ব্লগার "প্রেসিডেন্ট" খুবই অসুস্থ্য। তিনি সবার কাছে রোগ মুক্তির দোয়া চেয়েছেন।
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৮ জুন, ২০১৪, ০৬:২৫:৪১ সন্ধ্যা
আজ সারাদিন ফেইসবুক লগইন করিনি। একটু আগে ফেইসবুক ওপেন করে ইনবক্সে ব্লগার প্রেসিডেন্ট যিনি ফেইসবুকে ডিজিটাল প্রেসিডেন্ট নামেই একজন জনপ্রিয় লেখক ও এক্টিভিস্ট হিসেবে পরিচিত তার একটি ছোট্ট মেসেজ পেলাম।
আমার কাছে ইনবক্সে দেয়া মেসেজটি- Ganjam Khan Bhai, I am very sick. Pray to Almighty Allah for me.
ডিজিটাল প্রেসিডেন্ট ভাই অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিশ্রুতিশীল একজন লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করা এ মেধাবী ব্লগার ভাইটি দৈনিক আমারদেশ পত্রিকায় নিজ নামে মাঝে মধ্যে কলামও লিখতেন। বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন তিনি। তার মেসেজটি পেয়ে আমি খুবই চিন্তিত মনে তার জন্য দোয়া করছি মহান আল্লাহর দরবারে। সুপ্রিয় পাঠকদেরকেও তার জন্য দোয়া করতে আবেদন করছি। মহান আল্লাহ যেন তাকে অতি দ্রুত আরোগ্যতা দান করেন।
বিষয়: বিবিধ
২১০০ বার পঠিত, ৫৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টুডেতে কম দেখছি।
টুডেতে কম দেখছি।
দোয়ার মাহফিলের সবার সতর্ক দৃষ্টি কামনা করছি। মাহফিলে চোর ডুকেছে! মোনাজাতে হাত তুইলছেন ভাল কথা! তবে পকেটের দিকে হগলে একটু নজর রাইখ্যান। যে কোন মুহুর্তে, যে কারো পকেটের বারোটা বাজাইয়া দিবার পারে। বিশেষ করে যাদের পকেটে টাকা পয়সা নেই তারা একটু বেশী সতর্ক থাইক্যান। অন্য থেকে চুরির মাল খালি পকেটে ঢুকাইয়া দিবার পারে ধরা খাওনের ভয়ে।
আল্লাহ প্রেসিডেন্ট মশাইকে সুস্থ্যতা দান করুক। ফার্স্টলেডী এবং বাল-বাচ্চা হগলরে আজীবনের জন্য রোগমুক্ত রাখুক। আন্নেরেও ভালা রাখুক। তারাতারি মোটা হওনের তাওফীন দান কর হে মোর খোদা!
আল্লাহ ওনাকে সুস্থ করে দিন।
আল্লাহ শা'ফি, আল্লাহই কাফি। আন্নেরে ধন্যবাদ দিলুম দোয়ায় শরীক হওনের লিগা।
গত ৮/১০ দিন হতেই অসুস্থ। জ্বর, গায়ে ব্যথা, সর্দি কাশি। প্রথম দিকে অতটা গুরুত্ব দিইনি। কিন্তু গত ১২ তারিখ হঠাৎ জ্বর বেড়ে ১০৫ ডিগ্রী, প্রায় সংজ্ঞাহীন অবস্থা। স্ত্রী জরুরী ভিত্তিতে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আর ডাক্তারের সুচিকিৎসায় এখন কিছুটা সুস্থ। তবে শরীর ভীষণ দুর্বল আর কাশিটা এখনও সারেনি।
বনি আদম তথা গোটা মানব সম্প্রদায় এক দেহের মত। যখন দেহের কোন অঙ্গে বৃথা বেদনা অনুভব হয় তখন গোটা দেহের সারা অঙ্গে তার প্রভাব বিস্তার করে, শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ অস্তির হয়ে যায়। তেমনিভাবে কোন মানুষ আঘাতপ্রাপ্ত হলে, ক্ষতিগ্রস্থ হলে, রোগ-বালা-মুসিবতে নিপতিত হলে তখন তার সাহায্যর্থে অন্য বনী আদমরা এগিয়ে আসবে, তার বালা মুসিবতে সমভাবে ব্যথিত হবে- এটাই স্বাভাবিক।
যদি একজন মানুষের ব্যথা বেদনায় অন্য মানুষ ব্যথিত না হয় তবে তাকে মানুষের কাতারে গণ্য করা উচিত নয়।
গ্যাঞ্জাম খান আপনার অসুস্থতা নিয়ে ছোট্ট একটি ব্লগ দিলেন। সাথে সাথেই বিডিটুডে ব্লগের সহ ব্লগাররা তাদের আরেকজন ভাইয়ের অসুস্থতাতে যেভাবে রোগমুক্তির দোয়া করলেন তাতেই প্রমাণিত হয় এ ব্লগে যারা লেখালেখি করেন তারা একে অপরের কত কাছের মানুষ! এ যেন একে অপরের আত্মার আত্মীয়। অথচ আমাদের মধ্যে খুব কম সংখ্যক ব্লগারের সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে।
আপনাকে ধন্যবাদ এবং আপনার পূর্ণ সু্স্থ্যতা কামনা করছি মহান আল্লাহর দরবারে। ভাবীকেও সালাম জানাবেন।
মন্তব্য করতে লগইন করুন