মুসলিমদের মধ্যযুগীয় বর্বরতা

লিখেছেন লিখেছেন আলীনূর ফাহাদ ১৬ আগস্ট, ২০১৩, ০৮:১০:০৯ রাত

মধ্য যুগে মুসলিমরা কি পরিমান বর বর ছিল তার একটা নজির আপনাদের সামনে পেশ করছি। মধ্যযুগে পৃথিবীর সর্বপ্রথম দিকের বিশ্ববিদ্যালয় (University) গুলোর মধ্যে অন্যতম হোল আল-কারাউইইন (Al-Qarawiyin) বিশ্ববিদ্যালয় যা মরোক্কোর ফেজ এ অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ৮৪১ খ্রিষ্টাব্দে ফাতিমা-আল-ফিহরি নামে এক তরুনি তৈরি করেছিলেন। কারাউইইন (Al-Qarawiyin) একই সাথে মসজিদ এবং বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি করা হয়। এর প্রতিষ্ঠাতা ফাতিমা-আল-ফিহিরি ছিলেন একজন মেধাবি, শিক্ষিত এবং ধার্মিক নারী। তিনি কেমন ধার্মিক ছিলেন তার একটা উদাহরন দেই। এটি তৈরি করার সময়কালে তিনি নফল রোজা রাখা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং গুলো সম্পুর্ন তৈরি হওয়া পর্যন্ত। এখানে যে সব বিষয় পড়ানো হত তার মধ্যে বিশেষ গুলো হল-

Quran and theology, law, arithmetic, geography, medicine etc. এছারাও আরো কিছু বিষয় পড়ানো হত যেমনঃ Grammar, Muslim History, Element of Chemistry and Mathematics.

বিঃদ্রঃ দেখছেন নাকি মুসলিমদের মধ্য যুগিয় বর্বরতা। ফাতিমা-আল-ফিহিরি এর মত তরুনি একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে ফেলেছে। ছিঃ এইটা কি মেনে নেয়া যায়। আমরা এখন পশ্চিমা সভ্যতাকে গ্রহন করে আধুনিক হয়েছি। আমাদের মেয়েরা এখন আধুনিক। তারা এখম মিনি স্কার্ট পরে মঞ্ছে ছেলেদের সামনে তাদের দেহ অবয়ব দেখিয়ে তাদের স্বাধীনতা উতজাপন করে। বিশ্ববিদ্যালয় তৈরির মত এত বরবর কাজ কি এই যুগের এত স্বাধীন নারিরা করতে পারে বলেন?

বিষয়: বিবিধ

২২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File