নিরীহ মানুষ

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১২ আগস্ট, ২০১৩, ১০:১৯:১২ রাত

নির্যাতিত নিরীহ মানুষ

পথে পথে ঘুরে,

বিচার কবু নাপায় আইনে

উল্টো বিচার করে!!

সন্ত্রাস নাইরে এই দেশতে

প্রচার করে মহাজোটে,

তবে কেমন করে সারা দেশে

খুন খারাপী ঘটে।

নিজে কালো হলে কি আর

কালো চোখে পরে,

গদির নেশায় নেতা নেত্রী

মিথ্যা প্রচার করে।

মারছে কারা ধরছে কাকে

সেথায় নাহি খোঁজ,

ধরছে যাদের মারছে তারে

ইহাই তাদের বুঝ!!!

নেতা নেত্রী সাত তলাতে

নিরীহ গাছ তলায়,

কেমন করে জানবে নেত্রী

দেশের কেমন বায়।

একটি কথা ভুলে গেলে

চলবে না রে হায়,

পাঁচটি সালের শোধ নেবেরে

একবার যদি পায়।

বিষয়: রাজনীতি

৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File