প্রথম আলোর হেডিং ও গুন্ডে নিয়ে কিছু কথা!!
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪৮:১৩ সন্ধ্যা
অনলাইনে প্রথম আলোর সাইটে গিয়ে দেখা গেলো হেডিং – “মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ । গুন্ডের জন্য ক্ষমা চেয়েছে যশরাজ ফিল্মস’’ নিউজের শেষে একটি ভিডিও , গুন্ডে ছবির কিছু অংশ সেখানে তুলে ধরা আছে ।
শুরুটা করা যাক প্রথম আলোর হেডিং নিয়েই । আমার আপত্তি এই “অভিযোগ” শব্দতেই । প্রথম আলোর সংবাদেই এমবেডেড ভিডিও তে স্পষ্টতই দেখা যাচ্ছে বাংলাদেশের জন্মইতিহাস নিয়ে মিথ্যাচার করা হয়েছে , ছবিতে স্পষ্টতই বলা হয়েছে – “১৬ ডিসেম্বর ১৯৭১ হিন্দুস্তান ও পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ শেষ হয়। ৯০ হাজার পাকিস্তানি সেনা হিন্দুস্তানের সেনাদের সামনে আত্মসমর্পণ করেন। জন্ম হয় এক নতুন দেশ, বাংলাদেশ !!” এবং নিউজের শেষে লেখা আছে “ ...... অনেকেই অভিযোগ করেন, ছবিটির মাধ্যমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে” ......হায় প্রথম আলো , “অভিযোগ” ????? এই প্রমানিত মিথ্যাচারের বিরুদ্ধে তরুনেরা ফেটে পড়েছেন ক্রোধে ,অনলাইনের সর্বত্র ! যশরাজ ফিল্মসের “প্রমানিত” একটি “অপকর্ম” “ইতিহাস নিয়ে মিথ্যাচার” কোন “অভিযোগ” নয় । প্রমানিত বিষয় অভিযোগ হতে পারে না । বিষয়টা হালকা “অভিযোগ” নয় , এটা প্রথম আলোকে বুঝতে হবে ।
এবার আসি আরেক অংশে , বলা হয়েছে - যশরাজ ফিলমস ক্ষমা চেয়েছে । কোথায় ? তাদের ফেসবুক ভেরিফায়েড পেইজে । আপনারা সেই “ভেরিফায়েড” পেইজে গেলে দেখবেন , না পেইজে নিজেদের কোন বক্তব্য নেই , নিতান্তই দায়সারা ভাবে একটি ব্লগস্পটের লিংক (যেই ব্লগস্পট সাইটের নাই কোন ফেভিকন , নাই কোন ভিজিটর ,কমেন্ট ) ধরিয়ে দিয়ে ইতিহাসের ধর্ষনের দায় চুকানো হয়েছে । না যশরাজ ফিল্মসের অফিসিয়াল সাইটে এই সংক্রান্ত কোন নিউজ আছে , না “ভেরিফায়েড” পেইজ থেকে মৌলিক বক্তব্যে কোন ক্ষমা প্রার্থনা করা হয়েছে । আরো ক্ষুব্ধ হবার বিষয় , সেই পরিচয়-গোত্রহীন ব্লগস্পট সাইটের বক্তব্য । বলা হয়েছে , “ছবির কাহিনী কাল্পনিক ......যদি আমাদের ক্ষুব্ধ করে থাকে ...” জাতীয় ইতিহাসের ধর্ষন পরবর্তী সব অগ্রহনযোগ্য কথাবার্তা ।
আমাদের ৩০ লক্ষ শহীদের আত্মদান কাল্পনিক নয় , মিথ্যাচার নয় , আমাদের ক্ষুব্ধ হবার পিছনে “যদি’’ দরকার নেই , আমরা জারজ জাতি নই ।
ইতিহাস বিকৃতির ধর্ষনের পর , শুধু ক্ষমাপ্রার্থনায় সবকিছু মিটে যাবেনা । যশরাজ ফিল্মসের অফিসিয়াল সাইট থেকেই এই ছবির ইতিহাস বিকৃতির জন্য ক্ষমা চাইতে হবেই , যশরাজের হাজারো ছবির একটি মাত্র ছবির ফেসবুক ‘ভেরিফায়েড পেইজ’ থেকে নিজস্ব বক্তব্যহীন ‘যদি-কিন্তু’ শব্দযুক্ত থার্ড পার্টি ব্লগস্পটের লিংক ধরিয়ে দিয়ে নয় । এবং অবশ্যই অবশ্যই বিকৃত অংশটুকু ঐ ছবি থেকে মুছে দিতে হবে ।
ভারতীয়রা নিজেদের জন্মইতিহাস নিয়ে প্রতিদিন নতুন নতুন পিতা সৃস্টি করতে পারে , কিন্তু আমরা কারো দয়া দাক্ষিণ্যে স্বাধীনতা অর্জন করি নি – সেটা তাদের মাথায় রাখতে হবে ।
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারত পাকিস্তানকে সে সময়ে হারাতে না পারলে কি বাংলাদেশের জন্ম হত ?
বাংলাদেশীরা তাদের সারাটা জাতীয় জীবন মিথ্যা বলতে বলতে শুনতে শুনতে এখন যখন সত্যের মুখোমুখি হয়েছে তখনই জাত্যাভিমান জেগে উঠেছে !?
কোথায় ছিল এসব জাত্যাভিমান ৭১ এ যখন ভারতের কাছে ট্রেনিং নিয়েছিল এবং ভারত সাহায্য করেছিল ? তখন কি একবারও মনে হয় নি এটা ভারতেরও যুদ্ধ ?
রক্ত দিয়ে কেনা স্বাধীনতা এটা কারো দানের নয়।
মন্তব্য করতে লগইন করুন