কয়েকটি প্রশ্নঃ

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৪ মার্চ, ২০১৪, ০৭:৩৪:২৫ সন্ধ্যা

গতকাল এক বুদ্ধিজীবির সাথে সাক্ষাৎ হলো। তিনি আমার কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাইলেন। এমনিতেই মাথায় গ্যাঞ্জাম লেগেই থাকে। বুদ্ধিজীবির উত্তর দিবো ক্যামনে? তার প্রশ্নগুলো ব্লগে আপনাদের কাছে ফাঁস করে দিলাম।

• যে জানে আর যে জানে না উভয়ে কী সমান?

• যার হাতে আলো এবং যার হাতে আলো নেই এ দুজনের কে কাকে অনুসরণ করে?

• মানুষ কাকে ভালোবাসে-যে জ্ঞান অনুযায়ী আমল করে যে তা করে না?

• কার বন্ধুত্ব সবাই চায়- জ্ঞানীর নাকি মূর্খের?

• জ্ঞান ও সুস্থতা আল্লাহর দুটি বড় নেয়ামত। যার নাই কেবল সেই তা বুঝতে পারে। দুর থেকে এর সিকি ভাগও বুঝা সম্ভব নয়।

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192256
১৪ মার্চ ২০১৪ রাত ০৮:৫৫
ভিশু লিখেছেন : সুন্দর প্রশ্নগুলো! একটুও গ্যাঞ্জাম নেই!
Rolling Eyes Happy Smug Tongue
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
143755
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : প্রশ্ন তো ফাঁস করেই দিলাম। উত্তর না দিয়ে কই যান? উত্তর না দিয়ে চলে যাওনের মাঝে তো গ্যাঞ্জামের গন্ধ পাওন যাচ্ছে!!
192260
১৪ মার্চ ২০১৪ রাত ০৯:০৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি মূর্খ মানুষ কিছু জানি না, যা কিছু করার চেয়ারম্যান করবে।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
143756
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে এই লোকডারে এহানে আইতে কইছে কিডা? আপনেরে সবাই এই লোকডা থেইক্যা সাবধানে থাইকেন। এই ভদ্দর লোকের হাতে সব সময় চক থাকে লিখনের। মাগার বগলে রাখে ডাস্টার! যে কুনো মুহুর্তে মুছে দিতে পারে যে কারো মুল্যবান মুন্তব্য।
192276
১৪ মার্চ ২০১৪ রাত ০৯:৪৩
সাদাচোখে লিখেছেন : ভাল প্রশ্ন। উত্তর ও জানা। শুধু প্রতিফলন করা দরকার। ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
143757
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাচা নাকি? তয় উত্তরগুলান বলে দেওন যায় না?
192291
১৪ মার্চ ২০১৪ রাত ১০:১৯
দ্য স্লেভ লিখেছেন : সুন্দর প্রশ্নগুলো! একটুও গ্যাঞ্জাম নেই!
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১০
143759
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরেকজনের মুন্তব্য কাট পেস্ট করনের মধ্যেও কি কুনো গ্যাঞ্জাম নেই!!
১৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৩১
144052
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor কথা সত্য...
192303
১৪ মার্চ ২০১৪ রাত ১০:৪৪
মাটিরলাঠি লিখেছেন : প্রশ্নসমূহে কোন গ্যাঞ্জাম নাই, উত্তরও জানা। বিষয়টা হলো - আমরা জ্ঞানে অনেক এগিয়ে আছি, আমলে অনেক পিছিয়ে...
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১২
143760
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাচা কথা কইছেন। আপনেরে এক্কান ধন্যবাদ দিয়ে নিজেও ধন্য হইবার চাই।
192330
১৫ মার্চ ২০১৪ রাত ১২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে জানে সে জানোয়ার।
কারো হাতে আলো থাকতে পারেনা প্রদিপ কিংবা টর্চ থাকতে পারে।
মানুষ ভালবাসে যে তাকে তার বিনিময় দেয়
আর মুর্খের সাথে বন্ধুত্ব করাই উত্তম কারন তাকে সহজেই ঠকান যায়।
কি বুঝলেন! গ্যাঞ্জাম সাহেব????
কে বড় বুদ্ধিজিবি।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
143762
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে এতো মজার উত্তর কোত্থেকে নকল কইরলেন? আপনের উত্তর সঠিক হইছে। আপনেরে ০০০ নম্বার দিয়া পাস্ট ঘুষনা করা হইলো।
192397
১৫ মার্চ ২০১৪ সকাল ০৬:২৬
শেখের পোলা লিখেছেন : গঞ্জাম নাকরে উত্তর গুলো দিয়ে দিন৷ ব্যাস৷
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
143764
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে শেখের ফোলাডা কয় কি! এমনিতেই প্রশ্ন ফাঁস করনের কারণে আমার ফাসিঁ হইবার পারে। উত্তরডাও মুই কিল্লাই দিমু?
192427
১৫ মার্চ ২০১৪ সকাল ১০:৪২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভিশু লিখেছেন : সুন্দর প্রশ্নগুলো! একটুও গ্যাঞ্জাম নেই!
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
143765
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওহ আচ্ছা! ভিশু লিখেছেন? তয় আপনে কি লিখবার চাহেন?
192595
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১২
আবু আশফাক লিখেছেন : গ্যাঞ্জানহীন সরল প্রশ্ন।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
143766
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তাইলে এবার উত্তরগুলান বক্রভাবে দিয়ে দেন।
১০
192659
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এত সুক্ষ বিষয়ের মাঝে যেন লুকিয়ে আছে জ্ঞানের মহা সমুদ্র.....আসলেই দারুন!
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:০৪
144107
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আসলেই কি দারুণ? আমি করুণ ভাবে বরণ করে নিলুম তরুণ কবির মুন্তব্য।
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১০
144207
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমার বুঝি শরম একটুও নাই? আমারে যে কবি বললেন, বলেন অকবি....হা হা হা
১১
192662
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
ইবনে আহমাদ লিখেছেন : চাচা গ্যন্জাম দেখলেন কোথায়?
তবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
143767
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গ্যাঞ্জাম আহমদের পোলাডার মাথায় দেখা যাচ্ছে। আমার কুনো বাইচতা নাই।
১২
192697
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:১২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সারছে ! আইছে পেট পাতলা করতে । ভাগি
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
143773
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওরাহমাতুল্লাহী ওবারকাতুহু ওমাগপিরাতুহু ওয়াজান্নাতু ওয়াহাতুকা দরাজাতান ওতেজারাতুকা তাখশাওকান, ওয়ারিজকুকা বরকতান......
দুআ কইরা দিলাম। এবার তারাতারি উঠে আসুন।
১৩
232277
০৮ জুন ২০১৪ দুপুর ০১:২৬
আহ জীবন লিখেছেন : "যে জানে আর যে জানে না উভয়ে কী সমান?"---
'না' যদি নাই থাকত 'আছে'র কি দাম হতো। সমান নয় তবে ছোট করা যাবেনা।

"যার হাতে আলো এবং যার হাতে আলো নেই এ দুজনের কে কাকে অনুসরণ করে?"---
চাহিদা অনুযায়ী দুজন দুজনকেই অনুসরন করে। একজন আলোকিত করতে, একজন আলোকিত হতে।

"মানুষ কাকে ভালোবাসে-যে জ্ঞান অনুযায়ী আমল করে যে তা করে না?"---
তাহলে হিন্দুদের তাদের জ্ঞান অনুযায়ী আমলকে কি বলা যায়? (নিরপেক্ষ ভাবে জানতে চাওয়া)।

"কার বন্ধুত্ব সবাই চায়- জ্ঞানীর নাকি মূর্খের?"---
সবাই জ্ঞানীর চাইলেও, জ্ঞানীর মূর্খের চাওয়া উচিৎ বলে মনে করি। কারন মূর্খের করা ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে নিজে ভাল থাকার জন্য।

(হেদায়াতের মালিক আল্লাহ)।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File