আমি আর গ্যাঞ্জাম লাগামু না, চইল্লা গেলুম। সবাই আমার লিগ্যা বদ-দোয়া কইরেন।

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২৪ মার্চ, ২০১৪, ১১:৫৯:৫৮ সকাল

হগলে আমারে কয় মুই নাকি গ্যাঞ্জাম লাগাই।

অহন থেইক্যা গভীর ঘোরে ফিকির কইরছি

মুই আর এহানে থাকমু না, সোজা চইল্লা যামু গা।

বিষয়: বিবিধ

১৮০৫ বার পঠিত, ৫৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196998
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:২৯
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : অ্যাহা কম্মে যান !!!? Crying Crying Crying
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫২
147081
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নেরে কিল্লাই কইমু?
197003
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বদদোয়া করন লাগবে না। মানুষের বদদোয়াতেই আপনি যাচ্ছেন।
দাদাগো দেশে নি????
হেঃহেঃ... Rolling on the Floor Rolling on the Floor
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:০০
147085
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তাইলে এক্কান সবুজ দোয়া কইরা দেন।
এই বলগৎ সাইটে কিছু আতেল ঘোষণা দিয়া চলে যাওনের চির বিদায়ের নোটিস দিচ্ছে। দেহি মুইও আতেল হইবার পারি কিনা।
ফ্রি খাওনের এক্কান মওকা হাইছি। দেহি কুনো গ্যাঞ্জাম লাগান ছাড়া লাঞ্চটা চাবাড় করণ যায় কিনা।
দাদার দেশে ফ্রি খাওন যায় না। হেতিরা সব আমাগো দেশ থেইক্যা ফ্রি নিবার চাহে।
197006
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৪২
ইমরান ভাই লিখেছেন : ভালই করছেন গ্যান্ঝামে না থাকাই ভালা।
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:০২
147086
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আবার ফেরত আইছি। হাচা কইছেন আপনে। গ্যাঞ্জাম লাগামু না। মাগার আবালগো মাথা থিক্যা গ্যাঞ্জাম বাইর কইরালামু!!!
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৭
147100
ইমরান ভাই লিখেছেন : তয় ঠিক আছে। আমাগো লগেই থাকেন। আবালগো শায়েস্তা করেন।
197010
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৩
আব্দুল গাফফার লিখেছেন : খই ঝাণ মীয়ো বাই Time Out Thumbs Down Rose
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:০৮
147091
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : দুপুরে ফ্রি খাওনের এক্কান মওকা হাইছি। দেরী করলে গ্যাঞ্জাম লাইগ্যা যাইবো গা। অহন সময় নাই। আমার পিচন পিচন আইবার সুযোগ নাই।
এই বলগৎ সাইটে কিছু আতেল ঘোষণা দিয়া চলে যাওনের চির বিদায়ের নোটিস দিচ্ছে। দেহি মুইও আতেল হইবার পারি কিনা।
197011
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৩
ইক্লিপ্স লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Frustrated Frustrated Frustrated
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:০৯
147092
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ফ্রি খাওনের এক্কান মওকা হাইছি!!! আমার পিচন পিচন আইবার চাহেন কিল্লাই?
197016
২৪ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : তাই নাকি! Surprised হঠাৎ! Waiting গ্যাঞ্জাম না থাকলেতো লাইফটাই ডাল...কোন মজা নেই!!!!!!!!!! Tongue
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:১৪
147094
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : লাইফটাই ডাল?
হেতি কয় কি!!!
গ্যাঞ্জাম আর লাগামুনে। অহন থিক্যা আবাল গো মাথা থিক্যা গ্যাঞ্জাম বাইর কইলামুগা।
197024
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:২৩
ভিশু লিখেছেন : কোত্থায় যান... Chatterbox
বসেন... Cool
কথা আছে... Happy]
চুপ... Don't Tell Anyone
(অন্যদের জন্য: এটা খালি গ্যাঞ্জাম লাগায়... Frustrated Whew!)
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৪০
147125
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :


স্বোয়ামী: বৌ তরকারীতে লবণ বেশী হইছে ক্যান?
শাশুড়ী: নাহ বাবা, আমি টেস্ট কইরা দেখছি পারফেক্ট হইছে। বেশী হয় ন।
বৌ : আঁরে মারেন কিল্লাই? আঁই দোষ কইরছি?
হাফপেন্ট ওরফে স্বামী: কুনো কথা নাই, একদম চুপ!
বৌ : ঠিক আছে, আঁই অহন থেইক্যা চুপ হয়ে গেলুম।
হাফপেন্ট: ঐ বৌ, চুপ মেরে আচস ক্যা? তোর চৌদ্দ গোষ্টীরে কিলাই
বৌ : ঠিক আছে, আর মাইরেন না, আপনের কথা হুইনবার চাই। কন, কি বলবো?
হাফপেন্ট: কিছুই বইলতে হারবি নে! (মাইর থেমে নেই)
বৌ : তাইলে কি করমু? (মাইর চলছেই লাগাতার)
হাফপেন্ট: কিছুই কইরতে হারবি নে!
বৌ : আমারে আর মাইরেন না, আমি বাপের বাড়ী চইল্যা যামুগা।
হাফপেন্ট: বাপের বাড়ীতেও যাইত হারবি নে!
বৌ : ঠিক আছে আপনের ঘরেই জীবন কাটামু।
হাফপেন্ট: মোর ঘরেও তোর ঠাই হতে দিমু না।
বৌ : আপনে যেথায় থাইকতে দেন হেতায় থাকমু, যাহা বইলবেন তাহাই অক্ষরে অক্ষরে পালন করুম। দয়া করে মাইর থামান।
হাফপেন্ট: মুই কোথাও থাইকবার দিমু না, কুনো কথা বইলতাম ন। মাইরও থামতো ন।



ধরা যাবে না, চোয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার আজব এক স্বাধীনতা।
197027
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৪
সিটিজি৪বিডি লিখেছেন : কোথায় যাবেন তিন দিকে ইন্ডিয়া একদিকে বারমা..এবার বলেন কই যাবেন।
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৯
147101
ইমরান ভাই লিখেছেন : আসমানের দিকে রকেট ছাড়াই Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
147103
সিটিজি৪বিডি লিখেছেন : দুবাইতেও আসতে পারবে না ..ভিসা নাই...
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৪২
147126
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :

স্বোয়ামী: বৌ তরকারীতে লবণ বেশী হইছে ক্যান?
শাশুড়ী: নাহ বাবা, আমি টেস্ট কইরা দেখছি পারফেক্ট হইছে। বেশী হয় ন।
বৌ : আঁরে মারেন কিল্লাই? আঁই দোষ কইরছি?
হাফপেন্ট ওরফে স্বামী: কুনো কথা নাই, একদম চুপ!
বৌ : ঠিক আছে, আঁই অহন থেইক্যা চুপ হয়ে গেলুম।
হাফপেন্ট: ঐ বৌ, চুপ মেরে আচস ক্যা? তোর চৌদ্দ গোষ্টীরে কিলাই
বৌ : ঠিক আছে, আর মাইরেন না, আপনের কথা হুইনবার চাই। কন, কি বলবো?
হাফপেন্ট: কিছুই বইলতে হারবি নে! (মাইর থেমে নেই)
বৌ : তাইলে কি করমু? (মাইর চলছেই লাগাতার)
হাফপেন্ট: কিছুই কইরতে হারবি নে!
বৌ : আমারে আর মাইরেন না, আমি বাপের বাড়ী চইল্যা যামুগা।
হাফপেন্ট: বাপের বাড়ীতেও যাইত হারবি নে!
বৌ : ঠিক আছে আপনের ঘরেই জীবন কাটামু।
হাফপেন্ট: মোর ঘরেও তোর ঠাই হতে দিমু না।
বৌ : আপনে যেথায় থাইকতে দেন হেতায় থাকমু, যাহা বইলবেন তাহাই অক্ষরে অক্ষরে পালন করুম। দয়া করে মাইর থামান।
হাফপেন্ট: মুই কোথাও থাইকবার দিমু না, কুনো কথা বইলতাম ন। মাইরও থামতো ন।



ধরা যাবে না, চোয়া যাবে না বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার আজব এক স্বাধীনতা।
197097
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৭
প্রেসিডেন্ট লিখেছেন : এইবার গ্যাঞ্জাম পাকাইবো ক্যাডা এই নিয়ে খুব টেন্শিত আছি! Thinking Thinking Thinking
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩০
147183
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুহই অহন খুব টেনশনে আছি। প্যাচ (পাসওয়ার্ড) সব ভুইল্যা গেছি। কোথাও ঢুইকবার হারি ন।
১০
197135
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৮
ইবনে আহমাদ লিখেছেন : খামাখা টেন শনে ফালাইছিলেন। যান কোথায়? নতুন কারোর সাথে ফষ্টি নস্টি হয়ছে?
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৪
147201
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ফস্টি নষ্টী করতে যামু ক্যান? আমার লগে তো সবাই গ্যাঞ্জাম কইরবার চায়। গ্যাঞ্জাম খানের লগে ফষ্টি নস্টি করণের দিলওয়ালে ধরনীতে নেই।
১১
197160
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গ্যাঞ্জাম স্যার আপনে যদি চইল্লা যান মোই কারে লইয়া থাকমু? বাংলা সিনেমার মত করে বলছি- না, ওগো আপনি চইল্লা যায়েন না.
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১২
147212
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ফাঁডা কাতা আর কানা বালিশ লইয়া থাইকেন। ত্যাজ গনির সূত্রানুযায়ী- ফাঁডা কাতায় ওঁম বেশী, কানা চোখে তুক্কু ইটের বালিশে ঘুম বেশী। ........
মাগো! আর পারি না, আমি গেলাম।
২৫ মার্চ ২০১৪ রাত ০১:৪৩
147294
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ডায়লগের উপ্রে ডায়লগ, মোই কিতা কইতাম? সিকান্দর বক্স- আমার তো ‍আবেগ বাইড়া যায়তাছে....
১২
197229
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
শেখের পোলা লিখেছেন : কই যাইবেন? এহানেই থাইকা যান৷ অন্যহানে গ্যাঞ্জাম পাহাইলে হাড় ভাইঙ্গা দিব৷
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:০৩
147351
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ফ্রি মানে মাগনা খাওনের লিগ্যা যাচ্ছি। সাবধান আমার পিছনে পিছনে আইবার খায়েশ করণ যাইত ন। আমার তো হাড় নাই। লম্বা চারডা দাঁত আছে শুধু।
১৩
197242
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আছেন না গেছেন গা । থাকলে কোন কথা নাই, গেলাগা দুই খান কথা আছে।
২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৮
147345
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওয়ালিকুম সালাম..................
আগে আপনের দুইডা কথা হুইনবার চাই। তার পরে না হয় রাওয়ানা দিমুনে।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০৬
147532
সিকদারর লিখেছেন : সাথে কি লইয়া যাইতাছেন । গাট্টি লইয়া যাইতাছেন না গাট্টি ছাড়া । গাট্টি লইয়া গেলে দুইখাণ কথা আছে , না লইয়া গেলে কুন কথা নাই ।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৪
147568
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গাট্টি বোসকার আপাততে রাখেন! আপনের দুইখান কথা হুনান আগে।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
147771
সিকদারর লিখেছেন : আপনেত এখনও জান নাই তাই কোন কথা নাই ।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
147814
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনের কথা না হুনালে কিন্তুক আমি যামু না। তারাতারি কইয়া দেন ভাইগ্যা পড়ি।
২৫ মার্চ ২০১৪ রাত ১০:৫৪
147925
বৃত্তের বাইরে লিখেছেন : ভাইগ্গা যাইবেন কার সাথে শিয়ালপন্ডিত না বাঘ মামী। মামানীর সাথে গেলে কুনো কথা নাই, পন্ডিতমশাইয়ের সাথে গেলে দুই খান কথা আছে।
২৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৬
148475
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আর যদি বৃত্তের ভিতরে থাকি?
তখন কুনো কিছু কইবার আছেনি?
১৪ এপ্রিল ২০১৪ সকাল ০৫:০৯
155992
বৃত্তের বাইরে লিখেছেন : নতুন আলোয় কাটুক আঁধার। পুরনো সব দুঃখ,মান-অভিমান ভুলে নতুন করে পথ চলার আহবান রইলো। শুভ নববর্ষGood Luck Good Luck Good Luck

নিশি অবসান প্রায়,ঐপুরাতন বর্ষ হয় গত
আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও,যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. .
১৪
197369
২৫ মার্চ ২০১৪ রাত ১২:২৬
দ্য স্লেভ লিখেছেন : আরে কে বলেছে আপনি গ্যাঞ্জাম লাগান ?? বরং গ্যাঞ্জাম আপনারে লাগা্য়। আর ব্লগ মানেই তো গ্যাঞ্জাম। গ্যাঞ্জাম ছাড়া ব্লগ আমরা মানিনা। প্রয়োজনে মডুদের কিডন্যাপ করব। পরবর্তী রান্না আপনার জন্যে উতসর্গ করব, থেকে যান
২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৬
147343
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : রান্না মোর লিগ্যা উৎসর্গ করণের মাজেজা তো বুইজবার পারলুম না। ভাইজান উৎসর্গ করণের দরকার নেই। আমারে সামান্য এক লোমকা দিলেও চলবে। উৎসর্গের সুখে উপোস থাইকবার চাই না।
অহন আমি চিন্তা করছি আতেল হওন যায় কিভাবে?
২৫ মার্চ ২০১৪ সকাল ১০:১৮
147359
দ্য স্লেভ লিখেছেন : আ-তেল মানে হল-তেল ছাড়া। াাপনার সকল কিছু তেল ছাড়া শুরু করুন। রান্না,কান্না,কর্ম সবকিছু....শিঘ্রই আপনি হবেন আতেল
২৫ মার্চ ২০১৪ সকাল ১১:৩১
147400
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : রান্না,কান্না, কর্ম বেবাক কিছু তেল ছাড়া?
ভাইজান, এইডা আতেল হওনের টিপস দিলেন নাকি বাতেল হওনের টিপস?
১৫
197388
২৫ মার্চ ২০১৪ রাত ১২:৫২
মাটিরলাঠি লিখেছেন :
এইসব গ্যাঞ্জামের কথা কইয়া কোন গ্যাঞ্জাম লাগানের ফন্দি করছেন কন দেহি?

২৫ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৩
147342
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এই বলগৎ সাইটে কিছু আতেল ঘোষণা দিয়া চলে যাওনের চির বিদায়ের নোটিস দিচ্ছে। আমার আবার পাতলা হাইখানা করণের এক্কানা অভ্যাস বেশী। হের লিগ্যা গ্যাঞ্জাম বাদ দিয়া টয়লেটের উদ্দেশ্য রওয়া দিলুম। মাগার হেইখানেও দেহি মহা গ্যাঞ্জাম। মেলা লম্বা লাইন। কি আর করা!!! পড়নের কাপড়ের ভিতরেই কামডা সাইরালাইছি। বাগ্যিস সর্দি থাকনের কারণে আমার কাছে কুনো দূর্গন্ধ লাগছে না!!!
১৬
197864
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
মোঃজুলফিকার আলী লিখেছেন : আপনে যান কই? এথনতো রূপবানের বিদায় বিদায় দ্যান গান গাওয়া হলো না। গ্যাঞ্জামের মধ্যে এনঞ্জাম আছে। খাটি মশলা আছে। তাইতো একটু তিতো লাগতেই পারে। এতে রাগ করার কিছু নেই। তবে যেও না সাথী... ও ও ও। ধন্যবাদ।
২৬ মার্চ ২০১৪ রাত ০১:০৪
147978
আব্দুল গাফফার লিখেছেন : তবে যেও না সাথী... ও ও ও। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:০০
148477
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই আতেল হইবার চাই। দেহি কোথাও আতেল হওনের চান্স পাওন যায় কিনা।
১৭
197885
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন :
তুমি যাইওনা যাইওনা বন্ধুরে
আমাদের একা ফেলিয়া।
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:০২
148478
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এহানে থাইকলে সহজে আতেল হওন যাইবো না। মুই এক্কান বড্ড আতেল হইবার চাই।
১৮
198625
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:৩৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : না গেলেই ভালো!
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:৩৬
148491
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গেলে কি অইবো?
১৯
207552
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৫
কেলিফোরনিয়া লিখেছেন : কাছে থাকুন...গ্রামের পুন...
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৯
156424
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গ্রামের পুন!!! আস্তাগপিরুল্লাহ!
২০
225026
২৩ মে ২০১৪ দুপুর ০২:১০
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্লগের যে প্রেমে পড়ছেন। আপনা যাওয়া হবেনা। গেলেও নিজে নি্জেই ফিরে আসবেন। কারণ একসাথে এত লোকের সাথে ভাল বাসা করার সুযোগ কোথায় পাবেন?
১৯ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
183125
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই একটু বেয়াক্কেল টাইপের মানুষ। হের লিগা মোর সাথে কিউ পেরেম কইরবার চাহে না। আপনে হাঁচা কেথা কইছেন। এহানে হগলে পেরেম পিরিতের শিকলে উগ্গা আরেগ্গোয়ার সাথে বান্ধা দেইখবার হারছি। মোর লেজডাতেও কেউ কেউ পেরেমের আঁটা লাগাইয়া এই ব্লগত সাইডের সাথে বাইন্ধা রাখনের ফন্দি আইঁটছে।
১৯ জুন ২০১৪ রাত ০৯:১৫
183160
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি কোন কাননের ফূল? চট্রগ্রাম আসলে কি দেখা হবে?
২২ জুন ২০১৪ বিকাল ০৫:৫৮
184141
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অবিশ্যই দেখা হবে ইনশয়াল্লাহ যদি উভয়ের গন্তব্য এবং সময় একই হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File