কয়েকটি প্রশ্নঃ
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৪ মার্চ, ২০১৪, ০৭:৩৪:২৫ সন্ধ্যা
গতকাল এক বুদ্ধিজীবির সাথে সাক্ষাৎ হলো। তিনি আমার কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাইলেন। এমনিতেই মাথায় গ্যাঞ্জাম লেগেই থাকে। বুদ্ধিজীবির উত্তর দিবো ক্যামনে? তার প্রশ্নগুলো ব্লগে আপনাদের কাছে ফাঁস করে দিলাম।
• যে জানে আর যে জানে না উভয়ে কী সমান?
• যার হাতে আলো এবং যার হাতে আলো নেই এ দুজনের কে কাকে অনুসরণ করে?
• মানুষ কাকে ভালোবাসে-যে জ্ঞান অনুযায়ী আমল করে যে তা করে না?
• কার বন্ধুত্ব সবাই চায়- জ্ঞানীর নাকি মূর্খের?
• জ্ঞান ও সুস্থতা আল্লাহর দুটি বড় নেয়ামত। যার নাই কেবল সেই তা বুঝতে পারে। দুর থেকে এর সিকি ভাগও বুঝা সম্ভব নয়।
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারো হাতে আলো থাকতে পারেনা প্রদিপ কিংবা টর্চ থাকতে পারে।
মানুষ ভালবাসে যে তাকে তার বিনিময় দেয়
আর মুর্খের সাথে বন্ধুত্ব করাই উত্তম কারন তাকে সহজেই ঠকান যায়।
কি বুঝলেন! গ্যাঞ্জাম সাহেব????
কে বড় বুদ্ধিজিবি।
তবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
দুআ কইরা দিলাম। এবার তারাতারি উঠে আসুন।
'না' যদি নাই থাকত 'আছে'র কি দাম হতো। সমান নয় তবে ছোট করা যাবেনা।
"যার হাতে আলো এবং যার হাতে আলো নেই এ দুজনের কে কাকে অনুসরণ করে?"---
চাহিদা অনুযায়ী দুজন দুজনকেই অনুসরন করে। একজন আলোকিত করতে, একজন আলোকিত হতে।
"মানুষ কাকে ভালোবাসে-যে জ্ঞান অনুযায়ী আমল করে যে তা করে না?"---
তাহলে হিন্দুদের তাদের জ্ঞান অনুযায়ী আমলকে কি বলা যায়? (নিরপেক্ষ ভাবে জানতে চাওয়া)।
"কার বন্ধুত্ব সবাই চায়- জ্ঞানীর নাকি মূর্খের?"---
সবাই জ্ঞানীর চাইলেও, জ্ঞানীর মূর্খের চাওয়া উচিৎ বলে মনে করি। কারন মূর্খের করা ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে নিজে ভাল থাকার জন্য।
(হেদায়াতের মালিক আল্লাহ)।
মন্তব্য করতে লগইন করুন