সংস্কারপন্থী আমি....

লিখেছেন লিখেছেন নতুন কবি ১৯ আগস্ট, ২০১৩, ০১:৩২:৪৩ রাত

নগ্নপায়ে দম বাজিয়ে ,শক্তিটাকে মুঠোয় পুরে ,

জ্ঞানের শানিত অস্ত্র ধরে,সংকল্পের ব্যানার নিয়ে,

রুদ্ধশ্বাসে উর্ধমুখী,তপ্তপথে ছন্দ তুলে,

সংস্কারের আশা বুকে,"লা ইলাহা" ধ্বনিত মুখে।

সন্তুষ্টির পরম সুখে,চলছি অবিরাম যাত্রাপথে।

ফুলেরবাগে দুলছি মোরা,সদ্য ফোটা ফুলের ন্যায়,

আলোকিত করব জগত,সুবাস ছড়াবো বিশ্বময়।

কালের স্রোতে গা ভাসিয়ে আমরা কভু চলবনা,

বাতিলের তরে বাতিলের দলে আমরা কখনো ভিরবনা। Wave

বিষয়: সাহিত্য

১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File