হাসুন
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ০৫ মার্চ, ২০১৪, ১০:৪৪:৪৯ রাত
আপনাকে দেখে লোকে তখনই আনন্দিত হবে, যখন অন্যদের দেখে আপনে আনন্দ প্রকাশ করবেন।
পৃথিবীতে কেমন করে চলতে হবে সে ব্যাপারে প্রাচীনকালে চীনারা খুব জ্ঞান রাখত বলে লোক মুখে শুনা যায়, সে দেশে একটি প্রবাদ আছে যে লোক হাসতে পারেনা তার দোকান খোলা উচিত নয়!!
দোষে গুণেই মানুষ। যতটুকু পারেন, সমালোচনা নাকরে প্রশংসা করুন। ঘৃণার বদলে ভালবাসুন, এবং হাসুন!
ঝগড়া এড়াতে ,ব্যবসায়িক সাফল্য পেতে সরল মানুষ হতে, সর্বোপরি জনপ্রিয় হতে চাইলে হাসুন প্রান খোলে হাসুন।
প্রথিবীতে মোট আট ধরনের হাসি আছে,এর কোন এক রকমভাবে হাসুন। আপনে কি জানেন? আপনার এক টুকরো হাসির দামই লক্ষ টাকা যদি তা নির্ভেজাল ও আন্তরিক হয়!
বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারেন।
কার সাথে কথা বলার সময় হাসি মুখে থাকুন। লক্ষ অর্জনে কারো অফিসে ঢুকার আগে ভাল কিছু ভেবে মুখে হাসি আনুন। এ হাসি পরে মিলে যাবে কিন্তু তাতে কাজ হবে যথেষ্ট। আপনি একজন বিক্রেতা, হলে ক্রেতার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করুন। উপকার ফেলে জানাবার দরকার নেই।
হাসি যা কিন্তে হয়না, ভিক্ষে করে ও আবার পাওয়া যায়না! ধার করা যায় না, চুরি করে ও আনা যায় না। যতক্ষণ না এ হাসি আপনে কাউকে দিচ্ছেন, ততক্ষণ এর জাগতিক কোন মূল্য ও নেই।
হাসুন!! আর হাসুন!! তবে অযথা নয়! নয়ত লোকে আবার পাগলাগারদে সিট বুকিং করে ফেলবে আপনার জন্য!
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন উপায়?
মন্তব্য করতে লগইন করুন