বাঙ্গালী নামক অদ্ভুত এক জাতির সন্তান আমি.

লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ২৪ মার্চ, ২০১৪, ১০:৪৯:৪৪ রাত

কোটি কোটি টাকা খরচ করে সবচেয়ে বেশী কন্ঠে জাতীয় সংগীত গাইবো, তবে রাস্তায় বস্তিতে শুয়ে থাকা বস্ত্রহীন শিশুগুলোর খোজ নিবো না,

কারন আমরা বাঙ্গালী।

আইসিসি টিটুয়েন্টি নিয়ে উন্মাদনা আবেগে দেশ ভাসিয়ে রাস্তায় রাস্তায় ফ্লাশ মব করবো, তবে নির্যাতিত নিরীহের জন্য কখনোই রাস্তায় নামবো না,

কারন আমরা বাঙ্গালী।

কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা আউড়াবো,মুক্তিযুদ্ধের কথা বললেই তাকে দেশপ্রেমিক খেতাব দিয়ে দেবো,তবে জিজ্ঞাস করলে মুক্তিযুদ্ধের চেতনা কি সেটা কখনোই বলতে পারবো না,কোনোদিন খোজ নিয়েও দেখবো না সত্যিকারের মুক্তিযোদ্ধারা কেমন আছে,

কারন আমরা বাঙ্গালী।

স্বাধীনতা দিবস বিজয় দিবস খুব ধুমধাম করে মনের সব আবেগ মিশিয়ে পালন করবো, তবে আমরা প্রকৃতই স্বাধীন কি না তা কখনো ভেবে দেখবো না,

কারন আমরা বাঙ্গালী।

মুসলিম হয়েও বাঙ্গালী সংস্কৃতি আর মুসলিম সংস্কৃতিকে কখনোই মিশতে দিবো না,মুসলিম সংস্কৃতি কে খ্যাত বলে মুখ বাঁকাবো, তবে মালোয়ানি সংস্কৃতিকে খুব যত্নের সাথেই পালন করবো,

কারন আমরা বাঙ্গালী।

আসলেই আমরা বাঙ্গালী জাতি অদ্ভুত এক জাতি, যাদের দেশপ্রেম শুধু পতাকা আর জাতীয় সংগীতেই লুকিয়ে থাকে। যারা কয়েকমাসের হুজুগেই দেশ স্বাধীন করতে পারে কিন্তু কয়েক দশক চিন্তা করেও দেশ গড়তে পারেনা। যারা পূর্বপুরুষদের রক্তঝরা ইতিহাস নিয়ে গর্ব করে কিন্তু নিজের রক্ত ঝরাতে চায়না।

আসলে মুক্তিযোদ্ধাদের অন্তরেই সর্বশেষ দেশপ্রেম টুকু ছিলো, এখন আর কারো মনে দেশপ্রেম নেই,যা আছে তা শুধু লোক দেখানো মিথ্যা আবেগ ছাড়া কিছুই নয়.....

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197365
২৫ মার্চ ২০১৪ রাত ১২:১৯
মাটিরলাঠি লিখেছেন : কথা যুক্তিযুক্ত।
197399
২৫ মার্চ ২০১৪ রাত ০১:১৯
রাফসান লিখেছেন : চমৎকার
197400
২৫ মার্চ ২০১৪ রাত ০১:২৭
197422
২৫ মার্চ ২০১৪ রাত ০৪:৩৪
সাদাচোখে লিখেছেন : আমি জাতি হিসাবে মুসলিম।
ভাষার কারনে আমি বাংগালী।
ভূখন্ডগত ভাবে ভারতীয় > পাকিস্থানী হয়ে আজ বাংলাদেশী।

আমি কোনদিন ও আমার মুসলিম জাতি স্বত্তা কেনা বেচা করতে চাইনা - কারন এটা স্বর্গীয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File