ব্লগটা আগের মত জমে উঠছে না। এর কারণ কি? এ নিয়ে আপনার অভিযোগ পরামর্শ অথবা কি ধরনের সমস্যা ফেইস করছেন আপনি?
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ০৭ জুন, ২০১৪, ০২:৫২:২২ দুপুর
বিডিটুডে ব্লগটা আগের মত বেশ জমজমাট মনে হচ্ছে না। কেমন যেন নির্জীব প্রাণহীন একটা দেহের মত মনে হয়। অথবা ঘুমন্ত মানুষের মত মাঝে মধ্যে নাক ডেকে হাই তুলে শরীরটাকে এধার ওধার করে বিচনাতে গড়াগড়ি দেয়।
বিডিটুডে ব্লগটাতে আমি দু’য়েকটা সমস্যা ফেইস করি নিয়মিত। আপনারা কে কি ধরনের সমস্যা ফেইস করেন তা অবশ্য জানার সুযোগ হচ্ছে না। সুপ্রিয় পাঠক! আপনাদের সমস্যাগুলো খোলা মনে আমার এখানে লিপিবদ্ধ করে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। দেখি আমার সমস্যা এবং আপনাদের সমস্যাগুলো সব এক জাগায় লিখে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা।
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ৫৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রথমে লগ ইন অপশন আসে না।
ভাল লেখার যথোচিত মূল্যায়ন হয় না ।(আমার মতে)
এমুহূর্তে আর কিছু মনে পড়ছে না।ধন্যবাদ ।
প্রথমেই লগইন অপশন না আসার কারণ সম্ভবত ম্যাগাজিন এবং ব্লগ সাইট একই পেইজ নয়। হোম পেইজ ওপেন করলে প্রথমেই চলে আসে ম্যাগাজিনের পেইজটি।
ম্যাগাজিনের টাইটেলবারের নিচে যে মেনুবার রয়েছে তাতে ৫ নম্বারেই লাল ব্যাগ্রাউন্ডের হাইলাইট করা ব্লগের লিংক দেয়া আছে।
সাধারণত একজন নতুন ভিজিটর অথবা ব্লগ সম্পর্কে কোন ধারণা নেই এমন ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার মত তেমন কোন দৃষ্টি আকর্ষণী ইমেজ নেই আইকনটিতে। এক্ষেত্রে নতুন কোন আগন্তুক বিডিটুডে ওয়েব সাইট খোলার সাথে সাথেই যেন ব্লগের লিংকটি তার দৃষ্টি আকর্ষণ করতে পারে সে রকম কোন গ্রাফিক্যাল ইমেজ দিয়ে হাইলাইট করা যেতে পারে ব্লগের আইকনটিকে।
ভাল লেখার যথোচিত মূল্যায়ন হচ্ছে না। এটা শুধু আপনার একার অভিযোগ নয়। এ ব্লগে নিয়মিত লিখেন/ভিজিট করেন এমন অনেকেই এ অভিযোগ করে আসছে দীর্ঘদিন থেকে। এ বিষয়টি যেহেতু টেকনিক্যাল কোন ফাংশনের সাথে জড়িত নয় বরং লেখার মানগত বিবেচনার বিষয় অর্থাৎ কোন লেখাটি মানসম্মত তা বিবেচনার বিষয়। সেহেতু এ ব্যাপারে কর্তৃপক্ষের একটু আন্তরিকতা এবং মনোযোগ দিলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে হয়।
#কুইক কমেন্ট অপশান বাতিল করা হউক ।
#গঠনমূলক ও অধিক মন্তব্যকারীকে পুরুস্কৃত করা হউক ।
#সঠিক ও নির্ভুল র্যাংকিং ব্যবস্থা চালু করা হউক ।
#দেশের গুরুত্বপূর্ণ কোন ইস্যু , জনমানুষের দাবি সংবলিত পোস্ট সবসময় স্টিকি করা হউক ।
#ধর্মকে কটাক্ষমূলক পোস্ট এবং অশ্লীল ছবি সংবলিত পোস্ট প্রথম পাতায় আসার সুযোগ থেকে বিরত রাখা হউক ।এবং সংশ্লিষ্ট নিককে ব্যান করা হউক ।
#পাঠক চাহিদা ভিত্তিক পোস্ট স্টিকি করার অপশান চালু করা হউক ।
ধন্যবাদ ।
গঠনমূলক সক্রিয় মন্তব্যকারীদের ব্লগে অবদানটাও বিবেচনায় নেয়া যেতে পারে। এক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষেরই এগিয়ে আসতে হবে সর্বাগ্রে।
আপনার বাকী পয়েন্টগুলোও যৌক্তিক। আমিও এসবের সাথে একমত পোষক করছি। আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ মতামত দিয়ে পর পর দু'টি মন্তব্য করার জন্য।
এসব যারা করে তাদের নোটিশ দেওয়া হোক ।
সর্বোচ্চ মন্তব্যকারীর জন্য যেরকম সপ্তাহভিত্তিক একটা লিস্ট চালু করা হয়েছে তেমনি সর্বনিম্ন মন্তব্যকারীর জন্যও চালু করা হোক এমন কিছু সংখ্যাসহ , তা যদি শূন্যও হয় তাও ।
একমত
আপনার এ যুক্তির সাথে একমত হতে পারলাম না। ব্লগার/লেখকদের মধ্যে অনেক কর্ম ব্যস্থ সিনিয়র বিখ্যাত লেখকও রয়েছেন যাদের লেখা পোস্ট করলে ব্লগের পরিবেশটা প্রাণবন্ত হয়ে উঠে। তাদের লেখা থেকে অনেক কিছুই শিখা সম্ভব হয়। হয়তো ব্যস্থতার কারণে তারা বেশী সময় দিতে পারেন না। তাই বলে তাদের লেখাকে অবমূল্যয়ন করতে হবে কেন?
তবে যারা নিজেদেরকে মহা আতেল ভেবে নিজের লেখাতেই অন্যের মন্তব্যের আশা করেন এবং নিজেরা কারো লেখাতে মন্তব্য করলে জাত চলে যাওয়ার আশংকায় ভাব ধরে রাখেন তাদের লেখাকে এভয়েট করা যেতে পারে।
আপনার দ্বিতীয় পয়েন্টটাও আমার কাছে যৌক্তিক এবং বাস্তব সম্মত মনে হচ্ছে না। সপ্তাহিক সর্বনিম্ন মন্তব্যকারী অথবা একদম শুন্য মন্তব্যকারীদের তালিকা প্রকাশ করতে গেলে তো কয়েক কিলোমিটার লম্বা হয়ে যাবে তাদের লিষ্ট। ব্লগে এমন অসংখ্যা নিক ও আইডি আছে যাদের কোন না আছে কোন পোস্ট না আছে কোন মন্তব্য। কিন্তু এদের আইডি চেক করলে বুঝা যাবে তাদের আইডি তৈরী হয়েছিল বছরের চেয়েও বেশী সময় আগে।
এখানে “আ” অদ্যক্ষর দিয়ে সার্চ করে দেখলে এমন অনেক আইডি পাওয়া যাবে যারা ব্লগে কোনদিন কিছুই পোস্ট করেননি। মন্তব্যও করেননি।
আরেক বিষয় হচ্ছে নারী ব্লগারদের লেখাকে যেভাবে পারশিয়ালিটি দেয়ার অভিযোগ করছে বিভিন্ন মহল থেকে সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার।
২য় জবাবের ব্যাপারেও একমত । তবে যারা সপ্তাহে খুব কম কমেন্ট করেন বা একেবারেই করেন না মাসের পর মাস যেমনটা আপনি দেখালেন , এদেরকে রিমাইন্ডার পাঠিয়ে একসময় ডি-একডিভেট করে দেওয়া উচিত ।
ম্যাচের পর ম্যাচ রান না করলে তো সে ব্যাটস্ম্যানকে বিশ্রামেই পাঠানো উচিত , না কি ?
- কোন বাড়ীতে যখন মেহমানদের কদর থাকেনা, সেখানে মেহমান আসবে না।
- আবার অনেক মেহমান দাওয়াত দিয়ে সেখান থেকে বাছাইক করে, শশুধুমাত্র আত্মীয়দের মেহমান হিসেবে সম্মান দেওয়া হয়। তাহলে অতাত্মীয় মেহমান দ্বিতীয়বার নাও আসতে পারে।
- আবার আপনাদের মত গ্যাঞ্জাম পাকানোর মত মেহমান যদি আপ্যায়িত হয়, তাহলে পুরো মহল্লায় তো ঝড় উঠবেই। ফলে মেহমান আসবেনা।
এই ব্লগ বাড়িও সে ধরনের একটি অনুষ্ঠানের মত। সুতরাং বেশী বেশী মেহমান দাওয়াত দিন, তাদের যথাযত আপ্যায়ন করুন, তাহলে বাড়ীতে মেহমানের ভির লেগেই থাকবে।
সেদিন আপনার পোস্টকৃত কত সুন্দর একটি লেখা পড়লাম আবু ধাবিতে বাংলাদেশ এম্বাসি কর্তৃক পরিচালিত একটি স্কুলের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের সাফল্যজনক খবর। মনে করেছিলাম কর্তৃপক্ষ লটকিয়ে রেখে বেবাক মানুষকে পড়ার সুযোগ দিবে। কিন্তু আশাহত হলাম। বাশেঁর উপকারীতা, মুরগীর উপকারিতা নিয়ে আপনার অসাধারণ লেখাগুলো মনে করেছিলাম অধিক পঠিত হওয়ার জন্য লটকিয়ে দেয়া হবে। কিন্তু না। বরং কর্তৃপক্ষ খুজে খুজে বস্তপচা লেখা নিয়ে আসে স্টীকি করার জন্য।
অবশ্য কিছু কিছু ভাল লেখাও যে তারা স্টীকি করে না তা নয়।
আপনার তৃতীয় নম্বার অভিযোগটা সঠিক নয়। আমার মত গ্যাঞ্জাম লাগানোর লোকদের কর্তৃপক্ষ কখনো আপ্যায়িত করেনি। বিশেষ করে আমাকে কোনদিন মেহমানদারী করেনি ওরা। আমিও তাদের মেহমানদারীর মুকাপেক্ষী নই। মেহমানদারীর পরিবর্তে ওরা আমাকে একবার হলুদ কার্ড দেখিয়ে নোটিশ দিয়েছিল বাংলাদেশের সসস্ত্রবাহিনী নিয়ে একটি তথ্য বিত্তিক লেখা পোস্ট করার কারণে। অথচ আমার লেখাটি সূত্রসহ উল্লেখ করেছিলাম যা পরবর্তীতে অনলাইনের বিভিন্ন নিউজ পোর্টাল বেশ গুরত্বের সাথেই প্রচার করেছিল।
আমি গ্যাঞ্জাম লাগাই ঠিকই। কিন্তু আমার গ্যাঞ্জাম লাগানোর কারণ বা উদ্দেশ্য হচ্চে মহল্লার লোকজন সচেতন হয়ে চোর ডাকাত তাড়ানোর জন্য সজাগ হয়ে ঘুম থেকে উঠানোর জন্যই। আপনাকে ধন্যবাদ সুন্দর এবং গঠনমূলক মন্তব্য রেখে যাওয়ার জন্য।
আমি তো শুরুতেই বলেছিলাম অন্য ব্লগাররা কি কি সমস্যা ফেইস করেন তার সাথে আমারগুলোশুদ্ধ এক সাথে মিলাবো এবং নতুবভাবে সমস্যাগুলো নিহ্নিত করে সমাধানের পথ খুজে বের করবো সবাই মিলে। আপনাকে ধন্যবাদ ব্লগে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
অফ টপিকঃ আপনার আর ছিঁচকা চোরের স্টাইল ই আলাদা। আমার ভাল লাগে।
২/ সেরা পোস্ট নির্ধারণ করা যায়। এটি হলে উৎসাহিত হবে ব্লগাররা ভালো পোস্ট দিতে।
৩/ সেরা লেখাগুলো নিয়ে অনায়াসেই ইবুক হতে পারে।
৪/ একজন করে ব্লগারের নিয়মিত ভার্চুয়াল সাক্ষাৎকার নেয়া যেতে পারে। নিরবাচিত ব্লগারের সাথে যোগাযোগ করে তার সংক্ষিপ্ত জীবনী তুল্র ধরা যায়। এরপর ব্লগাররা তাকে প্রশ্ন করবে আর তিনি তার জবাব দেবেন। এটাও সাপ্তাহিক বা অর্ধ সাপ্তাহিক হতে পারে।
এটা আরেকজন ব্লগার কর্তৃক বা মডু কর্তৃক হতে পারে।
৬/ গালবাজ ব্লগারকে ২/৩ বাড় সতর্ক করার পর ব্যান করা উচিৎ, তাহলে অভিমানী পলাতক ব্লগাররা ফিরে আসবেন।
আপনার ২ নং পয়েন্টের সাথে আমি সম্পূরক হিসেবে আরেকটু আগ বাড়িয়ে বলতে চাই- এ সপ্তাহের সেরা তিনটি পোস্ট নির্বাচিত করা যায়। পরবর্তী সপ্তাহে এ তিনটি পোস্ট যথাক্রমে লেখার মান অনুযায়ী স্টীকি করা যেতে পারে।
সেরা লেখাগুলো নিয়ে অবশ্যই ই বুক এবং পরবর্তীতে তার প্রিন্ট ভার্ষন বের করা যায়। এজন্য প্রয়োজন উক্ত লেখাগুলো বিজ্ঞ পাঠকদের মতামত/গঠনমূলক মন্তব্যে নেয়ার জন্য স্টীকি করে রাখা যেতে পারে।
তবে এ ব্লগ সাইটটিতে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা আছে যা কর্তৃপক্ষ উদ্যেগ নিলে অনায়াসেই সমাধান করা যায়।
এছাড়াও ব্লগার এবং এই ব্লগ সাইটের শুভাকাংকীদের অনেক চাওয়া আছে ব্লগ সাইট থেকে। পর্যায়ক্রমে সেসব বিষয়গুলোর আসু সমাধানকল্পে ব্লগ সাইটের উন্নয়ন করা দরকার।
আপনাকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর পরামর্শমূলক মন্তব্য রেখে যাওয়ার জন্য।
ধন্যবাদ
আরো কিছু কারন এখান থেকে জেনে নিন
Click this link
কেউ মন্তব্য না করলে আমি তাকে দোষ দেই না। আমার কথা হচ্ছে যারা অন্যের মন্তব্য পাওয়ার আশায় নিজের লেখাটা পড়ার আমন্ত্রণ জানান, কিন্তু তারা নিজেরাই অন্যের পোস্টে মন্তব্য করতে দেখা যায় না। অথচ সব সময় ব্লগে সময় দেন নিয়মিত।
এরাম বেসম্ভব মুন্তব্য আঁর মাথা থেকে বাইর হয়-ন। মডুগো দেওয়া....
Like, comment hoile encourage hoi, tai bole je amon na hoile likha bondho kore kore dibe naki? Ami shob shomoi blog a thaki na. Olpo kichu amontron paile pori, comment kori. Beshi time paina, tai pora o comment kora hoina. Taibole ami kauke obohela korchi na.
Amader manoshikotar o bistor unnoti dorkar. Kichu pawar asha chara udar mone likhe jete hobe.
আমরা এমন 'উদার' বলেই হয়ত আপনাদের লিখা অতদুর পৌঁছায় না।
উনাদের লিখা যে আসলেই ভালো মানের ও সবার কাছে গ্রহণযোগ্য তা ব্লগের আজকের দৈন্যদশা দেখলেই বুঝা যায়।
আমাদের অনেক উদার মনের পরিচয় দিতে হবে আর নিঃস্বার্থ হয়ে কমেন্টের আশা ছাড়াই লিখে যেতে হবে।
মন্তব্য করতে লগইন করুন