রাবি শিবির নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতাকর্মীরা খালাস
লিখেছেন লিখেছেন কিংফারুক ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৪:১৫ রাত
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলায় ছাত্রলীগ নেতাকর্মীদের খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহী মহানগর হাকিমের আদালত-৩ এর বিচারক শারমিন সুলতানা এ রায় ঘোষণা করেন। তবে, বাদীপক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী। আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আসলাম সরকার জানান, মামলাটির তদন্ত করে পুলিশ ২০১১ সালে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এ সময় পুলিশের দেয়া প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি আনেন। পুলিশ দ্বিতীয় দফায় তদন্ত করে গত বছর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদী পক্ষের আইনজীবী নারাজি শুনানির জন্য পরবর্তী দিন ধার্যের আবেদন করেন। তিনি আরও জানান, আদালতে বাদী দীর্ঘদিন অনুপস্থিত থাকায় (গতকালও অনুপস্থিত ছিলেন) এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত গতকাল তাঁদের বেকসুল খালাস প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সেলিম জানান, এই হত্যাকাণ্ডের আসামীদের সবাইকে খালাস দিয়েছেন আদালত। আমরা এই রায়ের বিরুদ্ধে জজকোর্টে আপিল করবো।
প্রসঙ্গত, ২০০৯ সালের ১৩ই মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাশ্ববর্তী বিনোদপুর বাজারে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের তৎকালীন সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী। এ ঘটনার পরদিনই বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সেক্রেটারি ফরহাদ আলম বাদী হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইব্রাহীম হোসেন মুনসহ ২৭ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও বেশ কয়েক জনকে আসামি করে মামলা করেন
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন