মিথ্যা বলার প্রতিষ্ঠিত অধিকার!
লিখেছেন লিখেছেন নতুন কবি ১৮ আগস্ট, ২০১৩, ০২:১০:৩৯ রাত
জনাব জাফর ইকবাল,সম্প্রতি আপনার একটা লেখায় মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার যে আস্ফালন দেখলাম,তাতে শুধু বলতে চাই মিথ্যা প্রতিষ্ঠিত। নতুন করে আর প্রতিষ্ঠিত হওয়ার কিছু নেই।
এবং আপনি যে গণমাধ্যম থেকে সংবাদ আহরণ করে থাকেন তা মিথ্যায় জর্জরিত কলুষিত। দেখুন তার এক নমুনা,
মিডিয়া কতটা কলুষিত হয়ে আছে তা যারা বিটিভির দর্শক, কখনই বুঝতে পারবেনা।
আপনি আমারদেশ এরসাংবাদিকতা নিয়ে প্রশ্ন করলেন,কিন্তু এই আমারদেশ আজকে সেই সংবাদ না ছাপালে জাতি কখনই জানতনা,যে আমার দেশের বিচারপতিগণ "সরকার একটা রায় চায়" এই মর্মে কাজ করে থাকেন। তা ছাড়া সাংবাদিকদের কাজ হলো খবর দেয়া,তাতে কার কান কাটা গেল আর কার নাক কাটা গেল,সে দায়িত্ব সাংবাদিকের নয়। আজকে মাহমুদুর রহমানদের জাতির বড় প্রয়োজন।
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন