লোভের অবসম্ভাবি পরিনাম
লিখেছেন লিখেছেন নতুন কবি ২২ আগস্ট, ২০১৩, ০১:২৭:৫৫ রাত
একদা ইসা চলিলেন যবে লয়ে তিন সাথী তাঁর,
পথেতে সহসা গেল তারা থামি দেখে এক ইট সোনার,
ইসা কহিলেন ছুয়োনা এ ধন,জানিনা এর মালিক কে জন।
লোভ করিওনা এ বস্তুতে ফেলতে মোদের পারে বিপদে।
এ কথা কহিয়া ইসা চলিলেন সম্মুখ পথের পানে ,
পাছে রহিল তিন সহচর সোনার ইটের টানে।
তিন জনেতে বুদ্ধি করিয়া ইটখানা নিল থলেতে ভরিয়া
চলিতে চলিতে তারা তফাতে সরিয়া
বিশ্রামের লাগি গেল যে থামিয়া।
ইসা লইলেন তফাতে বিশ্রাম স্মরিতে নিজ প্রভুরই নাম
এইদিকে তার তিন সাথীতে ইট লয়ে বসে ভাগ করিতে।
এক সাথী গেল খাবার যোগাতে,বাকি দুই বসে হায়,
যুক্তি করিছে মারিবে তাহারে, নির্জন নিরালায়।
পাছে ভাবে তারা একজন কমিলে সংখ্যায়,
ইটের ভাগে লাভবান হয়,যদি দুই ভাগ হয়।
তৃতীয় জন খাবার নিয়া ফিরিয়া আসিল যখন,
দুই সাথী মিলে লোভেরি তরে,হত্যা করিল তাদেরই সাথীরে।
মৃত সাথীর আনীত খাবার,দুই সাথী মিলে করিল সাবার,
ক্ষণকাল পরে ইসা আসিলেন,খুজিতে তিন সাথী তাহার।
দেখিলেন হেথা পরিয়া আছে মৃত তিন দেহাকার,
মাঝখানেতে পরিয়া আছে,একখানি ইট সোনার।
বিষ মাখানো খাবার খাইয়া,দুই সাথী মিলে পরে লুটাইয়া,
অকালেতে হায় তিনটি জীবন,লোভেরি কারণে আনিল মরণ।
বিষয়: Contest_mother
১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন