কথা সত্য!!! নাকি বলেন!!!

লিখেছেন লিখেছেন আলীনূর ফাহাদ ২৩ আগস্ট, ২০১৩, ০১:২৭:১০ দুপুর

গণতন্ত্র দিয়া ইসলাম প্রতিষ্ঠা করার সবপ্ন টা আমার কাছে এই সরকারের আমলে পদ্মা সেতুর নিচে বইশা ইলিশ মাছ ধরার মত মনে হয়।

ইসলাম এবং গণতন্ত্র সম্পূর্ন সাংঘরসিক। কি কথা শুইনাই চেইতা যান ক্যান রে ভাই, শুনেন ইসলাম সম্পূর্ন একটা জীবন ব্যাবস্থা দিয়েছে আর গণতন্ত্র ও সম্পুর্ন ভিন্ন একটি জীবন ব্যাবস্থা।

এর উপর শেইখ মাকদিসির একটা বই আছে। বইটির নাম Democracy a religion । নিচে বইটার লিঙ্ক দিয়ে দিলাম।

Democracy a religion

[বিঃদ্রঃ এই লেখাটার কারন হইল কিছু মুসলিম ভাইদের দেখলাম সম্প্রতি ইলেক্সনে বি এন পি জেতায় অথবা আওয়ামিলিগের হারে বেজায় খুশি।

খুশি হইলে কোন সমস্যা নাই কিন্তু বুঝা জাইতেসে তারা গণতান্ত্রিক ইলেক্সনে বি এন পি কেই ভোট টা দিবে। তাতেও সমস্যা নাই।

কিন্তু কথা হইল ভাইজান আপনি যদি ইসলাম কায়েমের চিন্তা কইরা বি এন পি বা এদের শরিক কে ভোট দেন । এতে গণতন্ত্র জয় লাভ করবে কিন্তু ইসলাম আর কায়েম হইব না।

আধা গ্লাস মদের মধ্যে বেশি কইরা যম জমের পানি মিশাইলে কি মদ পবিত্র হইয়া যায়?? আর বিসমিল্লাহ বইলা সেই জিনিস মুখে দেওয়া তো অনেক দুরের কথা । নাকি বলেন। ]

join me on facebook

বিষয়: রাজনীতি

১৪৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File