একটি শিরোনামবিহীন বচন।

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২৪ মে, ২০১৪, ০৪:২৭:৫৭ বিকাল

ওরে দেখ দেখ ঐ যে কাফেলা

হাসি মুখে দিয়েছে যারা প্রাণ

ডাইনীর মুখে হিংস্রতার হাসি

বুঝে না কাফেলার জান্নাতী ঘ্রাণ।

............

সরল নিয়তে রাহবারের ডাকে

এসেছিল সবাই শাপলার চত্তর

বেশুমার শহীদের রক্তে রঞ্চিত

আছে কি হে আকাবের! কোন উত্তর?

............

একি শুনি রাহবারের মুখে ফেরাউন!

নয় তো মোর সে কোন দুশমন

কোটি কোটি মানুষের ঈমানের দাবী

কেন হবে উপেক্ষিত, হাহাকার মন!

ব্লগার প্রবাসী মজুমদারের পোস্টে মন্তব্যটি করেছিলাম। তিনি আমার এ মন্তব্যটাকে কবিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন্। তাই এটিকে আপাততে শিরোনামবিহীন পোাস্ট করলাম। যদি কেউ এ কবিতাটির শিরোনাম লিখে দেন তার জন্য শুভেচ্ছা থাকবে।

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225536
২৪ মে ২০১৪ বিকাল ০৫:০৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে
২৫ মে ২০১৪ দুপুর ০২:১০
172941
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনারেও ধন্যবাদ দিলুম। আন্নে আমাগো মাঝে হারিয়ে যাবেন কিল্লাই? বরং আপ্নে আমাগো শূদ্ধ লাইয়্যা জেগে উঠবেন আশা করি ।
225546
২৪ মে ২০১৪ বিকাল ০৫:১৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ

শত প্রনাম তব চরন তলে,

কৃতজ্ঞতার জল নামিছে গলে

আদেশ কর হে-দাদা দেবতা,

হে আমার নব জন্মদাতা-

আদেশ কর মোরে,

তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি

অদেশ কর হে করুনাময়

আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি

বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম

মুসলমানের মনে মহাতংক আমি

জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ

আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,

আমি বিকৃতির মহা প্রলয়

ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-

কোরআনকে করেছি কোনঠাসা,

মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস

তব মন তুষ্টির লাগি হে প্রভু,

তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন

তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা

লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা

রক্তের বন্ধন ভুলিব কেমন করে

যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,

তব তুষ্টির তরে করিতেছি বঁলি

দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ

তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র

তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন

তব মনতুষ্টির গান গাই দিবালোকে

জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি

মান অপমান যতায় তথায় দানী,

পাপিরে করি মহামহিয়ান-

নেকিরে করি অপমানের মাল্য দান,

ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু

আরো কিছুকাল কর কৃপা মোরে-

মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,

সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে

হে প্রভু-ক্ষমতার মহারাজ।

********************************
আমি কবিতাটির শিরোনাম দিতাম>>ডাইনীর মুখে হিংস্রতার হাসি<< অসাধারন লিখেছেন খান সাহেব...এখন ঐ ডাইনিকে জাহান্নামের পথে পাঠান....
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩১
172957
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওরে আল্লাহ! এ তো দেখি ফেরদাউসীর মহাকাব্য শাহনামাই রচনা করে ফেললেন! ও বদ্ধা মুই তো কবি না। আপনেগো মতন জাত কবিদের কথার উত্তর ক্যামনে দিমু?
নবজন্ম দেয়ার আগে এই আবালীটিরে দ্বিতীয়বার জন্ম দিছিল মেজর মিয়া ভাই। নাজিল হওনের অল্প কয়েকদিনের মাথায় কৃতজ্ঞতা স্বরূপ মিয়া ভাইরে জান্নাতের টিকিট একদম ফ্রিতেই হাতে ধরাইয়া দিলো।
মিয়া ভাইয়ের পরে আইলো কৃত্রিম বেইশ্যাপ্রেমিক তুক্কু বিশ্বপ্রেমিক হো.মো. কাক্কু।
দারুণ মানাইছে জুটি হো. মো. আর আবালী
নয় বছর করিল শোষণ, দেশটা করিল খালি
ওপারে নাটাই হাতে এপারে যত নর্তন কুর্দন
চুষে নিচ্ছে দাদারা সবকিছু দেশের অমূল্য ধন
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩৩
172960
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনার দেয়া কবিতার শিরোনামটা দারুণ হইছে ভাইজান। সবারই প্রছন্দ হওয়ার কথা।
225551
২৪ মে ২০১৪ বিকাল ০৫:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শহীদি কাফেলা নাম দিতে পারেন।
বুকের কষ্টের সাথে যোগ হওয়া কথা বলেছেন
২৫ মে ২০১৪ দুপুর ০২:৩৬
172965
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন। এ কারণে আপনার জন্য রইল একটি খুব সুন্দর...........
225553
২৪ মে ২০১৪ বিকাল ০৫:২৫
ছিঁচকে চোর লিখেছেন : এই চোরের দ্যাশে ইসলামী আন্দোলনের দিন বুঝি শেষ হয়ে আসলো। ভালো লোকের যে আজ বড়ই ঘাটতি। Sad
২৫ মে ২০১৪ দুপুর ০২:৪৩
172974
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :


চোর মশাই! মোর পকেটে কিচ্ছু নাই রে ভাই,
মুই ধান্ধায় থাকি অন্যের পানে যদি কিছু জুটে যায়!

আগে আছিল ডাইনে চোর বামে চোর, সব দিকে চোর
এখন হয়েছে সব পরিবর্তন ক্ষমতাসীন সবাই আদমখোর

সবগুলো খারাপ লোকের ভিতর দু'চার ভাল লোক বেমানান
যারা এখনো চুরি শিখতে পারেনি তাদের কপালে আছে অপমান
225558
২৪ মে ২০১৪ বিকাল ০৫:৩৩
জুলকারনাইন সাবাহ লিখেছেন : এর যুতসই নাম হতে পারে--''শাপলা চত্ত্বর''। পছন্দীয় একটা এখনো দিচ্ছেন না কেনো ভাই? পিলাচ ভালো লাগলো
২৫ মে ২০১৪ দুপুর ০২:৪৬
172978
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাঁচা কথা কইছেন রে ভাই
শাপলা চত্ত্বর! আপনের দেয়া নামডাও খুব সুন্দর।
এই নাম দিয়া আপনেও এক্কান লিখে ফেলান অমর কবিতা।
আপনারে ধন্যবাদ দিয়ে নিজেও ধন্য হইবার চাই।
225559
২৪ মে ২০১৪ বিকাল ০৫:৩৫
জুলকারনাইন সাবাহ লিখেছেন : এর যুতসই নাম হতে পারে--''শাপলা চত্ত্বর'' পছন্দীয় একটা নাম এখনো দিচ্ছেন না কেনো ভাই? পিলাচ ভালো লাগলো
২৫ মে ২০১৪ দুপুর ০২:৫৯
172985
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ডবল কমেন্টের জন্য ত্রিপল ধন্যবাদ।
225567
২৪ মে ২০১৪ বিকাল ০৫:৪৮
পুস্পিতা লিখেছেন : এত গ্যাঞ্জামওয়ালা মাথা থেকে কবিতা কিভাবে বের হলো?! Surprised Surprised Surprised
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০১
172988
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এইডাতো কুনো কবিতা না। মুই মজুমদার সাহেবের কবিতাতে এক্কান কমেন্ট কইরছি। হেতিনি মোর মন্তব্যডারে কবিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
মুইও চিন্তা কইরা ভেবে পাই ন মন্তব্যডা কবিতা কিভাবে অইলো?
225597
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিতার শিরোনাম....
ইটস এ গ্যঞ্জাম।
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০১
172990
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : দেট'স এনাফ!
225627
২৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শিরোনাম দিতে পারেন আমরা আবেগী মুসলমান। আপনার কবিতা কিন্তু দারুন হয়েছে।
২৫ মে ২০১৪ দুপুর ০৩:০৬
172991
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুসলমানরা আবেগী অইলে বিবেগী কাদেরকে বলা অইবো?
আসলেই আপনার কথাডা বেঠিক নয়। মুসলমানদের মধ্যে আবেগী লোকজনের আনাগোনা ইদানিং বেশীয় দেখা যাচ্ছে।
আমি তো কবিতা লিখি ন। এইডা একটা মন্তব্য। এইডা কবিতা ন। আমার লেখাডারে কবিতা কইলে আপনেগো মতন জাত কবিদের কবিতাকে কি বলা অইবো? কবিতা স্কয়ার বললেও তো মনে কম অইবো।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:১৪
173370
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শরম তো সব সময় পাই। আবারও পাইলাম। স্যার আপনি যাই বলেন, আপনি কবি ‍কিংবা কবি নন। এটি একটি উচ্চমানের কবিতা তা অস্বীকার করার উপায় নাই। কাজে যিনি এমন উচ্চমানের কবিতা লিখতে পারে তার ভিতরে যে একজন গুপ্ত মহাকবি আছে তাতো যে কেউ বুঝতে পারবে। অনেক ধন্যবাদ সবসময় আমার প্রশংসা করার জন্য। আপনার কাছ থেকে আরেকটি কবিতা চাই ছোট ভ‍াই হিসেবে অনুরোধ।
১০
225707
২৪ মে ২০১৪ রাত ১০:৩০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অবাককান্ড !!!!
গ্যাঞ্জামের মুখে একি শুনি Rose Rose Rose Rose
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
173125
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অবাক হওনের কি আছে নেতাজী?
১১
225747
২৪ মে ২০১৪ রাত ১১:২৮
প্রবাসী মজুমদার লিখেছেন : "শাপলার আর্তনাদ" এর কবিকে ধন্যবাদ। কবিতায় শব্দের কান্না যেন বিক্ষুব্ধ হ্রদয়ের আর্তনাদ। আহাজারী সেই কোরানের পাখিদের জন্য।

লিখ হে কবি আজ
বিরহের গান,
বুকভরা কান্নায়
জুড়াক এ প্রাণ।
শোকের পদভারে
মুহ্যমান জাতি,
শাপলার তান্ডবে
মুছে গেল খ্যাতি।
কাক পাখি কাদে ঐ
বসে নিরালায়,
নেই কেউ শুনিবার
মাতব কারবালায়।
হাজী গাজী অলি ভরা
সোনার এই দেশ,
নেই শুধু রাসুলের
ঈমানের তেজ।
গজব আলীর এই দেশে
সব যেন গাধা
বজ্রাঘাতে বলে
প্রভু মোরে বাঁচা।
শৃগালের গর্তে হাঁকি
সিংহের জাতি,
লড়ি না সত্যর পথে
ধরে জীবন বাজি।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
173130
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বদ্দা আঁই তো কবিতা লিখিত ন জানি। অঁনের কাব্যিক মন্তব্যের জবাব কিভাবে দিইয়্যুম যে? বারীত আইলি হবর দিয়্যুন। অ'নরে আঁ'রার পারাত দ'য়ত দিলাম। বেরাইতা আস্যুন আঁ'রার এ্যাডে।
২৬ মে ২০১৪ রাত ০৪:২৩
173270
প্রবাসী মজুমদার লিখেছেন : অ্যাই অনেরার বারিত দাওয়াত খাইবার লাই এডে অপ্ক্ষো করিদ্দে। অনের লগে দেখা অইব ইনশাল্লাহ। অ্যাই দেইখ্যুম অনে অ্যারে কি খাওযাবেন যে।
১২
225844
২৫ মে ২০১৪ সকাল ০৯:৫০
ইমরান ভাই লিখেছেন : দারুন কবিতা কেমনে গ্যঞ্জাম কবিতা বানালেন...? সত্যি দারুন।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
173132
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে এইডা কোন কথা অইলো? আপনেও এক্কান লিখ্যা ফেলান।
১৩
225857
২৫ মে ২০১৪ সকাল ১০:২৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : পুস্পিতা লিখেছেন : এত গ্যাঞ্জামওয়ালা মাথা থেকে কবিতা কিভাবে বের হলো?! Surprised Surprised Surprise।

দারুণ কবিতার জন্য ধন্যবাদ।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
173136
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এইডা কুনো কথা অইলো? এইডা কুনো কবিতা অইলো?
১৪
226024
২৫ মে ২০১৪ বিকাল ০৪:০৪
ইবনে আহমাদ লিখেছেন : একি শুনি রাহবারের মুখে ফেরাউন!
নয় তো মোর সে কোন দুশমন
কোটি কোটি মানুষের ঈমানের দাবী
কেন হবে উপেক্ষিত, হাহাকার মন!

মনে করতাম আপনি খুব গ্যন্জাম করতে পারেন। কিন্তু এতো দেখছি
আমাদের পাগলা কবির প্রতিভা।
যে পারে সে সবই পারে হয়তো।
২৫ মে ২০১৪ রাত ০৮:০০
173137
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই যেমন গ্যাঞ্জাম লাগাই তেমনি কারো মাথা থেকে গ্যাঞ্জাম বেরও কইরালাই। পাগলা কবি কিডা রে ভাইজান?
১৫
230957
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৪
ইবনে আহমাদ লিখেছেন : কেন মগো নজরুলকে চিনেন না। ত হইলে আননে কেমন কইরা হইলেন গ্যাঞ্জাম চাচা।
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪০
177711
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওরে বাবরে বাবা! এক্কেবারে দুঃখ মিয়ার সাথে তুলনা! মুই তো অহন মঙ্গল গ্রহের উপ্রে উইঠ্যা গেছি! ওহান থেইক্যা নামবো ক্যামনে? নামার সিড়িটাও তো পাচ্ছি না আহমদের পোলা!
১৬
231054
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
ইবনে আহমাদ লিখেছেন : চাচা হুনেন - আল্লাহ চাইলে সব হয়। কেন এই বুড়া বয়সে আন্নে আল্লাহরে বিশ্বাস করেন না। দুখু মিয়া হওয়ার জন্য চেষ্টা করার লাগে না। আল্লাহ মিয়া যারে দেয় - হেই হইতে পারে। বুঝলেন।ওখন নামেন।
ওমন কথা বইলিয়েন না - আল্লাহ নারাজ হবে। আন্নেরে আল্লাহ অনেক বড় বানাইবো। আমার চাচীরে সালাম দিয়েন।
১৭
248943
২৮ জুলাই ২০১৪ রাত ০১:৫৪
বুড়া মিয়া লিখেছেন : প্রবাসী মজুমদার ভাইয়ের উপন্যাস-কবিতা দুইটাই চমৎকার।
আপনারটাও ভালোই হয়েছে, একদম আমাদের সামনের বাস্তবতার পৈশাচিক ছন্দ।
নামকরনের গ্যাঞ্জাম কিন্তু শেষ করেন নাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File