বাংলাদেশ ফ্রিলেন্সীং ও ফ্রিলেন্সারদের পাওয়া

লিখেছেন লিখেছেন জাহিদ_জিহান ২১ আগস্ট, ২০১৩, ০৯:৩৫:১৬ সকাল



ফ্রীলেন্সীং বর্তমানে এটি বিশ্বের একটি জনপ্রিয় ক্যারিয়ার। আর বাংলাদেশের ফ্রীলেন্সাররা ক্রমাগত উন্নতি সাধন করছে ফ্রীলেন্সীং বিষয়ে। আর এটি দেশের জন্য যেমনি একটি গর্ভের বিষয় তেমনি দেশে বিদেশের অর্থায়নের একটি অন্যতম মাধ্যমও। দেশে বিদেশের অর্থায়নের অন্যান্য মাধ্যম গুলোর মত এটিকে অত্যান্ত গুরুত্ব সহকারে দেখা এবং ফ্রীল্যান্সারদেরকে গুরুত্ব দেয়া অত্যান্ত প্রয়োজন। কারণ দেশ ডিজিটাল করবে তারাই শুধু দেশ ডিজিটাল করব ডিজিটাল করব বললে হবে না, ডিজিটাল করতে কাজ করতে হবে আর বিশ্বের সাথে তাল মিলিয়ে এই ক্যারিয়ারগুলো গঠন করতে হবে।

কিন্তু আমাদের দেশ আমাদের যা দিচ্ছে!! কচ্ছপ গতির ইন্টারনেট। একটা পেইজ লোড দিয়ে তাকিয়ে থেকে চিন্তা করতে হয়। হাইরে নেট গতি।



সামনে ইন্টরনেট গতির সাথে জীবনের গতিটাও মিশে যাবে তাই আগ থেকে এই বিষয়ে একটিবিস্ট হতে হবে সবাইকে।

প্রথমত- নেটওয়ার্কের মান বাড়াতে হবে

অতপর- ইন্টারনেট দাম সহজলভ্য করতে হবে

অতপর- যারা এই বিষয়ে আগ্রহি তাদেরকে সেই বিষয়ে যথাযত যোগ্যতাবাণ বানানো।

কিন্তু আমাদের দেশ তাতে কতটুকু মূল্যয়ন করছে। বিনিময়ে তারা পাচ্ছে কচ্ছপ গতির ইন্টারনেট আর ডাইমন্ট মূল্যের ডাটা। দেশ ডিজিটাল হবে ডিজিটাল হওয়ার পথ বন্ধ করে নিয়মিত খাল কেঠে কমির আনার মতই অসম্ভব।

বিষয়: আন্তর্জাতিক

১৪৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File