লোকটি মরে গিয়ে ব্যবসার কাঁচামাল হয়ে গেল !!

লিখেছেন লিখেছেন পথ হারা পথিক ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:৪৩:১১ রাত



27.01.2014

সম্ভবত বিকাল তিনটার দিকে বাসা থেকে সাইকেল নিয়ে বের হলেন ছাদেক (আসল নাম না)। টিউশুনি করার জন্য যাচ্ছেন নাওতলা (নোয়াখালী জেলার সোনাইমুড়ীর) মুন্সী বাড়িতে ।টিউশুনি করা ছাড়া তার কোন উপায়ই নাই।তার মতো কিছু মানুষ আছে যাদেরকে টিউশুনি করেই চলতে হয় । নিজের বাড়িভিটা সব বিক্রি করে মাকে ফেলে স্ত্রী সন্তান নিয়ে চলে এসেছেন সোনাইমুড়ীর টপে ।এখানে একটি বেসরকারী স্কুলে চাকরি করেন কিন্তু তাতে তার তিন মেয়েসহ পাঁচ সদস্যের সংসার চলেনা ।অভাগার স্ত্রীটা খুব একটা ভাল না ।যে স্ত্রীর কথা মতো মাকে ফেলে আসলেন সেই স্ত্রীই তাকে কষ্ট দেয়, দুবেলা ঠিক মত খেতেও দেয় না ।আর এজন্যই টিউশুনি ।যাক সেসব কথা ।সাইকেল চালিয়ে চলে এলেন মুন্সী বাড়ির কাছাকাছি ।বাড়ির রাস্তায় ঢুকতে যাবেন ঠিক এমন সময় কুমিল্লা থেকে আগত উপকুল নামের দানব বাস তাকে তার সাইকেলসহ বাড়ি মেরে চলে গেল ।রাস্তার পশ্চিমে বালু রাখা ছিল সেখানে গিয়ে পড়ে গেল ।ব্যহিকভাবে কিছু হল না এমন কি একটু কক্ত ও বের হলো না কিন্তু ভেতরের সব গুড়া গুড়া হয়ে গেল।মুন্সী বাড়ীরই একজন দেখে তাকে সোনাইমুড়ী জেনারেল হাসপাতালে পাঠালে কর্মরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে ।এত বড় একটা র্দূঘটনা হলো কিন্তু তার আত্নীয়দের কেউ আসল না ।আসবেই বা কে ? সব চেয়ে নিকটাত্বীয় মাকে তো ফেলে চলে এসেছেন তার আরেক আত্বীয়ার বাড়িতে । গেল তার মৃত্যুর ঘটনা ।সব থেকে দুঃখজনক এর পরের ঘটনা।কিছু লোক একত্রিত হল উপকূলের অন্য গাড়ি ভাঙার জন্য আরো কিছু লোক গেল চৌরাস্তায় দণ্ডায়মান গাড়ির ভেতরে দালালী করার জন্য ।তারা কন্টাক্ট করল গাড়ির সুপারভাইজারের সাথে ।তারা গাড়ি পার করে দিবে বিনিময়ে টাকা ।একদল টাকা নিয়ে গাড়ি পার করে দিল আরেক দল ইট মেরে হাজার হাজার টাকার গ্লাস ভেঙে দিল ।অনেক সময় দেখা যায় যে কোন এক্সিডেন্ট হলে কেউ তাকে বাঁচাতে যায় আবার কেউ যায় মৃত্যের পকেট চেক করতে আর গাঁটি চেক করতে ।ব্যাস টাকা ,মোবাইল অথবা দামী যাই পাক না কেনো সেটা সোঁজা ভোগে।এটাই কি মানবতার সেবা ? এজন্যই বলা হয় ,কারো পৌষমাস কারো সর্বনাশ ।

সেইসবুকে আমি @[176825309166177:] http://www.facebook.com/md.y.ali921

বিষয়: সাহিত্য

১৪৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168746
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০১
পথ হারা পথিক লিখেছেন : Frustrated
168747
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০৩
পথ হারা পথিক লিখেছেন :
168748
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:০৫
পথ হারা পথিক লিখেছেন : I Don't Want To See

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File