Marie de Paris মেজেদা ইন্টার প্রাইজ এর উদ্যুগে শিক্ষা সফর।
লিখেছেন লিখেছেন সৈয়দ সাহিল ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:৫৪:৪২ রাত
গত কাল ৩ সেপ্টেম্বর Marie de Paris মেজেদা ইন্টার প্রাইজ এর উদ্যুগে এক শিক্ষা সফর আয়োজন করে। এ শিক্ষা সফরে দেলফা A এর শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। দেলফা A হচ্ছে ফরাসি ভাষার উপর দক্ষতার বিষয়। এ বিষয়ের উপর অনেক শিক্ষার্থীরা পড়াশুনা করতেছেন। তাদের ভিতর উল্লেখহ হল ইজিপসিয়ান, পাকিস্তানি, আফ্রিকান, ছায়নিচ, আলজেরিয়ান ও বাংলাদেশী হিসেবে শিক্ষার্থী ছিলেন সূয়াইল আহমেদ সুহেল। প্যারিস সময় সকাল ১১ টায় শিক্ষা সফর এর উদ্দেশে রওয়ানা হন শিক্ষার্থীরা UNE SAISON DANS LES JARDINS PARK এ। এক ঘণ্টা সময় ব্যয় করার পর পার্ক এ পৌঁছে সবাই। পার্কটি ছিল যান্ত্রিক শহর থেকে একটু ভিন্ন। শিক্ষার্থীরা কয়েক ঘণ্টার জন্য হলেও ছিলেন একটু ভিন্ন এক মনুরম পরিবেশে। যেখানে ছিল হাজার হাজার বছরের পুরনো গাছ। ছিল গভীর জংগল যা দেখে মনেই হবে না যে কৃএিম ভাবে তৈরি করা। ছিল ময়ূর, বিভিন্ন দেশ থেকে আনা বিভিন্ন ধরনের ফুল ও গাছের চারা। পোর পার্ক জুড়ে ছিল নিরাপত্তা কর্মীরা। উল্লেকযোগ্য বিষয় শিক্ষা সফরটি দেলফা A এর একটি অংশ ও ফরাসী সংস্কৃতি।
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন