পরকীয়ায় ভেসে যাচ্ছে সমাজ
লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ১৮ মার্চ, ২০১৪, ১১:২৫:২৭ রাত
পরকীয়ায় ভেসে যাচ্ছে সমাজ,সংসারগুলো সব বিশ্বাসহীন অশান্তির ঘর।
বয়স তখন সাত বা আট। আমাদের বাসার উপরতালায় শিলা আপুরা থাকতেন। মারাত্মক সুন্দরী। আপু আমাকে খুব আদর করতেন। অবশ্য আদর করার বিশেষ কিছু কারনও ছিলো। আপুর পিয়ন ছিলাম আমি,এটা একটা কারন, আর মাঝেমাঝে উনাকে ফুল এনে দিতাম সেটাও একটা কারন। বিনিময়ে আমার পকেট কখনো চকলেট-শূন্য হতো না।
হঠাৎ একদিন আপু পালিয়ে গিয়ে বিয়ে করলেন। তারপর অনেকদিন দেখা হয়নি আপুর সাথে। প্রতিবেশী এক পিচ্চির খাৎনা অনুষ্ঠানে আবার আপুকে দেখলাম। কোলে একটা ফুটফুটে মেয়েবাচ্চা। আমাকে দেখে অনেক খুশী হলেন,অনেক কথা জিজ্ঞেস করলেন,খোজখবর নিলেন সবকিছুর। যাওয়ার সময় কানেকানে বলে গেলেন,আমার মেয়ের সাথে তোর বিয়ে দিবো,ভালো করে পড়াশুনা কর.....
তারপর আজ অবধি আর দেখা হয়নি আপুর সাথে।
আজ খেতে বসে মা বললেন,তোর শিলা আপুর খবর জানিস.?
বললাম,না তো।
মা বললেন,ওর সংসার ভেঙ্গে গেছে,স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে।
বিষম খেলাম কথাটা শুনে,কেন কি কারনে ছেড়ে দিয়েছে ? জিজ্ঞাস করলাম।
মা বললেন, ইচ্ছা করে ছেলেটা ওকে ছেড়ে দেয়নি,ছেলেটার এক বন্ধুর সাথে পরকীয়া গড়ে ওঠে শিলার,পরে পালিয়ে যায় ওই ছেলেটার সাথে,তখন বাধ্য হয়ে জামাই ওকে তালাক দিয়েছে।
-এখন কোথায় আছে,ওই ছেলের সাথেই সংসার করছে..?
মা বললেন, নাহ ওই ছেলেও পরে ছেড়ে দিয়েছে,এখন বাপের বাড়িতেই থাকে।
খুব খারাপ লাগলো আপুর ঘটনা শুনে। আবার রাগও লাগলো,ঠিকই আছে কুপ্রবৃত্তির পিছে ছোটো কেন..? এখন বোঝো,এ কুলও গেল ও কুলও গেল। এত সুন্দর সংসার ছেড়ে দেহের চাহিদার লোভে আরেকজনের সাথে পালিয়ে গেলে,এখন দেখো আল্লাহর শাস্তি। ফুটফুটে সন্তান নিয়ে নির্মল শান্তির সংসার করছিলে,কেন ক্ষনিকের সুখের মিথ্যে আশায় আরেকজনের দিকে হাত বাড়ালে.?
দেহের একটু শান্তির লোভকে সামলাতে পারোনি,এইজন্যে আল্লাহ তোমার দুনিয়াতেই শাস্তির ব্যাবস্থা করছেন আর আখেরাতের শাস্তি তো আছেই।
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সাথে একমত,পর্দাহীনতাই সমাজের সকল বেহায়াপনার কারন।
আমি আপনি চিন্তা করে যদিও কিছু হবেনা তবুও চোখের সামনে এসব দেখে কিছু না বলে কি থাকা যা.!
আপনার সাথে একমত।
এই জন্য আমার একটি খুদ্র প্রয়ষ http://www.facebook.com/sbarta2014
মন্তব্য করতে লগইন করুন