একই বিষয়ে একাদিক পোস্ট এবং কর্তৃপক্ষের ভূমিকা ও তাদের নীতিমালা- আমি তো মখা হয়ে গেলাম রে!!!!!

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২২ জানুয়ারি, ২০১৪, ০১:৩৭:২৬ দুপুর

গতকাল একই বিষয়ে একই লেখা দু’জন ব্লগার তাদের নিজস্ব ব্লগ পাতায় প্রায় পাচঁ ঘন্টার ব্যবধানে শেয়ার করেছেন। লেখাটি তাদের নিজেদের লিখিত কোন ব্লগ নয়। তারাও অত্যন্ত সচেতনভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে লেখাটির সূত্র উল্লেখ করেছেন। লেখার শিরোনাম হচ্ছে- সাতক্ষীরা থেকে নির্যাতিত এক বোনের চিঠি

আহমদ মুসা এবং আরেকজন সিনিয়র ব্লগার ও বিখ্যাত লেখিকা সত্যলিখন ব্লগটি পোস্ট করেছেন।

এখানে ব্লগটি পোস্টের সময় অনুসারে স্ক্রীন শর্ট দিলাম।



এটি পোস্ট করেছেন আহমদ মুসা।

নিচে আরেকটি স্ক্রীন শট দিলাম যেটি পোস্ট করেছেন প্রখ্যাত লেখিকা সিনিয়র ব্লগার সত্যলিখন



ব্লগার সত্যলিখন এর ব্লগ থেকে নেয়া স্ক্রীন শট।

একথা স্বীকার করতে দিধা নেই যে, ব্লগটির লেখার গুরুত্ব অনুধাবন করে এটি ব্যাপকভাবে পঠিত হওয়া ও অধিক হারে প্রচার হওয়া উচিত।

এখন যে বিষয়টি সম্মানিত ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করা যুক্তি সংগত মনে করছি তা হলো কোন প্রবীণ ও সিনিয়র লেখিকা/ ব্লগার কোন একটি লেখার গুরুত্ব অনুধান করে ব্যাপক প্রচার হওয়ার স্বার্থে সূত্র উল্লেখ করে নিজের ওয়ালে শেয়ার করেন তা মোটেও আপত্তির বিষয় নয়। এক্ষেত্রে এটুকুই খেয়াল রাখা যেতে পারে যে, সংশ্লিষ্ট জনস্বার্থ বিষয়ক লেখাটি আমার পূর্বে নিকট অতীতে একই প্লাটফর্মে (অথবা একই ব্লগ সাইটেও বলা যেতে পারে) শেয়ার করেছে কিনা। কারণ একজন জনপ্রিয় ও স্বনামধন্য লেখিকা যখন কিছু পোস্ট করেন তখন তার পাঠক ও ভক্তরা অত্যন্ত আগ্রহ নিয়ে তা পাঠ করেন। যদি লেখাটি একটু আগে অন্য কারো পোস্টে পড়ে ফেলেন তখন ভক্তদের কাছে কেমন যেন বেখাপ্প লাগারই কথা।

এখানে সময়ের বিবেচনায় চিন্তা করলে আহমদ মুসার পোস্টটি আগে দেয়া হয়েছে। তাই এক্ষেত্রে আহমদ মুসাকে সতর্ক করার সুযোগ থাকছে না।

এখন আসি মডু মামাদের কিতাবে কি লিখা আছে একটু দেখা যাক-

মডু মামাদের কিতাব থেকে নেয়া দু’টি উদৃতি এখানে উল্লেখ করছি। এখানে আমার নিজের তরফ থেকে গ্যাঞ্জাম সৃষ্টির কোন অবকাশ নেই।

৯. একই বিষয়ে একের অধিক পোষ্ট করা হলে প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে। তাই প্রথম পাতায় একই বিষয়ে পোষ্ট থাকলে নতুন কোন পোষ্ট না দেয়ার অনুরোধ করা হচ্ছে।



১১. যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট করা হলে প্রথম পাতা থেকে সরানো হবে।

প্রিয় পাঠক, মডু মামাদের উল্লেখিত ফতওয়া পাঠ করে যদি নিচের ছবির সাথে তুলনা করেন তবে এর জন্য আমাকে দায়ী করা যাবে না।



যদি কেউ আমাকে দায়ী করতে চেষ্টা করেন তবে সরাসরি গণআদালত বসিয়ে বিচার করা হবে এবং অধীনতা বিরোধীদের পরিনতি থেকে শিক্ষা নেয়ার পরামর্শ থাকলো।

বিষয়: বিবিধ

১৪৮৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165754
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪২
প্রিন্সিপাল লিখেছেন : ভাই আপনি মখা হয়ে গেলেন?
বুঝতে পারলাম না।
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
119958
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : বিরাট ফাজিল পোলা আপনি-
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
119964
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ফাজিল কিলাসে ভর্তি হইছিলুম, মাগার পাস দিবার পারি নাই @ এনামুল মামুন১৩০৫
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
120059
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :

মাননীয় অধ্যক্ষ মহোদয়,
বিডিটুমোরো ভারচুয়াল ক্যাচাঁলিদ্যালয়

বিষয়ঃ মডু মামাদের মখা রোগের ওষধ প্রদান প্রসংগে।

....................
....................
....................


বিনীত নির্দেশক্রমে
গ্যাঞ্জাম খান
অন লাইন থেকে
165763
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৯
আওণ রাহ'বার লিখেছেন : ওই মিয়া শুধু গ্যাঞ্জাম পাকাইবার আসেন ব্লগে???
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৩
119957
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : গ্যাঞ্জাম লাগাইলো কই?Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২০
119965
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গ্যাঞ্জাম না লাগাইয়া কি শুধু তৈলের ডিব্বা নিয়া আসুম? নতুন বিয়ে করেছেন মনে হচ্ছে। উল্টা পাল্টা কাজকাম কম কইরেন। না হয় বৌয়ের সাথে গ্যাঞ্জামে ঠিকে থাকতে পারবেন না @ আওণ রাহ'বার
165772
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৩
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : এই বিষয়ে লিখবো খেয়াল করেছলাম-
আপনি লেখার জন্য ধন্যবাদ-
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২১
119966
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : শুধু খেয়াল করেছেন? লেখা পয়দা করেন নাই? আমারে ধন্যবাদ দিয়া আপনের কামডা কি?
165814
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনিতো ভাই আসলেই গ্যাঞ্জাম,তবে ঠিকই বলেছেন এর লাগি আপনারে ধন্যবাদ দেয়া যায়।
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
119983
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আলু বত্তা। আপনেরে আমার ব্লোগে আইতে কইছে কেডা? যান মডু মামাদের তেল মারতে না পারলেও অন্তত এক ফোটা পানি চিটকাইয়া দেন। দেখি ঘুম থেকে জাগানো যায় কিনা।
165827
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৩
প্রেসিডেন্ট লিখেছেন : ভালই গ্যাঞ্জাম পাকাই দিছেন।
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৭
119980
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বিশাল ভুড়িওয়ালা! আপনে কোন দেশের প্রেসিডেন্ট? আপনের রাজ্যের হুতুম আর পেচাদের শাসন-শোষণ কেমন চলছে? নাকি ওখানেও গ্যাঞ্জাম লেগে আছে?
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৩
119995
প্রেসিডেন্ট লিখেছেন : আমার রাজ্যের গদিতে সব লুটেরা আর খুনির দল। এখানে গণতন্ত্র নাই। অস্ত্রই সকল ক্ষমতার মূল। উই আর ওয়েটিং ফর নিউ ডেইজ।:Thinking :Thinking :Thinking
165859
২২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩১
সিকদারর লিখেছেন : এখানে কতা কওন যাইব না গ্যান্জাম খানের মাথা গরম। তয় মডুরা বেশি আইলসা অইয়া গেছে তাই এই জাতিয় গটনা গটবার লাগছে।
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
120057
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : লবিন্দ্রনাথের ববিন্দ্র একটা আপনার নামের শেষে যোগ করার ফলে বিচারা লেয়াজুদ্দিন বাজার থেকে লাতাকুরা পর্যন্ত সব কিছুতেই "ল" ছাড়া আর কিছুই পাচ্ছেন না। যার "র" তার কাছে ফেরত দেওন যায় না?
আরে বলেন কি? কথা কউন যাইবো না ক্যান? আমার মাথা গরম হয় নাই। মডু মামাদের সৃষ্ট গরমের ভিতর আমার মাথা ডুইকা গেছে। দেইখ্যান আবার আপনারডাও ডুকাইয়া দিয়েন না।
165907
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০১
শেখের পোলা লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠির মুখটা আঁটকানো দরকার৷ আবুল্লইয়া আঠা লইয়া আয়তো!
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২২
120274
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আবুইল্লার দিন শেষ হয়েছে অনেক আগে। পদ্মা সেতুর নিচে আবুইল্লার লেজকাটা লাশ পাওয়া গেছিল। আরেক আবুল মালখোরের ঘরের চালের টিনে "ঝগ্গার" ধরেছে। এখন আর কোন আবুল দেশে নেই। আপনে আবার কোন আবুইল্লারে ডাকবার চান?
167520
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৬
শারমিন হক লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠির সাথে আমি ১০০% সহমত পোষণ করছি।আমার মনে হয় কথাগুলো ফেলে দেবার মত নয় বরং ১০০% কারেক্ট।আমাদের সকলের বিষয়টা গুরত্ব সহকারে দেখা উচিত।
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২১
121659
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মিসেস শারমিন হক, গ্যাঞ্জাম খানের সাথে একমত হওয়ার প্রয়োজন নেই। আপাততে বিডিটুডে ব্লগের সম্পাদকের সাথে একমত হয়ে এবং তার ডাকে সাড়া দিয়ে বিয়ের দাওয়াতে হাজির হোন। ব্লগে চলছে এখন বিয়ে শাদীর হেব্বী আয়োজন! এই সুযোগে আপনিই বা বাদ যাবেন কেন? আপনিও কিছু একটা নিয়ে এই বিয়েতে শরীক হোন। তবে মনে রাখবেন খুব মজাদার ও আকর্ষণীয় উপহার নিয়ে হাজির হবেন। তা না হলে বিয়ের আসর থেকে বেরসিক সম্পাদক সাহেব ভাতের প্লেট কেড়ে নিতে পারে!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File