ভালোবাসার স্নিগ্ধ সুবাস

লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ১৩ মার্চ, ২০১৪, ১১:৫০:২৮ সকাল

-সুগন্ধ চেনো সুগন্ধ..??

কেমন হয় বলো তো..? জানি উদাহরন স্বরুপ পারফিউম,আতর ইত্যাদির নাম বলবে।

কিন্তু নিখাদ মমতা আর ভালোবাসারও যে সুবাস হয়,সেটা কখনো পেয়েছো..?

দাদী যখন আমাদের বাসায় আসেন,তখন মাঝেমাঝে সময় পেলে আমি দাদীর কাছে শুয়ে শুয়ে গল্প করি,পুরানো দিনের কথা শুনি। খুব ভালো লাগে। দাদি খুব পান খান,উনার মুখ কম সময়ই খালি থাকে। সাধারনত পানের একটা বিটকেল গন্ধ আছে,জর্দা দিয়ে খেলে সেটা আর পাওয়া যায়না।

দাদী জর্দা খান না,কিন্তু কখনো দাদীর শরীরের গন্ধটা আমার কাছে খারাপ লাগেনি,বরং খুব ভালো লাগে। কেমন যেন একটা স্নিগ্ধ সুবাস। খুব কাছে বসে গল্প করলে আমি ওই সুবাসটা উপভোগ করি।

কই! কোনোদিন তো দাদীকে স্নো,পাউডার,পারফিউম কিচ্ছু লাগাতে দেখলাম না..! তাহলে ওই সুবাসটা কিসের বলতে পারো..!?

-ওই সুবাসটা পরম মমতা আর স্নেহের। তার মনভরা আদর ওই সুবাস ব্যাপন করে।

ছোটবেলায় ঘুমানোর সময় মাকে জড়িয়ে ধরে মার বুকের ভেতর ঢুকে ঘুমোতাম। সারাদিন কাজ কর্ম করা ঘামশুকানো শরীর নিয়ে মা যখন আমাকে ঘুম পাড়াতো,

তখন আমি মার বুকের সুগন্ধ নিঃশ্বাসে গ্রহণ করতাম। অদ্ভুৎ একটা সুগন্ধ,বুক ভরে টেনে নিলেই ঘুম চলে আসতো। আমি তখন খুব বড় বড় করে নিঃশ্বাস নিতাম,প্রান ভরে। একদিন তো মা বলেই বসলো, কিরে এত জোরে নিঃশ্বাস নিস কেন..?

উত্তর দিয়েছিলাম, মা ! তোমার বুকের গন্ধটা না খুব ভালো লাগে তাই বেশী করে নিঃশ্বাস নেই। মা হেসে আমাকে আরো কাছে টেনে নিয়েছিলো।

মাকেও কখনো পারফিউম বা পাউডার ব্যবহার করতে দেখিনি,তাহলে ওই সুগন্ধটা কোথা থেকে আসতো বলতে পারো..??

-মার বুকটা তো ভালোবাসা আর মমতায় পূর্ন,ওই সুগন্ধটা সেই ভালোবাসার। তার প্রতিটা শ্বাসের সাথে ওই সুগন্ধ বেড়িয়ে আসে। সন্তানের জন্য মমতার সুগন্ধ।

নিখাদ ভালোবাসা আর মমতার সেই সুগন্ধটা কিন্তু সবাই পায়না। শুধু সে ই পায় যার জন্য ওই ভালোবাসা। আজ পর্যন্ত অনেক পারফিঊমের সুবাস নিয়েছি,কিন্তু মার আর দাদীর শরীরে পাওয়া অদ্ভুৎ সুন্দর ওই সুবাসটা আর কোথাও পাইনি।

সবাই বলে ভালোবাসা স্বর্গীয়। আমি বলি,তাহলে ভালোবাসার ওই সুগন্ধটাও স্বর্গ থেকেই আসে....

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191605
১৩ মার্চ ২০১৪ দুপুর ১২:০২
বিন হারুন লিখেছেন : "মার আর দাদীর শরীরে পাওয়া অদ্ভুৎ সুন্দর ওই সুবাসটা আর কোথাও পাইনি।" খুব ভাল লাগার মতো একটি লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ Rose
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৪৪
142806
অবুঝ ছেলে লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ..Happy
191609
১৩ মার্চ ২০১৪ দুপুর ১২:১৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৩৯
142792
অবুঝ ছেলে লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
191768
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৬
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল খুব।
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৪০
142793
অবুঝ ছেলে লিখেছেন : ভালো লেগেছে জনে খুশী হলাম।


191862
১৩ মার্চ ২০১৪ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : দারুন উপলব্ধি! সুন্দর লেখনী আর উপস্থাপনা৷ধন্যবাদ৷
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৪০
142797
অবুঝ ছেলে লিখেছেন : অনেক উৎসাহিত হলাম,ধন্যবাদ আপনাকেও Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File