কাঠুরিয়া এবং একটি বাড়ি।
লিখেছেন লিখেছেন আলীনূর ফাহাদ ২২ আগস্ট, ২০১৩, ১২:৫৭:৪৮ রাত
একটা গল্প মনে পরল কোথায় যেন পড়েছিলাম। অনেক দিন আগের কথা এক দরিদ্র কাঠুরিয়া বেশ সুন্দর ও নিখুত ভাবে কাঠের কাজ করত। কাঠ এর বাড়ি তৈরি করায় তার জুরি নেই।
অনেক বছর সে একজন মালিকের সাথেই কাজ করছিল। একটা সময় এসে সে ভাবলো বয়স হয়েছে এখন কাজ ছেরে দিয়ে অবশর নেবে। মালিক কে এই কথা জানাল। কাঠুরিয়ার অবসর নেয়ার কথা শুনে মালিকের মন কিঞ্চিত খারাপ হলেও সে তার সিদ্ধান্ত মেনে নিল।
কিন্তু মালিক কাঠুরিয়াকে বললঃ “তুমি অবসর নেয়ার আগে আমার একটা কাজ করতে হবে।”
কাঠুরিয়া বললঃ কি কাজ?
মালিকঃ তুমি তো আমাকে অনেক সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে দিয়েছ এই জীবনে। এই বার অবসর নেয়ার আগে শেষ বারের মত আরেকটা বাড়ি তৈরি করে দিয়ে তারপর অবসর নাও
কাঠুরিয়ার বললঃ ঠিক আছে।
তাকে মালিক কোথায় বাড়িটা হবে সেই জায়গা দেখিয়ে দিয়ে বাড়ি তৈরির সরঞ্জাম এনে দিল। সে বাড়ি তৈরির কাজ শুরু করল। কিন্তু তার মাথায় ঘুরতে থাকল অবসরের চিন্তা।
যেহেতু কথা দিয়েছে তাই কোন রকম দ্রুত যাচ্ছে তাই ভাবে বাড়ি তৈরির কাজটি সম্পাদন করল। তার অবসর নেয়ার তারায় এই কাজটা খুব বাজে হয়ে গেছে। সে তার মালিক কে এনে কাঠের বাড়ি টা দেখালো।
মালিক কাঠুরিয়াকে অবাক করে দিয়ে তার তৈরি এই বাড়িটার চাবি কাঠুরিয়ার হাতে দিয়ে বললঃ “ধন্যবাদ এই বাড়িটা আমি তৈরি করতে বলেছি। তোমাকে উপহার দেয়ার জন্যে। এতো দিন তুমি আমার সাথে কাজ করেছ তাই এই বাড়িটা আমার পক্ষ থেকে তোমার অবসর জীবন উদজাপনের জন্যে উপহার।”
কাঠুরিয়ার মাথায় হাত , হায়! যদি জানতাম নিজের বাড়ি তৈরি করছি তাহলে কতই না যত্ন নিয়ে তৈরি করতাম। হায়! যদি একবার বুঝতে পারতাম।
[বিঃদ্রঃ কাঠুরিয়ার মত আমরাও কি সামান্য অবসরের চিন্তায় এখানে সময় নষ্ট করে পরকালে নিজেদের ঘর তৈরিতে গাফলতি করছি না? হায় যদি একবার বুঝতে পারতাম। ]
facebook
বিষয়: বিবিধ
২০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন