এই ব্লগে লিখতে গিয়ে কিছু প্রবলেম ফেইস করছি কেউ কি হেল্প করতে পারেন।
লিখেছেন লিখেছেন আলীনূর ফাহাদ ২১ আগস্ট, ২০১৩, ০৭:২৯:৩১ সন্ধ্যা
১, কোন মন্তব্য বা প্রতি মন্তব্য করতে পারছি না। ব্লগ টিউটরিয়ালে লেখা আছে রেপ্লাই বাটনে প্রেস করে প্রতি মন্তব্য করা যায়। কিন্তু আফসোস কোন রিপ্লাই বাটনই খুজে পেলাম না।
২, কালকে একটা ব্লগ লিখেছিলাম বাংলাদেশ দারুল হারব না দারুল সিল্ম সেই লেখাটাও খুযে পাচ্ছি না। হঠাৎ করে একটা ব্লগ গায়েব হয়ে যাওয়ার মত এই ভৌতিক কারন ঠিক বুঝতে পারলাম না।
৩, এছাড়াও আমার মন্তব্য করার বা মন্তব্যের জবাব দেওয়ার কোন জায়গা পাচ্ছি না।
অদ্ভুৎ ব্যাপার কাউকে ধন্যবাদ পর্যন্ত দিতে পারছি না। দয়া করে জানাবেন কি করা যায়।
ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১৭০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন