবাদ! হুনলাম আন্নে নাকি দেশেই আইসা নিজ হাতে রান্না কইরা বেবাগ পড়ুসীদের খাওয়াইলেন! তো আমাগোর মত অধমদের লিখ্যা কিচ্ছুই রাইখ্যা গেলেন না কিল্লাই? কাউরে না কইয়া নিরবে নিভৃতে চইল্যা গেলেন কুন দুঃখে?
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৫
210648
সালমা লিখেছেন : দু.খিত পানির কারনে কোথায়ও যাওয়া হয়নি.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File