আজ চৌদ্দই ফেব্রুয়ারী, মহান ভালবাসা দিবস নাকি নেড়ী কুকুরের ভাদ্রমাস দিবস?
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৯:০৬ সকাল
আজ চৌদ্দই ফেব্রুয়ারী। মহান ভালবাসা দিবস। আজকের এই দিনে আমাদের চৌদ্দ গোষ্টীর লালিত কৃষ্টি-কালচারের উপর চুনকালি দিয়ে নতুন একটি রেওয়াজ চালু হয়েছে। আজ হচ্ছে নবীন প্রজন্মের একটি অংশের পাচায় চুলকানির ভাইরাস আক্রমন করে গোটা দেশময় ছড়িয়ে পড়ার দিন।
এই দিবস নিয়ে বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় যেমন ঝড় শুরু হয়েছে তেমনি বাস্তবেও রোমিও জুলিয়েটদের আদর্শের উত্তরসূরীরা পথে প্রান্তরে, হোটেল রেস্তুরায়, বিভিন্ন পর্যটন এরিয়া ও বিনোদন কেন্দ্রগুলোতে আসর জমিয়ে তুলছে।
আমার প্রতিবেশী এক জুটির রসালো কাহিনী এখানে জানাতে ইচ্ছে করছিল। কিন্তু পর নিন্দা করার আগ্রহ জাগছে না। মাথায় এমনিতেই গ্যাঞ্জাম তো আছেই।
তাই আজকের এই দিনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য ব্লগ কর্তৃপক্ষের কাছে দাবী জানানো যেতে পারে এই নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হোক।
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন গাইতে থাকেন। "একদিন ভালবাসা প্রেমিক/প্রেমিকা চেঞ্জ যে তারপর.."।
মন্তব্য করতে লগইন করুন