শত্রু খোদার হঠাতে চল

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১৯ এপ্রিল, ২০১৪, ০৬:০৮:৫৬ সন্ধ্যা

চল মুসলমান চল

ইরাক আফগান চল,

লাল পতাকা উড়িয়ে

শত্রু খোদার হটাতে চল।

জলে পুড়ে ছাড়কার হচ্ছে আফগান

লান্ছিত হচ্ছে মুসলিম আরাকান,

চুষে খাচ্ছে ইরাক মার্কিনীরা

আজও কেন ঘুমিয়ে দাও একটু সাড়া।

নিজের স্বার্থে জাতিকে কখন

করনা রসারতল,

একটু পরেই মুচতে হবে

নিজের চোখের জল।

ইতিহাস খুলে দেখনা

গাদ্দার মির্জাফরের খেলা,

ধংস হয়ে গিয়েছিল

শেষ হতেই ইংরেজদের বেলা।

তাই বলি মুসলিম বীরের দল

নি;স্বার্থে আফগান ইরাক চল।

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210163
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
158694
বেদূঈন পথিক লিখেছেন : Good Luck
210181
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনি তালেবান নাকি? আফগানিস্তানে যেতে চান।
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
158696
বেদূঈন পথিক লিখেছেন : যারা মুসলিম তারা সবাই তালেবান
210187
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
নীল জোছনা লিখেছেন : সুন্দর
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
158697
বেদূঈন পথিক লিখেছেন : Good Luck
210200
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
ফেরারী মন লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০১
158971
বেদূঈন পথিক লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File