ক্রুসেডারদের জাহান্নামের টিকেট ধরিয়ে দেয়া দরকার
লিখেছেন লিখেছেন সাফওয়ান ২৯ আগস্ট, ২০১৩, ১১:৫৯:৪৮ রাত
এখন সিরিয়ার খবর দেখছি। যদিও বিশ্বের খবরবাহী মিডিয়াগুলোকে কখনই বিশ্বাস করতাম না, এখনো করিনা। খবর দেখতে দেখতে ধারনা করা যায় কোথায় কতটুকু কী হচ্ছে, ধারণা থাকলেই বুঝা যায়। দেখতে পাচ্ছি যেন স্পষ্ট এক ক্রুসেড সিরিয়া-মিশর-ফিলিস্তিন-ইরাক-আফগানিস্তান নিয়ে। এই ফিলিংস আমার আগে হয়নি লাইফে। আমি একেকটা ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবতে থাকি -- এই ছবিতে আসল অবস্থার খুব অল্পই আসছে। কেননা, ছবিগুলো বেশিরভাগই সিএনএন, বিবিসির। ফিলিস্তিনের খবর ওরা কীভাবে ম্যানিপুলেট করেছিলো তা নিজেরই খেয়াল আছে।
টের পেলাম, জনমানুষের মাঝে খবর দেখিয়েও এই স্পষ্ট ক্রুসেড বুঝানো দূরে থাক, সিরিয়া-মিশর-ফিলিস্তিন-আফগানিস্তানের ভয়াবহতাও বুঝানো যাবে না। শুধু একটা জিনিসই এই চোখকে স্পষ্ট করে। সেটা হলো ঈমান। যার ঈমান পরিষ্কার সে এইসব আমেরিকা-ব্রিটেন তথা পাশ্চাত্যের সকল আগ্রাসনের মানে বুঝতে পারবে।
চোখের সামনে কুফরের পর্দা ঝুলতে থাকে বলে এখনো সবাই ক্যাটরিনা কাইফের, প্রিয়াঙ্কা চোপড়ার কোমর আর নিতম্বের দিকে হা করে তাকিয়ে থাকে। এই যুবকরা রিকসায় উঠে চিতকার করে গান গায় 'মাক্ষি গিরা গরম ত্যাল মে', আর রাপা প্লাজার সামনে যুবতী রিকসায় বসে আড়চোখে পাশের রিকসায় চাইলো এরপর চুলগুলো কানের পেছনে গুঁজে দিলো। আহাহা ! এই রূপের ঝলক দুই পুরুষ দেখে তার দিকে না চাহিয়া থাকিলে কী লাভ হইলো এই সাজুগুজুর? এই অবস্থার মুসলিমটা, রিকসার উপরে হাফপ্যান্ট পরে গান গাওয়া ছেলেটা শুধু হিদায়াতের স্পর্শে জীবনের মানে বুঝে। মুসলিম নিধনের পাশ্চাত্য আগ্রাসন স্পষ্ট টের পায়। সেইই হয়ত সিরিয়াতে ছুটে যেতে চায়, অথবা শহরের প্রান্তে শোষকের গলাটা চিপে মানবতাকে মুক্তি দিতে চায়...
এই সময়ে একজন গাজী সালাহউদ্দিন দরকার। ক্রুসেডারদের ধ্বসিয়ে জাহান্নামের টিকেট ধরিয়ে দেয়া দরকার। আমার এই লেখাই ক্রুসেডারের চ্যালাদের চোখেও পড়তে পারে। গা জ্বালা ধরে যাবে তাদের। এই লেখাতে যাদের গা জ্বালা ধরবে, তারা জাহান্নামে এক পা দিয়েই আছে, তা হলফ করে বলতে পারি। আল্লাহই সর্বজ্ঞানী। আল্লাহ তাদের হিদায়াত দিন, তার যোগ্য তারা না হলে তাদের ধ্বংস করুন।
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন