আমি এক নষ্টা সাংবাদিক !
লিখেছেন লিখেছেন সৈয়দ সাহিল ১২ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:০৬:৩৫ রাত
সাংবাদিকরা যদি জাতির বিবেক হয় তাহলে আমি কোন ধরণের সাংবাদিক? যে সাংবাদিক নিজের শিকর নিয়ে চিনিমিনি খেলে। আমি এমন একজন সাংবাদিক যে, কোনটা সংবাদ আর কোনটা সংবাদ না সেটা বিবেচনা করার চিন্তা শক্তি নেই আমার। যদি সাংবাদিকতা একটি পবিত্র পেশা হয় তাহলে আমি একজন নষ্টা সাংবাদিক !
পৃথিবীতে অনেক হলুদ সাংবাদিক রয়েছেন যাদের মেয়াদ ছিল অতি অল্প। একদিন হয়তো পালাবার পথ খুজে পাওয়া যাবে না। তাই আসুন এসব হলুদ সাংবাদিকতা থেকে মুক্তির পথ খুজি।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন