ব্লগের স্রষ্টা ও ইতিকথা

লিখেছেন লিখেছেন জাহিদ_জিহান ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:১৮:০৫ সকাল



আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি ভালো। আমিও আপনাদের দোয়া ও খোদার বিশেষ মেহেরবানীতে ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো সম্প্রতি সময়ে সবচেয়ে পরিচিত শব্দ ব্লগ নিয়ে কিছু। আজ আমি আপনাদের সেই ব্লগ সম্পর্কে কিছু ইতিহাস ও প্রথম ব্লগার সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করবো। লেখাটি ছোট হলেও আপনাদের উপকারে আসবে মনে করে শেয়ার করছি। লেখাটি এর আগে টেকস্পেটে আমার ব্লগে প্রকাশিত হয়েছে। তাহলে শুরু করা যাক........



jorn barger যিনি পার্সোনাল ব্লগিং শুরু করেছিলেন ১৯৯৪ সালে। সাধারণত তিনিই ব্লগিং এর ইতিহাসে সবচেয়ে পুরানো ব্লগার। ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর সর্বপ্রথম web log শব্দটির ব্যবহার শুরু হয়। এদিন jorn barger নামে ঐ মার্কিনী বিশেষজ্ঞটি তার নিজ ওয়েব সাইটে এই শব্দটির উদ্ভাবন করেন। পরবর্তীতে ১৯৯৯ সালের মার্চ-এপ্রিলের দিকে Peter merholz, যিনি তার নিজস্ব ব্লগ peter.com এ এক রকম কৌতুহলবশত web log শব্দটিকে ভাগ করে blog বলেন। তারপর থেকেই ব্লগ শব্দটির ব্যবহার বেড়ে যায়। Evan williams নামক এক ব্যক্তি শব্দটিকে যথাক্রমে “বিশেষ্য ও ক্রিয়াপদ” দু’ভাবেই কাজে লাগিয়ে তিনিই প্রথম ব্লগার শব্দটি সৃষ্টি করেন।

ধন্যবাদ সাবাইকে লেখাটি পড়ে ভালো লাগলে দয়া করে মতামত জানায়েন।

আর ফেইসবুকে আমার সাথে এড হতে ক্লিক করুন এখানে

টেকস্পেটে লেখাটি পেতে ক্লিক করুন এখানে

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File