ক্যান্সার পরতিরোধ বিয়ে!!

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩৩:৩২ দুপুর

বিয়ে নিয়ে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে যে,''দিল্লী কা লাড্ডু খাইলে ও পস্তাবেন, না খাইলে ও পস্তাবেন'' তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে,যারা দিল্লী কা লাড্ডু খাবেন না তারা সত্যিই পস্তাবেন।

এ গবেষণায় বলা হয়েছে যারা বিয়ে করেছেন,তাদের ক্যান্সার আক্রান্তর হার কম।

গবেষণায় বলা হয়েছে,অবিবাহিতরা বিবাহিতদের চেয়ে শতকরা ৩৫ ভাগ বেশী ক্যান্সারে আক্রান্ত হন।

গবেষকরা ৪০বছরের ডাটা বিশ্লেষণ করে এ তথ্য উপস্থাপন করে।

৪০বছরের বেশী বয়সী প্রায় সাড়ে চার লক্ষ নরওয়ে নরনারীর উপর গবেষণা করে এ তথ্য উপস্থাপন করেন গবেষকরা।

এতে দেখা গেছে,১৯৭০-৭৮ সালে অবিবাহিত পুরুষ বিবাহিতদের চেয়ে ১৮ ভাগ ও মেয়েরা ১৭ ভাগ বেশী ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

২০০৫-৭ সালে এসে এ পরিসংখ্যান দাড়ায় ৩৫ ও ২২ ভাগে।

বিএমসি পাবলিক হেলথ জার্নালে এ গবষনাপত্রটি প্রকাশিত হয়েছে।

বিবাহিতরা ক্যান্সার আক্রান্ত হয়ে বেচেঁ থাকার হার অবিবাহিদের চেয়ে বেশি।এ জন্য সঙ্গীর সেবা যত্ন, সাহস,ভালবাসা েতে কাজ করে বলে জানিয়েছেন গবেষকরা।

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File