ভারত নাকি নারাজ হবে!!!

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ২৪ এপ্রিল, ২০১৪, ১২:৪৭:৪২ দুপুর

ভারত নাকি নারাজ হয়ে যাবে !

পানির ন্যায্য হিস্যার দাবীতে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা প্রসঙ্গে,

পানি-সম্পদ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেন,

"আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে গেলে ভারতের সাথে আমাদের সুসম্পর্কে ফাটল ধরবে।

তাই আমরা চেষ্টা করছি আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।"

মন্তব্যঃ

বলদটা কয় কি?

আমার সুজলা সুফলা শস্য-শ্যামলা নদী-মাতৃক গোটা দেশটা চোখের সামনে দিনের পর দিন ক্রমেই মরুভূমি হয়ে যাচ্ছে।

আর তোরা বসে বসে ভারতের খুশি-নারাজের কথা ভাবছিস।

এতোই দাদাবাবুদের তুষ্টির চিন্তা হলে, সবগুলা ভারতে তাদের পদসেবায় পড়ে থাক না গিয়ে।

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212594
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১০
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : তো, কি করবেন? তালেবানের আটি দিয়ে মোহাম্মদী জেহাদ করবেন?
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২০
160884
বেদূঈন পথিক লিখেছেন : গায়ে লাগল নাকি?? এখানে তালেবান আসল কততেকে??
212602
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাহবাহ!!!
আমরা পিপাসায় মরব কিন্তু বন্ধুকে নারাজ করতে পারবনা। সুসসম্পর্ক রক্ষা জিবন রক্ষার চেয়ে জরুরি!!!
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৪
160886
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : তিস্তা নদীর কথা কোরানের কোথাও নেই, বেশি পিপাসা লাগলে জমজম কুয়ার হেবি-মটাল পানি এনে খান।
212622
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৭
হতভাগা লিখেছেন : ভারতের কোলের ভেতর থেকে ভারতে সাথে পাঙ্গা নেওয়া বোকামীর কাজ , যেমন জলে নেমে কুমিরের সাথে বিবাদ করা ।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৬
160986
আহ জীবন লিখেছেন : ভাই আপনার কথা মানলাম। তাই বলে নিজের স্বকীয়তা বিসর্জন দিতে হবে। পরাধীন থাকতে হবে।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৭
160992
হতভাগা লিখেছেন : পরনির্ভরশীল দেশের স্বকীয়তা আবার কি ?
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪১
160999
আহ জীবন লিখেছেন : তাহলে আর স্বাধীন দেশ স্বাধীন দেশ চিল্লাইয়া লাভ কি? ভারতের অঙ্গ রাজ্য ঘোষণা করে দিলেই তো পারে।
২৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৩
161000
হতভাগা লিখেছেন : বাংলাদেশের কি সেই সৌভাগ্য হবে ভারতের অঙ্গরাজ্য হবার !
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
161076
শেখের পোলা লিখেছেন : ভারতের কোলে কিছুদিন আগেও ছিলাম৷ তবে লাথি গুতা দিয়ে অস্থির করে রেখেছিলাম৷ ভুলে গেছেন৷
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
161081
হতভাগা লিখেছেন : কোল থেকে ফেলে দিলে যে কি হাল হবে তা আল্লাহই আজে।
212646
২৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমার একটি গান এই মুহত্বে মনে পড়ে গেলঃ
"আমি পাথরে ফুল ফুটাব..
শুধু ভালবাসা দিয়ে "

পানির প্রয়োজন কি? ভালবাস হল অনেক বড় জিনিস যেটা আমাদেরকে ভারত প্রতিনিয়ত দিয়ে আসতেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File