সিন্থিইয়ার মা এবং রুপশির মায়ের কথপকথন । বিষয়ঃ ঐশি
লিখেছেন লিখেছেন আলীনূর ফাহাদ ১৯ আগস্ট, ২০১৩, ০২:৪৪:০৭ রাত
সিন্থিয়ার মা আর রুপশির মা চা খেতে খেতে গল্প করছে।
রুপশির মাঃ ভাবি শুনসেন ঐশি মেয়েটার কথা!!
সিন্থিয়ার মাঃ হ্যা ভাবি !! আজকাল কি যে অবস্থা হয়েছে মেয়েগুলোর ।
রুপশির মাঃ আসলে বাবা মার মধ্যেই প্রবলেম ছিল ভাবি বুঝলেন। ঠিক মত কেয়ার নেয় নি মেয়েটার। যার তার সাথে মিশে নষ্ট হয়ে গেছে।
সিন্থিয়ার মাঃ হ্যা ভাবি সেটাই। এই ঘটনার পর আমিও আমার মেয়েকে বলে দিয়েছি যে বদরুল আর কুদরত ছাড়া আর কোন ছেলে বন্ধু বাসায় এলাউড না।
রুপশির মাঃ আমি তো ভাবি আগে থেকেই টাইট দিচ্ছি। সোহরাব , বদি এবং আবুল এই তিনজন ছেলে বন্ধু ছাড়া আমি আর কাউকেই বাসায় কখনই এলাউ করি না। এই বার ঈদ শপিং এ আমার মেয়ে সানি লিওন ড্রেস কেনার বায়না ধরল, আমি দেইনি বলেছি আশিকি ২ কেনো কিন্তু সানি লিওন কিনতে পারবা না। ঠিক করেছি না ভাবি।
সিন্থিয়ার মা(একটু মোচর দিয়ে)ঃ ইয়ে মানে...
রুপশির মা(এতক্ষন খেয়াল করে নি এবার চায়ের কাপ রাখতে রাখতে অবাক হয়ে সিন্থিয়ার মায়ের দিকে তাকিয়ে) ভাবি আপনার পরনের ড্রেসটা... (সিন্থিয়ার মায়ের গায়ে পরনে সানি লিওন ড্রেস!!!)
সিন্থিয়ার মা(একটু লজ্জা পেয়ে , সদ্য পার্লার থেকে কেটে আসা দিপিকা স্টাইল চুলটাকে আলতো করে উপরে তুলে বলল ) ইয়ে মানে... নেন ভাবি... মুরি খান !!!
[মরালঃ মুরির মধ্যে ভাইটামিন আসে। ]
[বিঃদ্রঃ ঐশির মত মেয়েরাই প্রমান করছে যে ইসলামের সেই বরবর যুগকে পিছে ফেলে এই অঞ্চলের মানুষ অনেক এগিয়ে যাচ্ছে। ইসলামের বরবর যুগ ছেরে যতই সভ্য হবেন ততই ঐশির মত ছেলে মেয়ে রা জন্ম নেবে আর তাদের লালন পালনের ভার পরবে সিন্থিয়ার মা এবং রুপশির মাদের ওপর।
আমি ঐশি মেয়েটাকে দোষ দেই না।মেয়েটা একটু বেশি করে ফেলেছে। আর এর জন্যে ভুগতেও হবে তাকে। কিন্তু , আপনারা যারা ইসলামকে ছুড়ে ফেলে আধুনিক হয়েছেন তাদের বাসার কি অবস্থা? নিজের ঘরের ঐশির জন্যে কি চিন্তা করেছেন??]
facebook
বিষয়: বিবিধ
২০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন