কায়রোর মসজিদ ঘেরাও: নতুন গণহত্যার আশংকা
লিখেছেন লিখেছেন আব্দুল কুদ্দুছ ১৭ আগস্ট, ২০১৩, ০২:৩১:২০ দুপুর
১৭ আগস্ট (রেডিও তেহরান): মিশরের রাজধানী কায়রোর আল ফাতাহ্ মসজিদ আজ(শনিবার) ঘেরাও অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মিশরের সর্ববৃহত রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলেমিন এর আগে বলেছে, মসজিদ ঘেরাও করার মধ্য দিয়ে নিরাপত্তা বাহিনীর আরেকটি গণহত্যা চালানোর আশঙ্কা করা হচ্ছে।
এ মসজিদের ভেতর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির শত শত সমর্থক আটকা পড়েছেন। এর আগে, গতকাল নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ২০ ব্যক্তি লাশ এ মসজিদে রাখা হয়েছিল।
নিরাপত্তা বাহিনীর মদদপুষ্ট সশস্ত্র ব্যক্তিরা মসজিদে ঢোকার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়।
এদিকে আজ থেকে সাত দিনব্যাপী রাজপথে বিক্ষোভের জন্য এরআগে ডাক দিয়েছে মিশরের অভ্যুত্থান বিরোধী জোট। এ জোটের মুখপাত্র গিহাদ আল-হাদ্দাদ বলেছেন, এ সাতদিন মুরসির সমর্থকরা দৈনিক বিক্ষোভ করবে।
মিশরের রাজধানী কায়রোতে উত্তাল বিক্ষোভে এক পুলিশসহ অন্তত একশ’ ৩০ ব্যক্তি নিহত হওয়ার পর এ নতুন করে বিক্ষোভের ডাক দেয়া হলো।#
বিষয়: বিবিধ
৮৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন