আমাকে কি সমাজদ্রোহী বলবেন????

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১১ এপ্রিল, ২০১৪, ১০:২৬:০১ রাত

বর্তমানে আমাদের দেশে কোন ২১/২২ বছরের ছেলে যদি বিয়ে করতে চায়, তাহলে আমাদের সমাজের কিছু লোকের লজ্জা-শরম অতিমাত্রায় বেড়ে যায়! তাই তারা ঐ ছেলেটিকে সমাজের চোখে ইতর ও লজ্জাহীন প্রমাণ করে হেয়/প্রতিপন্ন করতে বিন্দুমাত্র দ্বিধা করে না! কিন্তু এই একই বয়সেরই আরেকটি ছেলে যখন কোন পার্কে অথবা রিক্সায় কোন মেয়ের সাথে অপ্রকৃত সময় কাটায়, তখন আমাদের প্রগতিশীল সমাজের চোখে সেটা আধুনিকতা!

একজন একুশ বছরের ছেলে তার মোটামুটি আয়ের উপর ভরসা করে যখন বাসায় বিয়ে করার ইঙ্গিত দেয় তখন বাসায় ছেলেটাকে নির্লজ্জ ভাবে! কিন্তু এই একই বয়সী আরেকটি ছেলের রুম থেকে যখন রাত ১২ টার পরেও মোবাইলে প্রেমালাপের শব্দ শোনা যায়, তখন কিছু অভিভাবক ভাবে ছেলে বড় হয়েছে, এখন তো একটু আধটু এরকম হবেই!

ছেলে বিয়ে করার জন্য বড় হয়নি কিন্তু অশ্লীল ইসলাম বিরোধি কাজের ঠিকই জন্য বড় হয়েছে!

কি অদ্ভুত আমাদের সমাজ ব্যাবস্থা!

এখন আমি যদি আমাদের এই 'অদ্ভুত' সমাজ ব্যাবস্থার বুকে দুইটা লাথি মারি, তাহলে কি আমাকে সমাজদ্রোহী বলবেন?

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206222
১১ এপ্রিল ২০১৪ রাত ১১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর পোষ্টটির জন্য ধন্যবাদ। আমাদের কিছু অভিভাবক এমন চিন্তা করেন যে স্ত্রীকে ভরনপোষন এর দায়িত্ব যেহেতু স্বামির তাই শশুরশাশুড়ির কোন দায়িত্ব নাই। তাই ছেলে যতদিনে সেটেল্ড হবে তখন বিয়ে দেয়া যাবে। কিন্তু শারিরিক এবং বর্তমান সামাজিক উভয় কারনে যখন এই ধরনের অবৈধ কাজে জড়িয়ে যায় তখন দোষ দেন সন্তানের কিংবা সমাজের।
১১ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৩
154981
বেদূঈন পথিক লিখেছেন : কস্ট করে পড়ার জন্য এই কৃপণে কাছ থেকে ও ধন্যবার রইল
206237
১১ এপ্রিল ২০১৪ রাত ১১:৫১
মুক্ত কন্ঠ লিখেছেন : ধন্যবাদ আপনার সময়োপযোগী পোষ্টের জন্য। এ ধরণের একটি লেখা পোষ্ট করার কথা ভাবছিলাম। ভালই হল। আপনাকে Rose
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৭
155186
বেদূঈন পথিক লিখেছেন : Good Luck
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:৫০
155306
মুক্ত কন্ঠ লিখেছেন : দু চারটা লাথি আমার পক্ষ থেকে দিয়েন।Happy আর লাথিতে কোন কাজ হয় কিনা আমাকে জানাবেন।
206388
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৭
এহসান সাবরী লিখেছেন : চালান লাথি!
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৭
155188
বেদূঈন পথিক লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File