ভাইয়া, পথে ঘাটে সুন্দরী-রূপসী নারীদের দেখে আকর্ষণ হয়, তাইনা?

লিখেছেন লিখেছেন সাফওয়ান ২৭ মার্চ, ২০১৪, ১০:৩৩:১২ সকাল



আচ্ছা ভাইয়া, আসুন একটুখানি কথা বলি। পথে ঘাটে সুন্দরী-রূপসী নারীদের দেখে আকর্ষণ হয়, তাইনা? আপনি অবিবাহিত, ঠিক দ্রুত তেমন সম্ভাবনাও নেই বিয়ে হবার, তাই মন আরো উদাস হয়? পথে/স্কুলে/কলেজে/ভার্সিটিতে/ক্লাসরুমে আকর্ষণীয়া মেয়েদের দেখে বুকে দীর্ঘশ্বাস হয়? আশেপাশে সবাই যখন জোড়া বেঁধে ঘুরে, ফোনে ইটিশ-পিটিশ করে তখন নিজেকে একলা একলা লাগে?

জানেন তো, যে জিনিস সহজে পাওয়া যায়, তার ফলাফল কেমন হয়? 'সস্তার তিন অবস্থা' পড়েননি? যে মেয়েটাকে সহজেই আপনি পাবেন, সে কিন্তু আপনার হাত থেকেও *সহজেই* অন্য কারো হাতে চলে যাবে। যে মেয়েটার সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন, দেখে মুগ্ধও হচ্ছেন, সে তার সৌন্দর্য আরো অনেক লোকের কাছেই দেখিয়ে বেড়াবে। মানুষ এমনই, তাকে জোর করে বদলানো যায় না, চাপ প্রয়োগে মানুষ আরো বেশি প্রতিক্রিয়াশীল হয়। এই প্রক্রিয়াতেও আপনি তাকে 'ঠিক' করতে পারবেন না।

কী পারবেন জানেন? নিজেকে ঠিক করতে। আল্লাহকে ভয় করার সুযোগ আছে, তাওবা করলে তিনি মাফ করবেন আপনাকে। বিনিময়ে অল্প কয়েকদিনের দুনিয়াতে তো শান্তি আছেই, আখিরাতে মুক্তিও আছে।

এই সমাজেই অজস্র বোন আছে, যারা তাদেরকে পবিত্র রেখেছে, যারা তাদের শরীর ও মনকে এমন মানুষের জন্যই রেখে দিয়েছে যে তাদেরকে পূর্ণ অধিকার দিয়ে ঘরের কর্ত্রী করে, জীবনের সঙ্গিনী করে নিয়ে আসবে। আপনি কি এমন দ্বীনদার কোন নারীকে পেতে চান না? আপনি কি চান না আপনার সন্তানের মা এমন কেউ হোক, যিনি পবিত্র চরিত্রের, যিনি সন্তানদেরকেও তার মা ও তার বাবার মতন চরিত্রকে মুগ্ধ হয়ে গ্রহণ করার শিক্ষা দিবেন?

আসুন ভাই, সস্তা না হই, সস্তা এইসব তুচ্ছ/নোংরা/জঘন্য সংস্কৃতিতে হারিয়ে না যাই। নিজেকে যোগ্য করুন, দেখবেন আল্লাহ আপনার জন্য কোথা থেকে যে এক অসাধারণ নারীকে হাজির করেছেন যার দ্বীনদারী দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন।

আপনার কিন্তু বাজারের সব চকচকে পোশাক দেখে লাভ নেই, যে পোশাক আপনার দেহের সাথে সাইজে ভালো হয়, ফিটিং হয়-- সেটাই আপনি কিনে নেন। তেমনি, সস্তা সব পণ্যের মতন নারীদের দিকে ভ্রূক্ষেপ করবেন না, বরং এমন এক মানুষের জন্যই অপেক্ষা করুন যে আপনার জীবনের জন্য, আপনার পারিবারিক জীবনের জন্য অসাধারণ হবে, আপনারা দু'জনে মিলে জান্নাতে যাওয়ার পথে জ্ঞানার্জন ও আমল করতে পারবেন।

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198656
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:০৮
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ধন্যবাদ সুন্দর লিখেছেন।
198678
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:০৮
দুষ্টু পোলা লিখেছেন : কি বলেন মিয়া, আকর্ষন হবে না কেন? প্রচুর আকর্শন নয়। আরো কিছু সেটা কি করে অপেনন্নি ব্লিও? Love Struck Love Struck Love Struck
198738
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৩
লোকমান বিন ইউসুপ লিখেছেন : থিউরি সহজ। বাস্তবতা কঠিন।
198979
২৭ মার্চ ২০১৪ রাত ১০:১০
প্রবাসী মজুমদার লিখেছেন : সুন্দরের আকর্ষন সব মানুষের। কিন্তু সে সুন্দরকে যদি রুচিশীল আচরণ দিয়ে আকর্ষন করা যায়, তার কদর অনেক বেশী। ধন্যবাদ।
199023
২৮ মার্চ ২০১৪ রাত ০১:০৮
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : এ জন্যই আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি। যিনি আমাদের এ ধরণের ফিতনা থেকে হেফাজত করেছেন।
199276
২৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : সুন্দর পোষ্ট। সবাই যদি মেনে চলতে পারতো কত ভালো হত॥
200071
৩০ মার্চ ২০১৪ রাত ০২:১৮
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : ভালো লাগল অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File