বাংলাদেশে মানবাধিকার লংঙ্ঘন !! জনগনের নিরাপত্তা !!আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি !!

লিখেছেন লিখেছেন সৈয়দ সাহিল ১৪ আগস্ট, ২০১৩, ০৩:৫৯:০১ রাত

সৈয়দ সাহিলঃ বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই আইন শৃঙ্খলা পরিস্থির অবনতি, রাজনৈতিক সহিষ্ণুতা, মানবাধিকার লংঙ্ঘন, হত্যা খুন,গুম, সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধিসহ সাধারণ জনগনের জীবনের নিরাপত্তা চরম অবনতির দিকে দাবিত হচ্ছে। রাজনৈতিক চাপাকলের মাঝে হরতালের কার্যক্রম বেড়ে চলছে। জনগনের যান মালের নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গত কয়েক দিনে বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা হরতালে দেশের অর্থনৈতিক চাকা মনতর গতিতে চলছে। ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটেছে। ২০১২ সালে বাংলাদেশে বিরোধী দলকে দমনের উদ্দ্যেশে প্রায় লক্ষাধিক নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া কেউ কেউ দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গত এক বছরে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লংঙ্ঘন হয়েছে। এসবের মাঝে বি,এন,পির নেতাা এম ইলিয়াস আলী গুম ও হরতালে বিশ্বজিতের হত্যা অন্যতম। আজও ইলিয়াস আলীকে মৃত বা জীবিত উদ্বার করা সম্বব হয়নী। এছাড়া বিশ্বজিতকে হরতাল চলাকালে সরকার দলের সন্ত্রাসীরা জন সম্মুখে তাকে অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে । তার দেহে চার ধরনের অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গেছে। ডান হাতের বাহুর পেছনের দিকে ধারালো অস্ত্রের ৬-৭ টি আঘাত পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে সাকিলের হাতে থাকা চাপাতির উপযুপুরি কুপের কারণেই গভীর ক্ষতের সৃষ্টি হয়। এ ছাড়া পিঠে ছুরির আঘাতের চিহ্ন ধরা পড়েছে। এর বাইরে বিশ্বজিতের কোমর,পিঠ, পা ও মাথায় ছোট বড় ১০-১২টি ক্ষত চিহ্ন পাওয়া গেছে । দু’ হাতের একাধিক আঙ্গুলে কাটা দাগ ছিল। এ হত্যা কান্ড জাতির বিবেককে ব্যাপক নাড়া হয়। অন্য দিকে নবীগঞ্জে তরুণ সাংবাদিক জুনাইদ আহমদ জুনেদ (৩০) এর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ। গত ১৬ই ডিসেম্বর রেললাইনের ওপর পরে থাকা ২০ টুকরো লাশ উদ্ধার করা হয়। নাটোরের গুরুদাসপুরের আলমপুরে গাছ থেকে আমপাড়ার ঘটনায় এক বৃদ্ধ মহিলাকে গাছে বেধে নির্যাতন করা হয়। ২৪ নভেম্বর তাজরীন কলকারখানায় ১১১ শ্রমিকের প্রাণহানি ঘটে। ২০ ডিসেম্বর র্যাইবের সঙ্গে বন্দুক যুদ্ধে নদীর ত্রাস জলদস্য নিজাম বাহিনীর প্রধান নিজাম উদ্দিন (৩৫) নিহত হয়েছে। শাহবাজপুর উপজেলার ছোট মহাবাজপুর গ্রামে আব্দুল্লা শিমুল (১২) স্কুল ছাত্রকে পিটিয়ে ও মাথা থেতলিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। ঢাকায় দুই লক্ষ টাকার জন্য অপহরণের মাধ্যমে জীবন দিল আরাফাত (৮)। বরগুনার সাংবাদিক আবু জাফর মো: ছালেহর উপর হামলা ও হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ সব ঘটনায় মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ডঃ মিজানুর রহমানের সাথে আলাপকালে জানান-এদেশে শত শত মানবাধিকার লংঙ্ঘন হচ্ছে। আমরা মানবাধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। তবে পরিপুর্ণ সফলতার জন্য রাষ্ট্র ও সরকার এগিয়ে আসতে হবে। তা না হলে আইনের প্রতি মানুষের শ্রদ্বা কমে যাবে। তাই দেশ ও জাতির অগ্রগতির জন্য আইন-শৃঙ্খলার উন্নতি করতে হবে।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File