আমি এবার জাতে উঠেছি। আশা করি প্রথম পুরুস্কার আমিই পাবো।

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ০৩ জুন, ২০১৪, ০৩:০১:৩৯ দুপুর



গতকাল থেকে সর্বোচ্চ মন্তব্যকারীদের লিস্টে আমার নাম সোভা পাচ্ছে। বিডিটুডে কর্তৃপক্ষ মন্তব্যকারীদের মধ্যে সর্বোচ্চ দশ জনের নাম ক্রমানুসারে প্রকাশ করার একটি অপশন চালু করেছে গত জানুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকে। তখন এ নিয়ে আমি একটি পোস্ট দিয়েছিলাম। নিয়মিত মন্তব্যও করে আসতেছিলাম বিভিন্ন জনের ব্লগে। কিন্তু আমার নামটি এতোদিন সে লিস্টে দেখা যায়নি। হঠাৎ গত রাত থেকে আমার নামটি দেখা যাচ্ছে উক্ত লিস্টে।

কর্তৃপক্ষের এভাবে অধিক মন্তব্যকারীদের নামের তালিকা প্রকাশ না করে বরং যারা গঠনমূলক শিক্ষনীয় মন্তব্য করে অন্যদের ব্লগকে প্রাণবন্ত রাখার চেষ্টা করেন অনেকে তাদের নামকেই হাইলাইট করার পক্ষে মতামত দিয়েছেন। অনেকে আবার এও বলেছেন যারা ভাল মন্তব্য করে তাদেরও একটি নামের তালিকা প্রকাশ থাকুক যাতে একজন পাঠক/ব্লগার সংশ্লিষ্ট লেখাটি পড়েই একটি গঠনমূলক মন্তব্য করার মানসিকতা গড়ে উঠে।

অনেক সময় দেখা যায় একজন ব্লগারের পোস্টকৃত ব্লগটা বেশী হিট হয় কি পরিমাণ মন্তব্য পড়েছে সেখানে তার উপর নির্ভর করে।

আমি একজন ব্লগারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি কোন ব্লগ খোলার আগে এক নজর দেখেন আগে সেখান কয়টি মন্তব্য পড়েছে। তার পরেই ব্লগটি ওপেন করবে কিনা সিন্ধান্ত নেন।

বিডিটুডে কর্তৃপক্ষের এ উদ্যেগ নেয়ার পর থেকে আমি দু'য়েকজন ব্লগারের গতিবিধি লক্ষ্য করেছিলাম যারা শুধু রেডিমেইড মন্তব্য করেই তালিকার শীর্ষে থাকার অসুস্থ প্রতিযোগীতায় লিপ্ত হতে। আমি এমনও দেখেছি যে কোন ব্লগারের একটি গুরুত্বপূর্ণ লেখা পোস্ট করার সাথে সাথেই আমি পাঠ শুরু করে মন্তব্য করা পর্যন্ত যে সময়টা নিলাম তার অনেক আগেই একজন সর্টকাট মন্তব্য করে বসলো। মন্তব্য এবং ব্লগ পোস্টের সময় হিসেব করে দেখলাম এক/দুই মিনিটের ব্যবধান। অথচ আমি ব্লগটি পাঠ করে মন্তব্য পোস্ট করা সময় পর্যন্ত দশ থেকে পনের মিনিট সময় ব্যয় হলো। এ থেকে অনুমান করা যায় লোকটি না পড়েই রেডিমেইড মন্তব্য করেছে।

এ বিষয়ে প্রথমে লিখিত আমর ব্লগটির লিংক

বিডিটুমোরো ব্লগের যুগান্তকারী সংযোজন- সর্বোচ্চ মন্তব্যকারী

বিষয়: বিবিধ

১৪৪০ বার পঠিত, ৫৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229986
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:২১
176802
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কি অ ভাইচা! হাতুড়ি নিয়ে আইলেন কিল্লাই? মারামারি কইরবেন নাকি? মুই কেন্তু মাইর খাওনের দলে ভর্তি হওনের যোগ্যতা অর্জন করি ন। অহনো মাইর দেওনের দলেই রয়ে গেছি। হের লিগ্যা মোরে হগলে গ্যাঞ্জাম খান কয়।
229996
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:১৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কুইক কমেন্ট তৈরি করুন Rose Rose Good Luck Good Luck Rose Rose অন্নেক ভালো লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর। কুইক কমেন্ট তৈরি করুন
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:১৭
176760
নোমান২৯ লিখেছেন :




ফাঁকিবাজ । কুইক কমেন্ট কেন ?২য় কমেন্টকারী এক্কেবারে ফাঁকিবাজ ।
Crying Crying Crying
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:২৭
176768
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কমেন্ট করতে গেলেই ওটা সামনে চলে আসে কমেন্ট এর সাথে সে ও না কি যাবে...... তাই ওকে পোস্ট করলাম........ আগে Clown Clown Don't Tell Anyone Don't Tell Anyone
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:২৪
176803
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেরা দু'জনের এহানে ঝগড়া করেন কিল্লাই? দু'জনের নামই লাইনে দেখা যাচ্ছে। কুইক কমেন্ট মেথড এপ্লাই করতে থাকুন। পুরুস্কার না পেলেও অন্তত পিটের মেরুদন্ড পরিস্কার করে দেওনের ওষুধ মুই হেঁচে রাখি হগল সময়।
230002
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:১৫
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:২৭
176805
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সুর্যের পাশে হারিকেন একডা রাইখ্যা সুর্যের আলোডারেই অন্ধাকার কইরা দিলেন! যত্তো সব গ্যাঞ্জাম!
230006
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:১৯
ছিঁচকে চোর লিখেছেন : কষ্ট পেলাম। আমি এত মন্তব্য করি কিন্তু আমার নামটা একবারও দেখলাম না। Sad Crying Crying
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৩৬
176814
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনে তো অহনো চুরি বিদ্যায় পারদর্শিতা অর্জন করতে হারেন ন। মনে রাইখ্যান-

চুরি বিদ্যা মহা বিদ্যা যদি সামলাইতে পারে
মাইরের নাম গজব আলী যদি ধরা পড়ে


আপনে তো চুরি করতে গিয়ে বার বার ধরা খেয়ে যান। গুরু পরিবর্তন করেন। আমারে গরু তুক্কু গুরু হিসেবে মেনে মুরিদ হওনের দিক্ষা নেন। তখন চুরি বিদ্যার যাবতীয় কলা কৌশল সব শিখিয়ে দিবো।
230008
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:১৯
নোমান২৯ লিখেছেন : পোস্টদাতার আগের নামটি(ছবিতে-নোমান২৯) কিন্তু আমার । তাহলে আমি কত নাম্বার পুরস্কার পাব ?
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:২৫
176767
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তোমার মাথার উপর আমি..... তয় আমি কি পাবো? Day Dreaming Day Dreaming Day Dreaming
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৩৮
176815
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেরে ৪২০ অর্থাৎ ফোর টুয়েন্টি নাম্বারের পুরুস্কার দেওনের লিগ্যা প্রস্তাবনা পাঠানো অইলো।
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৫৬
176837
নোমান২৯ লিখেছেন : গ্যাঞ্জাম সাব ক্লিয়ার করুন ।কার জন্যি প্রস্তাবনা পাঠাইলেন ?
Worried Worried Worried Worried
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:০৫
176848
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : @নোমান২৯, পুরুস্কার ঘোষণা করণের আগে ফাঁস করণ যাইবো না।
230012
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:২২
হতভাগা লিখেছেন : পুরাই গ্যান্জাম লাগাইয়া দিছেন টপ টেনে
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪০
176817
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনে তো ভাই অনেক পুরানা মাল! আপনেরে টেকায় কেডা? এ ব্লগ সাইডে আপনে যত মন্তব্য মাইরলেন তা দিয়ে ফেরদাউসীর শাহনামা রচনা করণ যাইবো।
230014
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি নাই কি মজা মজা! খাজা খাইতে ইচ্ছে করেছে.....
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪২
176820
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : খাড়ান! ঐ আবুইল্যা? কই গেলি! হেতেরে ধর!
০৪ জুন ২০১৪ রাত ১২:২৬
176998
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমারে ধইরা লটকাইবেন? তা হবে না, তা হবে না...
230026
০৩ জুন ২০১৪ দুপুর ০৩:৩৫
প্রেসিডেন্ট লিখেছেন : পুরাই ওড়াধুড়া। অভিনন্দন লন। Applause Applause Applause Applause Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪৪
176822
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কি অ প্রেসিডেন্ট মশাই অভিনন্দন দেন কিল্লাই? গ্যাঞ্জাম লাগানোর নতুন কুনো ফন্দি আটঁছেন নাকি?
230039
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:০২
সুশীল লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৫৫
176836
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মাইনাস মাইনাস মাইনাস
ধুর মিয়া! দিলাম মাইনাস হয়ে যাচ্ছে সব পিলাচ!!!
আই মিন ত্যাজ গনিতের সূত্রানুযায়ী পিলাচে মাইনাসে যোগ করলে পিলাচ অয়।
১০
230051
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:২৮
ইমরান ভাই লিখেছেন : আমার উপরেই একটা গ্যাঞ্জামের কমেন্টস দেখেন... Big Grin Big Grin
যাইবেন কই।
ভালই গ্যাঞ্জাম লাগাইছেন টপ ১০ বাহবা বাহবা বাহবা ।
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
176806
ইমরান ভাই লিখেছেন : তবে এটা ঠিক যারা কমেন্টসে টপ ১০ এ থাকে তাদের খায়া দায়া কাম কাজ নাই।Tongue Tongue
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৩১
176810
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : phbbbbt phbbbbt phbbbbt
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৩৩
176813
ইমরান ভাই লিখেছেন : কাজকাম নাই উদাহরন দিবাম চিন্তা করছি ঠিক সেই মুহুত্তে উদাহরন হাজির... হয়া গেল রে আল্লাহ...Tongue Tongue
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:০৩
176847
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাঁচা নাকি?
১১
230058
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৩২
নূর আল আমিন লিখেছেন : তারাতারি মিষ্টি খিলান Big Grin
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৫৭
176841
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তলপেটে গু থাকলে জিলাপি হাগুন যায়।
১২
230068
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪৬
জুমানা লিখেছেন : আমি ও জাতে উঠেতে চাই। কিস্তু সময়ের অভাবে পারছি না..... Crying Crying Cryingআপনি জাতে উঠার জন্য আপনাকে অনেক ধন্যবাদ Rose Rose Rose
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৫৮
176842
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চেষ্টার উপ্রে ট্রাই করতে থাকেন।
১৩
230070
০৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
কুশপুতুল লিখেছেন : আগে কোন `জাত` আছিল না!
০৩ জুন ২০১৪ বিকাল ০৫:০২
176846
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাঁচা কইছেন পুতুল জী। আগে জাত আছিল না। অহন জাতে তুইলবার ফন্দি করে ফান্দে ফেলাইছে কতক বুলুগারকে। ফান্দে পইড়া অনেকে আবার রেডিমেইড মুন্তব্য মাইরা সরিঅ জাত হওনের প্রতিযোগীতায় মশগুল।
১৪
230141
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
শেখের পোলা লিখেছেন : দিতে হবে দিয়ে দাও,
নইলে গদী ছেড়ে দাও৷
০৪ জুন ২০১৪ দুপুর ১২:৫৬
177126
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : শেখের বাচ্চা! কি দিতে অইবো হেইডা তো কইলেন না মশাই? হুনলাম আপনে নাকি দেশের মাডিতে পা রাইখছেন? এখডু সাবধানে থাইক্যান এবং খেয়াল রাইখ্যান পথঘাট সব পিচ্চিল অইয়া গেছে অসহায় মানুষের তাজা খুন আর মজলুমের চোখের পানিতে। যে কুনো মুহুর্তে পিচলাইয়া আঁছাড়(আচাড়) খাওনের সুযোগ অইতে পারে।
১৫
230146
০৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
মাটিরলাঠি লিখেছেন : কমেন্টে প্রথম দশজনের মধ্যে আসাটা বিব্রতকর।

"আমি একজন ব্লগারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি কোন ব্লগ খোলার আগে এক নজর দেখেন আগে সেখান কয়টি মন্তব্য পড়েছে। তার পরেই ব্লগটি ওপেন করবে কিনা সিন্ধান্ত নেন।" Crying -অনেকে আছেন, কারো চেহারা দেখেই তাকে বিচার করেন, আর এই ধরনের বিচারে জাজমেন্ট দু/একবার ছাড়া সবসময়ই ভুল হয়।
০৪ জুন ২০১৪ দুপুর ০১:০৬
177130
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাঁচা কেথা কইছেন মশাই! আপনের নামডাও ওহানে তালিকাভুক্ত করণের চেষ্টা কইরবার হারেন। তাহলে ভিটামিন "বিব্রতকর" ফ্রিতে পাবেন।
০৪ জুন ২০১৪ রাত ০৮:৪১
177373
মাটিরলাঠি লিখেছেন : অলরেডি একবার ফ্রি ভিটামিন খাইছি। কিছুদিন আগে আমার নামটাও এসেছিল লিস্টে। সেই অভিজ্ঞতা থেকে কমেন্টটি করেছি। আপনি হয়ত খেয়াল করেন নাই।
১৬
230169
০৩ জুন ২০১৪ রাত ০৮:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জাতের নামে বজ্জাতি ঢুকে গেল!!!!
০৪ জুন ২০১৪ দুপুর ০১:০১
177127
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হা হা হা এত্তোক্ষণ পর এক্কান জব্বার মন্তব্য পেলুম। অনেকে কুইক কমেন্ট করণের মাধ্যমে জাতে উঠার লক্ষণ দেখা গেছিল। মাগার হেতারগো কমেন্টের আমলনামা দেইখ্যা মনে সন্দেহ জাগবারই পারে হেতারা কি জাতে উইঠবার চাইলো নাকি বজ্জাতি শুরু কইরবার চাইলো!
ঘটুনাচুক্রে আপনের নামডাও ওহানে দেখতে পেলুম। অহন চ্যাতনার ফিল্টডারে আপনের নামডারে পরীক্ষা নিরীক্ষা করণ লাগবো আসলে আপনে জাতি নাকি বজ্জাতি!
১৭
230201
০৩ জুন ২০১৪ রাত ০৯:০৬
ভিশু লিখেছেন : ইনশাআল্লাহ!
Praying Praying Praying
Happy Happy Happy
Good Luck Good Luck Good Luck
০৪ জুন ২০১৪ দুপুর ০১:০৩
177128
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মাশায়াল্লাহ! আপনেও তো দেহি ওহানে অবস্থান করছেন!
১৮
230540
০৪ জুন ২০১৪ বিকাল ০৪:১৫
প্রবাসী মজুমদার লিখেছেন : হে বিজয়ী
গ্যাঞ্জাম করেও আপনি ফাষ্টু হওয়াতে
আপনাকে স্বাগতম। ভাল লাগল। অনেক সময় নিয়ে, ঘষা মাঝা করে দেয়া লিখার প্রথম মন্তব্য যদি হয়, পড়ে খুব ভাল লাগল, তাহলে মেজাজটা খারাপ লাগারই কথা। এসব হরৈয়াকে দেখি সব ব্লগে একই মন্তব্য। ব্যতিক্রম হলে কথা নেই। কিন্তু..। ধন্যবাদ আপনাকে।
০৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
177335
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধন্যবাদ আপনাকে। আসলে ব্লগে এমন কিছু গাজাখুরী কাজ কারবার দেখে খুবই বিব্রতকর অবস্থায় পড়ে যায় অনেকেই। কেউ কেউ ব্লগ না পড়েই খামোখা এক্কান রেডিমেইড মন্তব্য মেরে দেয়। এতে করে যিনি ব্লগটি লিখলেন তারও মন ভরলো না, অপরদিকে যারা ব্লগ পড়ে গঠনমূলক মন্তব্য করে ব্লগকে প্রাণবন্ত রাখে তাদের ব্যাপারে কোন মূল্যায়ন নেই।
১৯
230646
০৪ জুন ২০১৪ রাত ০৮:০৭
আওণ রাহ'বার লিখেছেন : রাখেন এইবার এমন গ্যাঞ্জাম লাগামু।
আপনের পাস্টু অইতেই হইবো।
গ্যাঞ্জাম গ্যাঞ্জাম গ্যাঞ্জাম
০৪ জুন ২০১৪ রাত ০৮:২৪
177362
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চেষ্টা কইরা দেখেনস!
২০
230938
০৫ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
শাহ আলম বাদশা লিখেছেন : সোহোমোট!!!!!! ভালো লাগলো
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:১৩
177694
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সোহোমোট!!! এইডা কুন জাতির জবানবন্দী? গতকাল একজনে শিখাইলো "স্বাগতম" শব্দডার শানে নুযুল ও হাকিকত। আই মিন "ছাগুতুম" থেইক্যা নাকি স্বাগতম লফ্জটি তৈরী অইছিল। অহন আবার আপনে এক্কান নতুন শব্দ জানাইলেন। মাগার তরজুমাডা কইয়া দিলেন না যে?
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:৫৫
177715
শাহ আলম বাদশা লিখেছেন : এটা একটা নতুন ভাষার নতুন শব্দ--পরে বিশদ জানাবো'খন
২১
231020
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
ইবনে আহমাদ লিখেছেন : আপনি মহা মুশকিল আদমি। খুজে খুজে মানুষের আসল জায়গায় খামছি মারেন।
তবে আপনার সাথে একমত। সাধারণ মন্তব্যকারীদের একটি তালিকা। আর সত্যিকার গঠনমূলক মন্তব্যকারীদের একটি তালিকা হওয়া প্রয়োজন।
আমার এক লিখায় পোষ্ট দেবার মাত্র এক মিনিটের মধ্যে ই মন্তব্য পেয়েছি। কি বলবো। বলূন?
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
177768
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : শেষ পর্যন্ত আপনেও আইলেন এহানে? গ্যাঞ্জাম লাগানোর নতুন কোন ফন্দি আটঁছেন নাকি?
২২
231229
০৬ জুন ২০১৪ রাত ০৩:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : ৯নং আসামীকে আদালতে হাজির করা হোক Tongue

আপনাকে তালিকাভুক্ত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ Good Luck Good Luck Happy
০৬ জুন ২০১৪ দুপুর ১২:২৫
178129
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আদালত অবমাননার দায়ে যথা সময়ে হাজির না হয়ে দেরীতে আসার অপরাধে ২২ নং মন্তব্যকারী আসামীর বিরুদ্ধে প্রেপ্তারী পরওয়ানা জারি করা অইলো।
আপনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করাকে পেরে আমাকে ধন্যবাদ দেয়ার পরামর্শ দেয়া অইলো।
২৩
248135
২৫ জুলাই ২০১৪ রাত ০৮:১৮
বুড়া মিয়া লিখেছেন : আসলে এখানে গড়ে দৈনিক ১০/১২ টা মন্তব্য যারা করে, তাদের নাম-ই চলে আসে; যেহেতু ব্যাপারটা অটোমেটেড, তাই কিছু করার নাই।

কিছু কিছু পোষ্ট আছে যেখানে আসলে গঠনমূলক আলোচনা করতে গেলে পোষ্টের বিষয়-বহির্ভূত আলোচনা জুড়ে দিতে হবে, যা বেমানান! তাই ঐখানে রেডীমেড ছাড়া উপায় নাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File