আমি এবার জাতে উঠেছি। আশা করি প্রথম পুরুস্কার আমিই পাবো।
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ০৩ জুন, ২০১৪, ০৩:০১:৩৯ দুপুর
গতকাল থেকে সর্বোচ্চ মন্তব্যকারীদের লিস্টে আমার নাম সোভা পাচ্ছে। বিডিটুডে কর্তৃপক্ষ মন্তব্যকারীদের মধ্যে সর্বোচ্চ দশ জনের নাম ক্রমানুসারে প্রকাশ করার একটি অপশন চালু করেছে গত জানুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকে। তখন এ নিয়ে আমি একটি পোস্ট দিয়েছিলাম। নিয়মিত মন্তব্যও করে আসতেছিলাম বিভিন্ন জনের ব্লগে। কিন্তু আমার নামটি এতোদিন সে লিস্টে দেখা যায়নি। হঠাৎ গত রাত থেকে আমার নামটি দেখা যাচ্ছে উক্ত লিস্টে।
কর্তৃপক্ষের এভাবে অধিক মন্তব্যকারীদের নামের তালিকা প্রকাশ না করে বরং যারা গঠনমূলক শিক্ষনীয় মন্তব্য করে অন্যদের ব্লগকে প্রাণবন্ত রাখার চেষ্টা করেন অনেকে তাদের নামকেই হাইলাইট করার পক্ষে মতামত দিয়েছেন। অনেকে আবার এও বলেছেন যারা ভাল মন্তব্য করে তাদেরও একটি নামের তালিকা প্রকাশ থাকুক যাতে একজন পাঠক/ব্লগার সংশ্লিষ্ট লেখাটি পড়েই একটি গঠনমূলক মন্তব্য করার মানসিকতা গড়ে উঠে।
অনেক সময় দেখা যায় একজন ব্লগারের পোস্টকৃত ব্লগটা বেশী হিট হয় কি পরিমাণ মন্তব্য পড়েছে সেখানে তার উপর নির্ভর করে।
আমি একজন ব্লগারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি কোন ব্লগ খোলার আগে এক নজর দেখেন আগে সেখান কয়টি মন্তব্য পড়েছে। তার পরেই ব্লগটি ওপেন করবে কিনা সিন্ধান্ত নেন।
বিডিটুডে কর্তৃপক্ষের এ উদ্যেগ নেয়ার পর থেকে আমি দু'য়েকজন ব্লগারের গতিবিধি লক্ষ্য করেছিলাম যারা শুধু রেডিমেইড মন্তব্য করেই তালিকার শীর্ষে থাকার অসুস্থ প্রতিযোগীতায় লিপ্ত হতে। আমি এমনও দেখেছি যে কোন ব্লগারের একটি গুরুত্বপূর্ণ লেখা পোস্ট করার সাথে সাথেই আমি পাঠ শুরু করে মন্তব্য করা পর্যন্ত যে সময়টা নিলাম তার অনেক আগেই একজন সর্টকাট মন্তব্য করে বসলো। মন্তব্য এবং ব্লগ পোস্টের সময় হিসেব করে দেখলাম এক/দুই মিনিটের ব্যবধান। অথচ আমি ব্লগটি পাঠ করে মন্তব্য পোস্ট করা সময় পর্যন্ত দশ থেকে পনের মিনিট সময় ব্যয় হলো। এ থেকে অনুমান করা যায় লোকটি না পড়েই রেডিমেইড মন্তব্য করেছে।
এ বিষয়ে প্রথমে লিখিত আমর ব্লগটির লিংক
বিডিটুমোরো ব্লগের যুগান্তকারী সংযোজন- সর্বোচ্চ মন্তব্যকারী
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ৫৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাঁকিবাজ । কুইক কমেন্ট কেন ?২য় কমেন্টকারী এক্কেবারে ফাঁকিবাজ ।
চুরি বিদ্যা মহা বিদ্যা যদি সামলাইতে পারে
মাইরের নাম গজব আলী যদি ধরা পড়ে
আপনে তো চুরি করতে গিয়ে বার বার ধরা খেয়ে যান। গুরু পরিবর্তন করেন। আমারে গরু তুক্কু গুরু হিসেবে মেনে মুরিদ হওনের দিক্ষা নেন। তখন চুরি বিদ্যার যাবতীয় কলা কৌশল সব শিখিয়ে দিবো।
ধুর মিয়া! দিলাম মাইনাস হয়ে যাচ্ছে সব পিলাচ!!!
আই মিন ত্যাজ গনিতের সূত্রানুযায়ী পিলাচে মাইনাসে যোগ করলে পিলাচ অয়।
যাইবেন কই।
ভালই গ্যাঞ্জাম লাগাইছেন টপ ১০ বাহবা বাহবা বাহবা ।
নইলে গদী ছেড়ে দাও৷
"আমি একজন ব্লগারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি কোন ব্লগ খোলার আগে এক নজর দেখেন আগে সেখান কয়টি মন্তব্য পড়েছে। তার পরেই ব্লগটি ওপেন করবে কিনা সিন্ধান্ত নেন।" -অনেকে আছেন, কারো চেহারা দেখেই তাকে বিচার করেন, আর এই ধরনের বিচারে জাজমেন্ট দু/একবার ছাড়া সবসময়ই ভুল হয়।
ঘটুনাচুক্রে আপনের নামডাও ওহানে দেখতে পেলুম। অহন চ্যাতনার ফিল্টডারে আপনের নামডারে পরীক্ষা নিরীক্ষা করণ লাগবো আসলে আপনে জাতি নাকি বজ্জাতি!
গ্যাঞ্জাম করেও আপনি ফাষ্টু হওয়াতে
আপনাকে স্বাগতম। ভাল লাগল। অনেক সময় নিয়ে, ঘষা মাঝা করে দেয়া লিখার প্রথম মন্তব্য যদি হয়, পড়ে খুব ভাল লাগল, তাহলে মেজাজটা খারাপ লাগারই কথা। এসব হরৈয়াকে দেখি সব ব্লগে একই মন্তব্য। ব্যতিক্রম হলে কথা নেই। কিন্তু..। ধন্যবাদ আপনাকে।
আপনের পাস্টু অইতেই হইবো।
গ্যাঞ্জাম গ্যাঞ্জাম গ্যাঞ্জাম
তবে আপনার সাথে একমত। সাধারণ মন্তব্যকারীদের একটি তালিকা। আর সত্যিকার গঠনমূলক মন্তব্যকারীদের একটি তালিকা হওয়া প্রয়োজন।
আমার এক লিখায় পোষ্ট দেবার মাত্র এক মিনিটের মধ্যে ই মন্তব্য পেয়েছি। কি বলবো। বলূন?
আপনাকে তালিকাভুক্ত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ
আপনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করাকে পেরে আমাকে ধন্যবাদ দেয়ার পরামর্শ দেয়া অইলো।
কিছু কিছু পোষ্ট আছে যেখানে আসলে গঠনমূলক আলোচনা করতে গেলে পোষ্টের বিষয়-বহির্ভূত আলোচনা জুড়ে দিতে হবে, যা বেমানান! তাই ঐখানে রেডীমেড ছাড়া উপায় নাই!
মন্তব্য করতে লগইন করুন