পরকীয়ায় ভেসে যাচ্ছে সমাজ

লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ১৮ মার্চ, ২০১৪, ১১:২৫:২৭ রাত

পরকীয়ায় ভেসে যাচ্ছে সমাজ,সংসারগুলো সব বিশ্বাসহীন অশান্তির ঘর।

বয়স তখন সাত বা আট। আমাদের বাসার উপরতালায় শিলা আপুরা থাকতেন। মারাত্মক সুন্দরী। আপু আমাকে খুব আদর করতেন। অবশ্য আদর করার বিশেষ কিছু কারনও ছিলো। আপুর পিয়ন ছিলাম আমি,এটা একটা কারন, আর মাঝেমাঝে উনাকে ফুল এনে দিতাম সেটাও একটা কারন। বিনিময়ে আমার পকেট কখনো চকলেট-শূন্য হতো না।

হঠাৎ একদিন আপু পালিয়ে গিয়ে বিয়ে করলেন। তারপর অনেকদিন দেখা হয়নি আপুর সাথে। প্রতিবেশী এক পিচ্চির খাৎনা অনুষ্ঠানে আবার আপুকে দেখলাম। কোলে একটা ফুটফুটে মেয়েবাচ্চা। আমাকে দেখে অনেক খুশী হলেন,অনেক কথা জিজ্ঞেস করলেন,খোজখবর নিলেন সবকিছুর। যাওয়ার সময় কানেকানে বলে গেলেন,আমার মেয়ের সাথে তোর বিয়ে দিবো,ভালো করে পড়াশুনা কর.....

তারপর আজ অবধি আর দেখা হয়নি আপুর সাথে।

আজ খেতে বসে মা বললেন,তোর শিলা আপুর খবর জানিস.?

বললাম,না তো।

মা বললেন,ওর সংসার ভেঙ্গে গেছে,স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে।

বিষম খেলাম কথাটা শুনে,কেন কি কারনে ছেড়ে দিয়েছে ? জিজ্ঞাস করলাম।

মা বললেন, ইচ্ছা করে ছেলেটা ওকে ছেড়ে দেয়নি,ছেলেটার এক বন্ধুর সাথে পরকীয়া গড়ে ওঠে শিলার,পরে পালিয়ে যায় ওই ছেলেটার সাথে,তখন বাধ্য হয়ে জামাই ওকে তালাক দিয়েছে।

-এখন কোথায় আছে,ওই ছেলের সাথেই সংসার করছে..?

মা বললেন, নাহ ওই ছেলেও পরে ছেড়ে দিয়েছে,এখন বাপের বাড়িতেই থাকে।

খুব খারাপ লাগলো আপুর ঘটনা শুনে। আবার রাগও লাগলো,ঠিকই আছে কুপ্রবৃত্তির পিছে ছোটো কেন..? এখন বোঝো,এ কুলও গেল ও কুলও গেল। এত সুন্দর সংসার ছেড়ে দেহের চাহিদার লোভে আরেকজনের সাথে পালিয়ে গেলে,এখন দেখো আল্লাহর শাস্তি। ফুটফুটে সন্তান নিয়ে নির্মল শান্তির সংসার করছিলে,কেন ক্ষনিকের সুখের মিথ্যে আশায় আরেকজনের দিকে হাত বাড়ালে.?

দেহের একটু শান্তির লোভকে সামলাতে পারোনি,এইজন্যে আল্লাহ তোমার দুনিয়াতেই শাস্তির ব্যাবস্থা করছেন আর আখেরাতের শাস্তি তো আছেই।

বিষয়: বিবিধ

১৫৬৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194396
১৯ মার্চ ২০১৪ রাত ১২:০৬
মাস্তান লিখেছেন : ভাবছেন আপনি। হয়তো আমিও, কিন্তু আমাদের সমাজ? না, সমাজ ভাবছেনা। ভাবছেনা সমাজের বিবেক বলে আমরা যাদের শ্রোধা করি, সম্মান করি তারা! এই তো আমরা ওনেক ভাল? আছি! আমি বলবো একমাত্র পর্দহীনতা সমাজ গড়ার কারীগররাই আমাদের সুখের ঘর ভাঙ্গার সুনিপুঁন কারীগর।
১৯ মার্চ ২০১৪ রাত ১২:১৭
144900
অবুঝ ছেলে লিখেছেন : যাদেরকে সমাজের বিবেক ভাবছি বললে ভূল হবে,আসলে যাদেরকে সমাজের বিবেক ভেবে ভুল করছি।
আপনার সাথে একমত,পর্দাহীনতাই সমাজের সকল বেহায়াপনার কারন।
আমি আপনি চিন্তা করে যদিও কিছু হবেনা তবুও চোখের সামনে এসব দেখে কিছু না বলে কি থাকা যা.!
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৩
145172
মাস্তান লিখেছেন : বলতে হবে বলাতে হবে, ভাবতে হবে ভাবাতে হবে, বুঝতে হবে বুঝাতে হবে, মোট কথা শালিনাতার (পর্দার) পক্ষে একটি গণজাগরণ সৃস্টি করতে হবে আপনাকে আমাকে। তবেই হয়তো আসবে মানবতার বিজয় Happy>- Happy>- Happy>-
১৯ মার্চ ২০১৪ রাত ১১:৪৮
145381
অবুঝ ছেলে লিখেছেন : একমত আপনার সাথে ,হে সহযাত্রী !
194480
১৯ মার্চ ২০১৪ রাত ০৩:৫৬
আবদুল কাদের হেলাল লিখেছেন : চিন্তা করে কিছু হবে না কে বললো। অনেকে নিজের মান বাচানোর জন্যে এসব দেখেও না দেখার ভান করে যা মূলত বোকামি। বলতে থাকতে হবে শুধু তাই নয় বার বার বলতে হবে। ঘরে ঘরে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেক ঘরকে পাঠাগার বানাতে হবে। প্রত্যেক মাসজিদ মাদ্রাসার কমিটি থেকে নাস্তিক এবং নিরপেক্ষ লোকদের বের করে দিতে হবে যাতে আলেম সমাজ নির্ভয়ে সকল বিষয়ে কথা বলতে পারে।
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৮
145175
মাস্তান লিখেছেন : এ অন্ধ সমাজের দুটি চোখ হতে হবে আপনাকে তবেই Happy>- Happy>- Happy>-
১৯ মার্চ ২০১৪ রাত ১১:৫২
145384
অবুঝ ছেলে লিখেছেন : সে পরিবেশ সৃষ্টি করার জন্য আমার আপনার মত তরুনদের তারুণ্যের উত্থানই সবচেয়ে বেশী প্রয়োজন।
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
149059
আবদুল কাদের হেলাল লিখেছেন : ঠিকিই বলেছেন অবুঝ ভাই।
194498
১৯ মার্চ ২০১৪ সকাল ০৫:৩২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সহমত প্রকাশ করছি। আল্লাহ সহজ করে দিন সবকিছু। আমিন।
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৯
145176
মাস্তান লিখেছেন : Praying Praying Praying
১৯ মার্চ ২০১৪ রাত ১১:৪৮
145382
অবুঝ ছেলে লিখেছেন : আল্লাহ কবুল করুন..Praying
194681
১৯ মার্চ ২০১৪ দুপুর ০১:১৬
বেআক্কেল লিখেছেন : হিন্দু সমাজে পরকীয়া কোন দোষের ব্যাপার না। ভগবানের সাথে যাদের মিলন হয়েছে, তারা কেউ কুমারী ছিলনা। সবাই ছিলেন কারো বউ। পরকিয়া কইরা সন্তান হইলে সেটারে দেবতা জ্ঞান করত। হেই হিন্দুদের ছবি নাটক আমাদের দেশের বজ্জাত মহিলারা দেইখা নিজেরা নষ্ট হইতেছে নিজেদের কণ্যাদের নষ্ট করতেছে। তবে জমানা তো আগের টা নাই, যে জাউরা সন্তানেরে দেবতা কইব। আগে হিন্দুস্তানী নাটক তাড়ান পরে পরকীয়া তাড়ানো যাইবে।
১৯ মার্চ ২০১৪ রাত ১১:৫১
145383
অবুঝ ছেলে লিখেছেন : অপসাংস্কৃতিই আসলে এসবের পিছে মূলত বেশী দায়ী। ঘরের পুরুষদের শক্ত হয়ে মহিলাদের ভারতীয় চ্যানেল গুলো থেকে বিরত রাখা দরকার।

আপনার সাথে একমত।
২০ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৮
145464
মাস্তান লিখেছেন : অপসংস্কৃতির মোকাবেলায় আমাদেরকে সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার ঘটাতে হবে ব্যপক ভাবে।
এই জন্য আমার একটি খুদ্র প্রয়ষ http://www.facebook.com/sbarta2014

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File