মানুষ স্বপ্নচারী! কিন্তু পথকলিদের স্বপ্ন কী?

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১৬ আগস্ট, ২০১৩, ০২:২২:৪০ দুপুর

মানুষ স্বপ্নচারী।সে স্বপ্ন দেখে একটি অসীম আকাশে ডানা মেলে উড়ার।

স্বপ্ন দেখে সিন্দু সেঁচে মুক্তা আনার। স্বপ্ন দেখে এই সুন্দর ধরণীর আনাচে কানাচে ঘুরার।তার সেই স্বপ্ন হাজার ফুলের মাঝে সৌরভ

ছড়ায়।

জীবন সমুদ্রে আশার ভেলা হয়ে ভেসে বেড়ায়।তার সেই স্বপ্ন অনন্ত,অসীম।

সেই স্বপ্নের কোন প্রতিবন্ধকতা নেই,নেই কোন প্রতিকূলতা,তার স্বপ্ন কোন বাধা মানে না।

সে স্বাধীন ভাবে ঘুরে বেড়ায়,পৃথিবীর এই প্রান্ত থেকে ঐ প্রান্তে।

কিন্তু সবাই এই স্বপ্ন দেখে না!

দেখতে পারেনা!

যার ভাগ্যে দু বেলা দু মুঠো ভাত জোটে না, তার কাছে এসব রঙ্গীন স্বপ্ন দুঃস্বপ্নের দানব হয়ে আঘাত হানে,বেদনার অশ্রু হয়ে

গড়িয়ে পড়ে।

একটা পথকলির কথাই ভাবুন।দুঃখিত! ভদ্রলোকেরা?? এদের টোকাই বলে(আমি বিশ্বাস করতে চাই আপনি সেই ভদ্রলোকদের দলে নয়) সুখ কাকে বলে সে জানেনা।স্বপ্ন কি সে বুঝে না।

দারোয়ানের লাঠির আঘাতে,না হয় ভদ্রলোকদের?? কিল-ছড়ে তার দিন শুরু হয়।

দু'দিন কিছুই খায়নি ,ক্ষিদে পেট চোঁ চোঁ করছে। তাই বাধ্য হয়ে ভদ্রলোকদের কাছে হাত পাতে,সকরুণ সুরেবলে,স্যার! দু দিন কিছি খাইনি। দুটো টাকা দিন।

যা এখান থেকে! টোকাইয়ের বাচ্ছা! ভদ্রলোকদের?? বিরক্তিকর জবাব।ধাক্কা মেরে ফেলে দেয় ওকে।চোখ ফেটে জল বেরোয় ওর।

আবার বেরিয়ে পড়ে ভাগ্যের অন্বেষণে।

তখন থাকে দেখা যাবে রাজপথে কাগজ কুড়াচ্ছে। না হয় ভদ্রলোকদের?? ফেলে দেয়া পঁচা বাসি খাবার ডাষ্টবিন থেকে তুলে খাচ্ছে। কিন্তু তাতেও কি ওর ঠাঁই আছে। নোংরা পঁচা বাসি খাবার খাওয়ার অপরাধে হরেক রকম রোগ এসে ওকে বুকে টেনে নেয়। তাই ও রোগ থেকে মুক্তির জন্য ছটপট করে।

তখন ওর দরকার হয় একটু বিশ্রামের।প্রয়োজন পড়ে চিকিৎসার,তারপর চলে আসে ঔষধের কথা।দরকার হয় একটু সেবার।কিম্তু,দু বেলা দু মুঠো ভাত যার ভাগ্যে জোটেনা,এসব তো তার কাছে সোনার হরিণ হাতে পাওয়ার মত।

দেখা যাবে কয়েক দিন ও অসুখের ঘোরে কাঁপছে। হয়তো বা পড়ে আছে বস্তির এক আর্বজনার স্তুপের কাছে,না হয় অহরের কোলাহল যুক্ত ছোট একটি গাছের নিচে।

হয়তো সে প্রলাপ বকছে পাগলের মতো, না হয় অজানা এক প্রতিক্ষায় কারো জন্য প্রহর গুনছে, অন্ধকারে খুঁজে ফিরছে একটু স্নেহের,একটু মায়ার, একটু মমতা আর নিমির্শ্র গভীর ভালবাসা।

কিন্তু যখন এর বিন্দু মাত্র পায়না,তখন অভিমান করে পৃথিবীর সাথে,

জীবনের সাথে।চিরদিনের জন্য চলে যায় ওপারে।সবার চোখে ফাঁকি দিয়ে স্বপ্নের অগোচরে।

ভেবে দেখুন বন্ধুরা!এই পথকলিটি সমাধি পাওয়ার আগ পর্যন্ত ওর মনে কি কোন রঙ্গীন স্বপ্ন ছিল?

নীল আকাশে ডানা মেলে উড়ার ?অতবা সিন্ধু সেঁচে মুক্তা আনার? না হয় নীল সমুদ্রের বুকে জাহাজ নিয়ে ভাসার? না,এমন দুঃস্বপ্নের? কথা ওর মনে কোন দিন ও ঠাই পায়নি।

হতে পারে এমন কথা কোনদিন কারো মুখে শুনতে ও পায়নি। জীবনের শেষ মুহুর্ত পযর্ন্ত ওর স্বপ্ন ছিল , দু বেলা দু মুঠো ভাত খাওয়ার, কারো কাছ থেকে একটু সহানুভূতি,একটু মায়া।

একটু মমতা আর নির্মিশ্র গভীর ভালবাসা পাওয়ার।

যার কোন কিছুই ও মৃত্যুর আগ পর্যন্ত পায়নি। মৃত্যু! ওহ!! কি ভয়ংকর।

বন্ধুরা!!

ওর মতো হাজারো পথকলি এখনো রাজপথে ঘুরছে ,অসুখের ঘোরে কাঁপছে।ওদের ব্যথাভরা হৃদয় খুঁজে ফিরছে একটু ভালবাসা ,একটু স্নেহের আর একটু সেবার।

আসুন না! আমরা সহানুভূতির হাত বাড়িয়ে দিই এই সব পথকলিদের দিকে।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File