যদি বিয়ের জন্য অনেক চেষ্টা করা সত্ত্বেও আপনার বিয়ে না হয়ে থাকে
লিখেছেন লিখেছেন সাফওয়ান ০৭ মার্চ, ২০১৪, ০৮:২৯:৩২ রাত
ধরুন আপনি বিয়ে করার নিয়াত করেছেন অনেকদিন হলো। হয়ত এখন মোটামুটি প্রস্তুতও... তবু আপনার কিছুতেই কিছু আগাচ্ছে না... হয়ত ভাবতে শুরু করবেন আল্লাহ কেন আপনার দিকে মুখ তুলে তাকাচ্ছেন না...
একটু থামুন ভাইয়া, শান্ত হোন আপু! গোটা জীবনে আল্লাহর লক্ষ কোটি নিয়ামাত উপভোগ করে এসেছেন আপনি, এমনকি, আল্লাহ আপনাকে দিচ্ছেন বা দিচ্ছেন না টাইপের যে ভাবনাটাতে যে আল্লাহর স্মরণ আছে, এটাও এই কোটি মানুষের পৃথিবীতে খুব অল্প কিছু মানুষের জীবনে থাকে। কিন্তু আপনার একটু শুধরে ভাবতে হবে। নিশ্চিত থাকুন, আল্লাহ আপনার জন্য কল্যাণকর এবং সর্বোৎকৃষ্ট অবস্থাটাই এখন দিয়েছেন। আপনি এখনো সুস্থ, আপনি এখনো চিন্তা করতে পারছেন, আপনি এখনো নিঃশ্বাস নিতে পারছেন। আপনি হয়ত এই নেয়ামতকে অস্বীকার করা অবস্থাতেই আল্লাহর ডাকে চলে যেতে পারেন। একটা শুধু বিয়ে না হওয়ায় কি আপনি সেই ভয়াবহ অন্যায়কারী হিসেবে আল্লাহর কাছে যেতে প্রস্তুত? আল্লাহ মাফ করুন যেন অমনটা আমাদের কারো জীবনে না হয়...
এবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সঁপেছেন? আপনি কি আপনার উপরে আবশ্যক ইবাদাতগুলো পালন করছেন? যে আল্লাহ আপনাকে দান করবেন, তার সকল আদেশ-নিষেধ মানার আপ্রাণ চেষ্টা করছেন কি? আল্লাহ হয়ত চাচ্ছেন আপনি নিজেকে আরো শুধরে নিন এবং নিজেকে যোগ্য করুন তার প্রিয় কোন বান্দার উত্তম জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয়ে নিতে... আল্লাহ হয়ত চাচ্ছেন আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদে তার কাছে কান্নাকাটি করুন একজন এমন সঙ্গীর জন্য যাকে তিনি ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসলেও আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ হয়ত চাচ্ছেন, আপনি আরো বেশি সাদাকাহ করুন। আল্লাহ হয়ত চাইছেন আপনার চোখ জুড়ে আসা অশ্রুগুলো আরো বেশি আল্লাহর কাছে চাইতে থাকা অবস্থায় ঝরুক। আল্লাহ আপনার অশ্রুগুলোকে হয়ত ভালোবাসেন।
এমন অনেক নিদর্শন হয়ত আল্লাহ আপনার এই বিলম্বের মাঝে নিহিত রেখেছেন। আপনি কি আপনার ঈন্দ্রিয়গুলোকে সচেতন রেখেছেন আল্লাহর নিয়ামাত আর রাহমাতকে বুঝতে চেয়ে? আপনি কি আল্লাহর আরো শোকরগুজার বান্দা হবেন না যে শিক্ষা আমরা পাই রাহমাতাল্লিল আলামীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে? দু'রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদতে পারেন এই কথাগুলো ভেবে, হে আল্লাহ! আপনার জন্যই আমার জীবন, আমার মরণ, আমার এই সালাত, এই ত্যাগসমূহ... আপনি আমাকে দয়া করুন, আপনি তো রাহমান, রাহীম। আপনি আমাকে একজন মানুষকে ভিক্ষা দিন যাকে আপনি ভালোবাসেন। আমি তো কেবল আপনার কাছেই দোয়া করি এবং আপনার কাছেই আশ্রয় চাই। নিশ্চয়ই আপনিই কেবল দাতা, আপনি জানেন যা প্রকাশ্য এবং গায়েব। আপনি ছাড়া আর কেউ নেই আমাদের সাহায্যকারী।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন