তরুনদের নৈতিক অবক্ষয় এতোটাই : বোনের সাথে হাটলেও দ্বিধাবোধ জাগে.!!
লিখেছেন লিখেছেন অবুঝ ছেলে ১৮ নভেম্বর, ২০১৩, ১০:৪৫:৫৮ রাত
অসুস্থধারার বিনোদন আমাদের তরুন সমাজকে শেষ করে দিচ্ছে।
ওরা এখন দেশের বেহাল দশার কোনো খবর রাখেনা কিন্তু খেলাধূলা আর নায়ক-নায়িকার খবর নিজের চেয়েও বেশী রাখে।
বর্তমানে দেশের তরুন শ্রেনীর নৈতিক অবস্থা যে কতটা নিচে পৌছে গেছে সেদিনের একটা ঘটনা থেকেই বুঝতে পারলাম।
কয়েকদিন আগে আমার বড়বোন আমাদের বাসায় আসছিলো বেড়াতে। বিকালের দিকে আমাকে ফ্রি দেখে বললো,চল একটু বাজারে যেতে হবে।
আমার আবার বাজারের প্রতি এলার্জি আছে,তাই যেতে মন চাচ্ছিলো না কিন্তু কিছুক্ষন গাইগুই করে রাজি হতেই হলো, বড়বোন বলে কথা। ভাগিনাকে বাসায় রেখে দুজন রওয়ানা দিলাম। বাসা থেকে কিছুটা দূরে গিয়ে যানবাহন পাওয়া যায়। ওইটুকু রাস্তা এলাকার ভিতর দিয়ে হেটে যেতে হয়। তো দুজন হাটছিলাম,কিছুদূর যাওয়ার পর দেখি এলাকার কিছু উঠতি বয়সী ছেলে দাড়িয়ে আড্ডা দিচ্ছে ল্যাম্পপোষ্টের নিচে।
আমার বোনের মোবাইলটা ওর হাতে ছিলো।
ছেলেগুলোর কাছাকাছি পৌছাতেই একজনকে বলতে শুনলাম, "আপুর কাছ থেকে মোবাইলডা ধার নে কথা কওয়ার জন্য" , আরেকজন বললো, "আরে আপুটারেই নিয়া নে"...
কথাটা কানে যাওয়ার সাথে সাথে ব্রহ্মতালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রচন্ড রাগে জলে উঠলো আমার। আমার বোনও কথাটা শুনেছে,আমার চেহারা দেখে ও বুঝতে পারলো আমি কিছু করতে যাচ্ছি।
আমার হাত টেনে ধরে বললো, থাক ঝামেলা বাধাসনা।
শুনলাম না,কারন কিছু না বললে সাহস বেড়ে যাবে বেয়াদবগুলোর,আজ আমাদের সাথে করেছে কাল অন্য কারো সাথে করার ইন্ধন পাবে।
ঘুরে ওদের কাছে এসে দাড়ালাম,জিজ্ঞাস করলাম কে এ কথা বলেছে..?
ওদের মধ্যে একজন আমাকে চিনতো,সে ভয়ে বলে ফেললো কে বলেছে।
খুব অবাক হলাম ছেলেটাকে দেখে,আমার চেয়েও কমবয়সী, ওর বড়বোনের চেয়েও আমার বোন বড় হবে বয়সে..!!
এরপর ছেলেটাকে কি করেছিলাম সেটা লিখে পরিসর বড় না করাই ভালো। তবে বেশ কিছুদিন যাবত ওই ল্যাম্পপোষ্টের নিচে ওদের কে আর দেখিনা,এমনকি আশেপাশেও দেখিনা। ভাবছি একদিন খোজ নিবো,পেদানি খেয়ে এলাকা ছেড়ে পালিয়েছে কিনা।
বাড়িতে এসে ঘটনাটা চিন্তা করে খুব খারাপ লাগলো। যারা জাতির ভবিষ্যৎ কান্ডারী,যারা পিছিয়ে পড়া এই দেশটাকে সামনে এগিয়ে নেবে বলে সবাই আশায় থাকে,যারা সব অন্যায় অবিচার রুখে দিয়ে দেশ ও জনগনকে বাঁচাবে,তাদের একি অবস্থা আজ..!! তারা এতোটা অসচতেন কেন...?
আমি এর জন্য বিজাতীয় সংস্কৃতি আর বিনোদন কেই দায়ী করবো...
বিষয়: বিবিধ
২১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন