পৃথিবীতে সুখ আর দু:খ বলতে কিছুই নেই সবই একটা মন

লিখেছেন লিখেছেন জাহিদ_জিহান ১৫ আগস্ট, ২০১৩, ০৪:৪২:৪৩ রাত

আসসালমু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি ভালো আর ভালো থাকার আশা রেখে শুরু করছি আজকের ব্লগ। আজ আমি আপনাদেরকে একান্ত নিজের মাসিকতাটা শেয়ার করব। হেড লাইন দেখে বুঝতে পারছেন কিছু আবুল তাবুল বলতে যাচ্ছি। কিন্তু আসলে আজ যা বলব একান্ত নিজের অনুভূতি আর মেনে নেয়া বিষয় থেকে বলব।

আমার নিকট বিষটি এ রকম, আমি মনে করি খোদার সৃষ্টি এই পৃথিবীতে সুখ, দু:খ বলে আমরা যা মনে করি তা হলো আসলে আমাদের মনে করার বিষয়। কারণ আমি দেখলাম যে যদি কেউ সুখকেও দু:খ হিসেবে দেখে তা তার নিকট সত্যিই দু:খ। আর কেউ যদি দু:খকে সুখ হিসেবে দেখে সত্যিই তা দু:খ হওয়া সত্বেও সে তার মাঝে একটা সুখ খুজে পাই। আর আমি সত্যিই তা মনে করি।

বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File