আমাকে কি সমাজদ্রোহী বলবেন????
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১১ এপ্রিল, ২০১৪, ১০:২৬:০১ রাত
বর্তমানে আমাদের দেশে কোন ২১/২২ বছরের ছেলে যদি বিয়ে করতে চায়, তাহলে আমাদের সমাজের কিছু লোকের লজ্জা-শরম অতিমাত্রায় বেড়ে যায়! তাই তারা ঐ ছেলেটিকে সমাজের চোখে ইতর ও লজ্জাহীন প্রমাণ করে হেয়/প্রতিপন্ন করতে বিন্দুমাত্র দ্বিধা করে না! কিন্তু এই একই বয়সেরই আরেকটি ছেলে যখন কোন পার্কে অথবা রিক্সায় কোন মেয়ের সাথে অপ্রকৃত সময় কাটায়, তখন আমাদের প্রগতিশীল সমাজের চোখে সেটা আধুনিকতা!
একজন একুশ বছরের ছেলে তার মোটামুটি আয়ের উপর ভরসা করে যখন বাসায় বিয়ে করার ইঙ্গিত দেয় তখন বাসায় ছেলেটাকে নির্লজ্জ ভাবে! কিন্তু এই একই বয়সী আরেকটি ছেলের রুম থেকে যখন রাত ১২ টার পরেও মোবাইলে প্রেমালাপের শব্দ শোনা যায়, তখন কিছু অভিভাবক ভাবে ছেলে বড় হয়েছে, এখন তো একটু আধটু এরকম হবেই!
ছেলে বিয়ে করার জন্য বড় হয়নি কিন্তু অশ্লীল ইসলাম বিরোধি কাজের ঠিকই জন্য বড় হয়েছে!
কি অদ্ভুত আমাদের সমাজ ব্যাবস্থা!
এখন আমি যদি আমাদের এই 'অদ্ভুত' সমাজ ব্যাবস্থার বুকে দুইটা লাথি মারি, তাহলে কি আমাকে সমাজদ্রোহী বলবেন?
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন