মুসলিম তুমি নিশ্চই জঙ্গী! নয়ত তুমি মুসলিম ঈ না!!!
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:৩৯:২৮ রাত
জং শব্দের অর্থ যুদ্ধ।
আর জঙ্গী শব্দের অর্থ যোদ্ধা।শব্দ গুলা বাংলা নয়। উর্দু। মুসলিম রা জাতিগত ভাবে যোদ্ধা।মুসলিমদের জাতিয় পেশা সৈনিকের।
মুসলিম রা আল্লাহর সৈনিক।একজন সৈনিক কে যোদ্ধা মানে জঙ্গী বল্লে কোন মুসলিমের গায়ে লাগার কিছু আছে কি? তা নিয়ে ভাবার আছে।কুফফাররা মুসলিম ভূমিতে আক্রম করে সব কিছু ধংস্ব করে দেওয়ার পর যখন কিছু মুসলিম ঘুরে দাড়ায়, তখন কুফফারদের চোখে সে "জঙ্গী" হয়ে যায়।যদিও মুসলিম মূল থেকেই "জঙ্গী"। কুফফারদের সুরে সুর মিলিয়ে নামদারী দুনিয়া পূজারী নুনু কাটা মুসলিমরা ও ভেদা মাছের মত মুখ করে বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গীবাদ নাই।জঙ্গীরা ফিৎনাবাজ(?) এতক্ষন তো উর্দু শব্দ নিয়ে বললাম। যদি আরবী শব্দ "জিহাদ" মানে কি? জিজ্ঞাস করেন, তাহলে বলবে জিহাদ মানে প্রচেষ্টা,মানে ইসলাম প্রচার করতে নমনিয় হয়ে স্বর্বোচ্চ প্রচেষ্টা করে যাওয়া(এটা আমার কথা নয় যে নমনিয় হয়ে স্বর্বোচ্চ প্রচেষ্টা করে ইসলাম প্রচারের নাম জিহাদ! এক মহা জ্ঞানী!! মুসলিমের এই ব্যাখ্যা)আবার প্রশ্ন আসবে নমনিয় হয়ে স্বর্বোচ্চ প্রচেষ্টা মানে জিহাদ কেমনে করব?জবাবে বলবেঃআল্লাহর নবী মক্কায় কিভাবে নমনিয় হয়ে প্রথমে জিহাদ (প্রচেষ্টা)
বিষয়: বিবিধ
১৬৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন