রিকসাওয়ালা রুবেলকে জানাই হাজারো সালাম।
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১০ জুন, ২০১৪, ০৩:১৬:২০ দুপুর
আজ সকালে অফিসে যাওয়ার জন্য রিক্সা খুজছি, প্রতিদিন এ সময় বেশকিছু রিক্সা থাকলেও আজ রিক্সা পাওয়া যাচ্ছেনা।
কিছু সময় পরে একটা রিক্সা এসে দাঁড়ালো, এই রিক্সা ৫ নম্বর সেক্টর যাবে?
যাব মামা কিন্তু আমি চিনিনা।
কথা শুনে ভালভাবে মুখের দিকে তাকালাম।
মিডিয়াম সাস্থ্য, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ক্লিন শেভ আর ছোট করে চুল কাটা- দেখে যে কেউ বলবে কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
পরিবারের প্রতি দায়িত্বশীল এই ছেলের নাম-রুবেল, এক ছোট ভাই, মা আর বাবা এ ৪ জনের সংসার ওদের। বয়স ১৭, বাড়ি- নওগা- রাজশাহী। দ্বাদশ শ্রেনীর ছাত্র সে।
অভাবের সংসারে পড়ালেখার পাশাপাশি টুকটাক কাজকরে চলছিল এতদিন। কিন্তু তা খুবই অপর্যাপ্ত।
তাই কাজের উদ্দীশ্যে ঢাকায় আসলো।
হয়তো অনেক বড় আশা নিয়ে ঢাকাতে এসেছে, হয়তো ও জানতোও না ঢাকাতে এসে রিক্সার প্যাডেল চাপতে হবে।
যে বয়সের ছেলেরা মোবাইল আর গার্ল ফ্রেন্ড নিয়ে ব্যাস্ত সময় কাটায় সে বয়সে রুবেলরা সংসারের হাল ধরে।
আমার দেশে রুবেলের মত ছেলের বড় বেশী প্রয়োজন।
রুবেল তোমাকে সালাম।
সামস সুমন নামের একজনের ফেইসবুক টাইমলাইন থেকে নেয়া
বিষয়: বিবিধ
১৯৫৯ বার পঠিত, ৫৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার পরেও আন্নেরে এক্কান ধন্যবাদ দিবার চাই। মাগার আপনেরে তো চিনবার পারলুম না। এত্তোদিন কই আছিলেন আপনে?
সে যা-ই হোক এমন রুবেলদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও দুআ।
আপনে কুন কেতাবে পাইলেন মুই গ্যাঞ্জাম লাগাই?
এ পেশায় সে কি ভাল থাকতে পারবে ? অনেকগুলো পঁচা আমের মাঝে কি সে নিজেকে ফ্রেশ রাখতে পারবে ?
আল্লাহ মালুম ।
এ পেশায় সে ভাল থাকতে না পারার পেছনে সন্দেহ জাগার কারণ কি থাকতে পারে?
আপনার কথা অনুযায়ী বাংলাদেশের সব রিকসাওয়ালাকে পঁচা আমের সাথে তুলনা করে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্ল করার যৌক্তিকতা কোথায়? দেশের ষোল কোটি মানুষের প্রত্যেকের যত রকমের পেশা/ব্যবসা আছে তারা কি রিকসা চালানোর মত অনুচিত! পেশার মানুষের চেয়ে পুত পবিত্র?
বাস্তব অভিজ্ঞতা কিন্তু অনেক ইতিবাচক উদাহারণও পাওয়া যায় যারা আরাম কেদারায় বসে কলমের খোঁচার শত শত, হাজার হাজার মানুষের রিজিকের উপর ভাগ বসায়। সে তুলনায় রিকসা চালকদের সামান্য কিছু বদ অভ্যাস ও অভদ্র আচরণের কারণে তাদেরকে ঘৃণা করা অযৌক্তিক। সব রিকসা চালকই যে খারাপ তাও বা বলবেন কিভাবে?
০ ভাল লেগেছে- তার পড়াশুনার আগ্রহ দেখে , ফ্যামিলির প্রতি দায়িত্বশীলতার মনোভাব দেখে ।
খারাপ লেগেছে - রাজশাহীর ছেলে ঢাকার উত্তরাতে (সম্ভবত) এসে রিকশা চালাচ্ছে । এখানে ইন্টারের জন্য যে সকল কলেজ আছে রিকশা চালিয়ে তার খরচ মেটানো প্রায়ই অসম্ভব । আর সে যদি রাজশাহীতেই ইন্টার করে তাহলে সে তার ক্লাসের থেকে দূরে আছে । এভাবে দূরে থেকে সে হয়ত কামাই করতে পারবে , কিন্তু ভাল রেজাল্ট করা/ধরে রাখা খুব কঠিনই হবে ।
'' আপনার কথা অনুযায়ী বাংলাদেশের সব রিকসাওয়ালাকে পঁচা আমের সাথে তুলনা করে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্ল করার যৌক্তিকতা কোথায়?''
০ আপনার মনে হয় দৈনন্দিন জীবনে রিকশাওয়ালার সাথে ইন্টারেকশন হয় না । যদিও হয় তাও দুই একজনের ব্যাপারে জেনে খুব বিরাট কিছু জেনে ফেলেছেন মনে হয় ।
যখন স্কুল ছুটি হয় এবং আপনার রিকশা করে বাড়ি ফেরার তাড়া থাকে বা যখন মার্কেট থেকে বাসায় যাবেন বা যখন বৃষ্টি পড়ে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় - তখন রিকশা ওয়ালাদের মুড দেখেছেন ?
আপনার মনে হয় এসব অভিজ্ঞতা নেই ।
গুটি কয়েক ডাক্তারের অনৈতিক আচরনে যারা পুরো ডাক্তার সমাজকে কসাই বলে তাদের মুখে একজন অকেশলান রিকশাওয়ালাকে ভাল পেয়ে পুরো রিকশাওয়ালাদের পুত পবিত্র বলে জাহির করা দ্বিমুখী চরিত্ররই পরিচায়ক ।
ব্যতিক্রম সবখানেই আছে , কিন্তু আমাদের কারও কারও সমস্যা হচ্ছে যে এটাকেই মেইন স্ট্রিম বলে মনে করি ।
আমরাও দোয়া করি রুবেলদের মত যুবকরাই হয়ে উঠুক এদেশের কর্ণধার।
আপনি মনে হয় আমার প্রতি রাগ করে আছেন। মন্তব্য করলেন আবার তা উধাও। বুঝলাম না।
রুবেলরা আমাদের সমাজে আছে অনেক। কিন্তু তাদেরকে আমরা সেইভ করতে পারছি না। রুবেলকে অবশ্যই সালাম।
আপনের সাথে রাখ করতে যামু কিল্লাই মামু? আমি কুনাই মুন্তব্য করছি, আবার তা উধাও হয়ে গেলো কেমনে? কিছুই তো বুইঝবার পারলুম না মামু? কার ব্লগের কথা কইছেন মামু? আমার তো স্মরণে আইছে না! একবার যদি স্মরণ করাইয়া দিতেন! কৃতজ্ঞতা স্বরূপ আপনারে আরেক্কান ইয়ে........ করামু।
আপনাকেও অনেক অনেক বেশী বেশী ধন্যবাদ দিলুম।
আল্লাহ সেই ভাইকে রহম করুন। আমীন।
হাচা কথা কইছেন বদ্দা!
বেডিগো হিচনে হিচনে ঘুরেণ কিল্লাই? মতলব তো ভাল মনে অইতেছে না! নতুন কিছু মাইরা দেওনের ফন্দি পিকিরে আছেন নাকি? মুই তো মাইর খাওনের প্রশিক্ষণ অহনো লইনো। অহনো মাইর দেওনের গ্রুফের প্রথম বেঞ্চে বসি। হের লিগ্যাই তো মোরে হগলে গ্যাঞ্জাম খান কয়।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
অন্নেরে ব্যায়াপক ধন্যবাদ দিলুম। আবার আইসবার অগ্রিম দাওয়াত রইলো আপনের প্রতি।
ছোড ছোড পোলাপান মিলকারখায় কাজ না করলে আমাগো মুলুকের টাকার কুমিরগো সূখ শান্তি, আরাম আয়েশ আইবো কোইত্থেকে?
মন্তব্যের জন্য ধনেপাতা দিয়ে হাট্টা বাইয়ুনের চাটনী হাইতা চলি আইয়ুন দরবারে বাহারিয়া (বাহার ভাইয়ের দরবারে)
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
ধন্যবাদ সুন্দর মন্তব্যে রেখে যাওয়ার জন্য।
ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য।
অনেক ধন্যবাদ দিলুম আপনেরে গ্যাঞ্জাম খানের ব্লগ পাতায় আগুমুনের জন্য। আবার আইসেন।
মন্তব্য করতে লগইন করুন