বিডিটুমোরো ব্লগের যুগান্তকারী সংযোজন- সর্বোচ্চ মন্তব্যকারী
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৮ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৭:৫০ সন্ধ্যা
এবার আমারে ঠেকায় কে? এবার নিশ্চয়ই আমিই পাস্ট হমু! এমনিতেই কিছু লিখবার পারি না। লিখলেও কেউ খেতে চায় আমার লিখন।
না, এটা আমার কোপালের লিখন না।
এটা ব্লগের লিখন।
এমনিতেই বুদ্ধির ঝুড়িতে আমার গিলু নাই।
লিখমু কি দিয়া!
এবার জব্বার এক্কান "চান্স" পাইয়া গেছি।
এক্কেবারে অন্তরের নীচের অংশ থেকে প্রতিদিন ধনেপাতার চাষাবাদ যেখানে হয়, একদম নাড়ীভূড়ির পিউর তত্বাবধানে নির্যাষ যা বের হয় সেখান থেকে একটি ধন্যবাদ দিবার চাই।
অনেকদিন পর জবরদস্ত এক্কান মওকা পাইলুম।
শুধু মাউস ক্লিক আর মাউস ক্লিক!
এক ক্লিকে তৈরী হবে, দুই ক্লিকে ফাইনাল
এটাই হবে সহজ পথ যতই বলো বেসামাল
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনওি একবার চেষ্টা করবার পারেন কমেন্টের বন্যার উপর কিস্তি চালাইয়া পাস্টু হওন যায় কিনা।
যারা অন্যের কষ্ট করে দেয়া পোস্ট পড়ে অর্থবোধক মন্তব্য করবে , তাদেরকেই বেশি করে হাই লাইট করা উচিত বলে আমি মনে করি ৷
কি কইলেন?
মুই খেয়াল কইরছি আপনে এক্কান পুরানা গারলি। আপনে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন।
মুই তো কুনো লিস্টেভুক্ত করণের লিগ্যা কোন প্রকল্প চালু করিনি অহনো। করলে অতি গোপনে গোপনে জানামুনে আপনেরে।
ঐ লিস্টে নাম দেখলে মাথায় গ্যাঞ্জাম লাগে হ।
মন্তব্য করতে লগইন করুন