পইড়া মুসলিম না কইরা মুসলিম!!!

লিখেছেন লিখেছেন আলীনূর ফাহাদ ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৪২:৩৬ রাত

সালাউদ্দিন আইউবি জিহাদের উদ্দেশ্যে তার আরমিতে যোগদানের জন্য জনগণ কে আহবান করলেন।

তার আহবানের সারা দিয়ে বেশ কিছু আলেম –ওলামা জিহাদ করার উদ্দেশ্যে সেই আরমিতে জোগদান করলেন।



কিন্তু এরপরী খবর আসল জে ক্রুসেডার রা অর্থাৎ শত্রু পক্ষ পুরো ইয়োরোপ থেকে বিশাল সৈন্য বহর নিয়ে প্রস্তুত হচ্ছে।

সেই সময় মুসলিমদের বিপক্ষে তিনটি বড় শক্তি যাদের ছিল আলাদা আলাদা শক্তি শালি আরমি । যা সেই সময় কার তিনজন বিখ্যাত রাজা রিজার্ড দ্যা লায়ন হার্ট, ফ্রান্স এর রাজা ফিলিপ এবং জারমানির রাজা ফেড্রিক দ্বারা পরিচালিত ছিল।

ফেড্রিক একাই প্রায় তিন লক্ষ সৈন্য বহর নিয়ে প্রস্তুত হয়ে ছিল। যখন এই খবরটা সেই সকল ওলামা দের কাছে আসল তারা জিহাদ না করেই সালাউদ্দিন আইউবির আরমি থেকে বেরিয়ে আসল। যদিয় তারা ইসলামের নিয়ম সম্পর্কে সম্পুর্নই অবগত ছিল। তারা জানত জে সেইসময় জিহাদ করাটাই হচ্ছে তাদের জন্য কর্তব্য। কিন্তু তারা ইসলামের নিয়ম না মেনে পিছিয়ে গিয়েছিল,

আল্লাহ বলেনঃ “আর আপনি তাদেরকে শুনিয়ে দিন, সে লোকের অবস্থা, যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে। আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভূক্ত হয়ে পড়েছে।

অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে। কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হল কুকুরের মত; যদি তাকে তাড়া কর তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হল সেসব লোকের উদাহরণ; যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব, আপনি বিবৃত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে।”[৭ঃ১৭৫-১৭৬]

এই কাহিনিটা সেই সব স্কলারদের বা আলেম ওলামাদের যারা ইসলামের রুলিং জানত কিন্তু তা তারা অনুশরন করে নি। কেন?

আল্লাহ বলেনঃ “কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল।”

আল্লাহ এই সকল মানুষকে কুকুরের সাথে তুলনা করেছেন।

তাই ব্যাপারটা হল শুধু ইসলামিক জ্ঞ্যান অর্জনই কিন্তু সফলতা নয় সেই জ্ঞ্যানকে প্রপার ইমপ্ল্রিমেন্ট করা হইল আসল কথা।

[মরালঃ শুধু পইড়া মুসলিম না হইয়া , কইরা মুসলিম হইতে হবে। সেইখানেই সার্থকতা।

আল্লাহ আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে যানার এবং সেই অনুযায়ী কাজ করার তৌফিক দেক।এবং সেই সবার নেক কাজকে কবুল করুক । আমিন]

join me on facebook

বিষয়: বিবিধ

২২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File