টানাটানি পর্ব ঃ২
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ২৬ জানুয়ারি, ২০১৪, ১০:২৮:৪০ রাত
টানাটানি নিয়া আগের লিখাটা তেমন টানা হেচরা হয়নি!! তার পরে ও আবার লিখতেছি!!
দেখি আজ আর কি কি টেনে আনতে পারি।
কলুর বলদ হয়ে সংসারের ঘানি টানতে হয় অনেককেই।তবুও অভাবের সংসারে টানাটানি আর যায়না, জোকের মত লেগে থাকে!
আগেকার দিনের গরুটানা ঘানির সঁরিষার তেল আজকাল পাওয়াই যায়না।
ঘোড়ায় টানা টমটম আজকাল কদাচিৎ চোখে পরে। তবে উত্তরবঙ্গে এখনও গরু ও মহিষএ টানা গাড়ী কিছু কিছু চোখে পরে।
হুক্কা টানা বিড়ি টানাও কিন্তু এক ধরণের টানা!! কিন্তু ভন্ড পীররা যখন '' গাজা খাইলে যে বলে মন্দ তার পু..................................... মারি পুবের বন্দ'' এসব বলে গাজায় টান দেয় সেই টানের গানটা আমি আপনার ভাল না লাগলে ও যে গাজা খাওয়া কে মন্দ বলে তার দুতি তে কিন্তু ঠিকই টান পরে!!
মানুষ কর্মফল দিয়েই নাকি নিজের ভাগ্যকে টেনে আনে। পাপ করলে সেটার শাস্তি আজীবন টানতেই হয়।
কার জীবনে অদঃপতন নেমে আসলে ক্রেন দিয়ে টেনে ও তাকে উঠানো যায়না।
ঢাকার খোলা ম্যানহোলে পরে গেলে তাকে টেনে তুলা যায়,মাগার মান মর্যদা অর্থ বিত্তের দিক থেকে কেউ ছিটকে পড়লে তাকে টেনে উঠানো মহা মুশকিল!
বাসে উঠে কার পকেটে হাত টান দিয়ে ধরা পড়লে তার আর রক্ষা নাই। টানা হেচড়া লাথি ঘুষি হজম করে বেঁচে উঠা তখন সার্প্রাইজিং।
সর্দি ছাড়া নাক টানা অনেকের মুদ্রাদোষ!
বাস,ট্রেন লঞ্চ এমনকি এয়ারপোর্ট টানা পার্টির আনাগুনা বেড়েই চলছে।
অনেক শিশুর চুলের টানে নাকি তার শরীর হালকা হবে যায়!!
টানাটানি নিয়ে আর লিখতে চাইনা, লেখার ইতি টানতে গিয়ে যে কথাটি টেনে আনতে চাই তা হল- আমরা প্রত্যেকেই কোননাকোন টানাটানিতে লিপ্ত!
কেউ শাশুড়ির অবস্থান থেকে পুত্রবধুর চুল টানে। কেউবা অন্যের মান ইজ্জত ধরে টান দেয়।
কিন্তু সব টানই সুফল বয়ে আনেনা! রাবার টানলে বড় হয় কিন্তু চুল টানলে চিড়ে যায়!!
আমরা টানাটানি করব সমস্যা নেই কিন্তু টানের নামে ছিড়া ছিড়ির কাজটি যেন না করি!!
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন