ইলিশ না পেয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত!

লিখেছেন লিখেছেন আব্দুল কুদ্দুছ ২১ আগস্ট, ২০১৩, ১২:৪৪:৩২ দুপুর



ভারতে ইলিশ রফতানি বন্ধের জেরেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে বুধবার প্রকাশিত ‘অ্যান আই ফর অ্যান আই: নো ওনিয়নস ফর ব্যানিং হিলসা’ শিরোনামের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এক বছর আগে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে। এর প্রতিবাদে সোমবার ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়।

‘পেঁয়াজ ছাড়া তরকারিই হবে বাংলাদেশের ওপর ভারতের নেয়া প্রতিশোধ’ বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনটিতে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য পঙ্কজ রায়ের বরাত দিয়ে বলা হয়েছে, ভারতে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া ইলিশ রফতানির তিক্ত অভিজ্ঞতাও ভারত ভোলেননি বলে হিন্দুস্তান টাইমসকে পঙ্কজ জানিয়েছেন।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১২ সালের জুলাই মাসে দেশের চাহিদা পূরণের লক্ষ্যে ভারতে ইলিশের রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার, যা এখন পর্যন্ত কার্যকর আছে।

ভারতের পেঁয়াজ রফতানিকারক প্রতিষ্ঠানের মালিক দেবাশীস সাহা হিন্দুস্তান টাইমসকে বলেন, “ভারত সরকার পেঁয়াজ রফতানির জন্য মূল্য নির্বারণ করে দিয়েছে। তাই আমরা কম মূল্যে পেঁয়াজ রফতানি করতে পারি না। স্থলবন্দরগুলোতে ট্রাক ট্রাক পেঁয়াজ রফতানির অপেক্ষায় রয়েছে। সেগুলো খুব শিরগিরই নষ্ট হয়ে যাবে। তাই রফতানিকারকরা দেশের বাজারে এগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছে। এর আগে বাংলাদেশে প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ রফতানি করা হতো। এখন তার মাত্র পাঁচ ভাগ পেঁয়াজ রফতানি করা হয়।”

ভারত থেকে পেঁয়াজ না পেয়ে বাংলাদেশ এখন মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির কথা ভাবছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File