মিশরে আর কত লাশ চাই

লিখেছেন লিখেছেন পথ হারা পথিক ১৮ আগস্ট, ২০১৩, ১০:৫২:৩৫ রাত

মিশরে লাশের পরলাশ। গুলিবিদ্ধ লাশ। বুলেটে চোখসহ মাথার একাংশ উড়ে যাওয়া লাশ। পেটে গুলিবিদ্ধ লাশ। বুকে গুলিবিদ্ধ লাশ। রক্তের মধ্যে শুইয়ে রাখা লাশ। কাতারে কাতারে সাজানো লাশ। তার মধ্যে নিষ্প্রাণ দেহে স্যালাইন পুশ করে বাঁচানোর প্রাণান্ত চেষ্টা হচ্ছে। নিমীলিত চোখে, ঘোলাটে চোখে তাকিয়ে আছেন কেউ কেউ। কেউ বা তার পরিণতি জেনে হাত বাড়িয়ে চোখ বন্ধ করে দিচ্ছেন। এসব দৃশ্য দেখে আহাজারি করছেন তার সন্তান, স্বজনরা। তাদের বুকফাটাচিৎকারে প্রকম্পিত হচ্ছে মিশরের আকাশ-বাতাস। শুক্রবার সেনাবাহিনী, পুলিশের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের লড়াইয়ের পর এমনই চিত্র সেখানে। রক্তপাতের একদিন পর গতকালও সেখানে ছিল টান টান উত্তেজনা। রাজধানী কায়রোতে ফাতেহ মসজিদে অবরুদ্ধ হয়ে পড়েছেন বিপুল সংখ্যক মানুষ। তাদের চারদিক থেকে ঘিরে রাখে সেনাবাহিনী। ওই মসজিদে অবরুদ্ধ জনতার ওপর গুলি ছুড়েছে সেনারা। তবে নতুন করে মসজিদে এ হামলার ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। তবে শুক্রবার থেকে গত ২৪ঘন্টায় মিশরে কমপক্ষে ১৭৩ জন নিহত হয়েছেন।

বিষয়: আন্তর্জাতিক

১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File